ফ্রেডরিক কুক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
বিশ্বযুদ্ধে অংশগ্রহণ - নতুন অনুচ্ছেদ!
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারিত রূপ!
১ নং লাইন:
{{Infobox cricketer
| name = ফ্রেডরিক কুক
| image = ফ্রেডরিক কুক.jpg
| caption =
| fullname = ফ্রেডরিক জেমস কুক
৫৭ নং লাইন:
}}
 
'''ফ্রেডরিক জেমস কুক''' ({{lang-en|Frederick Cook}}; [[জন্ম]]: [[৩১ জানুয়ারি]], [[১৮৭০]] - [[মৃত্যু]]: [[৩০ নভেম্বর]], [[১৯১৫]]) [[Dutch East Indies|ডাচ ইস্ট ইন্ডিজের]] [[জাভা দ্বীপ|জাভায়]] জন্মগ্রহণকারী প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।<ref>[http://south-africa.crictotal.com/profile/frederick-cook.php player profile of Frederick Cook in south-africa.crictotal.com] Retrieved 29 March, 2019</ref> [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯৬ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে [[ইস্টার্ন প্রভিন্স ক্রিকেট দল|ইস্টার্ন প্রভিন্স দলের]] প্রতিনিধিত্ব করেছিলেন '''ফ্রেডরিক কুক'''। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।
 
== ঘরোয়া ক্রিকেট ==
ডানহাতি ব্যাটসম্যান ফ্রেডরিক কুক [[Eastern Province cricket team|ইস্টার্ন প্রভিন্সের]] সদস্যরূপে অনিয়মিতভাবে বারো মৌসুমেরও অধিক সময় [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] অংশগ্রহণ করেছিলেন। ১৮৯৩-৯৪ মৌসুম থেকে ১৯০৪-০৫ মৌসুম পর্যন্ত তাঁর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। নিজস্ব প্রথম [[প্রথম-শ্রেণীর ক্রিকেট]] খেলার প্রথম ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯ ও দ্বিতীয় ইনিংসে ২৮ রান তুলেন। ঐ খেলায় তিনি দলের [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কেরও]] দায়িত্বে ছিলেন।<ref>{{cite web|title=Transvaal v Eastern Province 1893-94|url=https://cricketarchive.com/Archive/Scorecards/4/4083.html|website=CricketArchive|accessdate=20 November 2017}}</ref>
 
== টেস্ট ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে [[এক টেস্টের বিস্ময়কারী|একটিমাত্র টেস্টে]] অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল ফ্রেডরিক কুকের। ১৩ ফেব্রুয়ারি, ১৮৯৬ তারিখে সফরকারী ইংরেজ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেখঅভিষেক ঘটে তাঁর।
 
১৮৯৫-৯৬ মৌসুমে [[মার্টিন হক|লর্ড হকের]] নেতৃত্বাধীন [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|এমসিসি দল]] দক্ষিণ আফ্রিকা গমন করে। পোর্ট এলিজাবেথে সিরিজের প্রথম [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেন তিনি। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা দল ৯৩ রানে গুটিয়ে যায়। [[ব্যাটিং অর্ডার|নয় নম্বরে]] ব্যাটিংয়ে নেমে ৭ রান তুলেছিলেন। দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দলের অবস্থা আরও ভয়াবহ ছিল। দলের সর্বমোট ৩০ রানের মধ্যে তিনি [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংরেজ]] তারকা খেলোয়াড় জর্জ লোহম্যানের বলে [[শূন্য রান|শূন্য রানে]] বিদায় নেন। ঐ টেস্টে [[জর্জ লোহম্যান]] মাত্র ৭ রান খরচায় আট উইকেট পেয়েছিলেন। তন্মধ্যে, দ্বিতীয় ইনিংসে লোহম্যানের [[টেস্ট ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা|হ্যাট্রিকের]] প্রথম ডিসমিসালে পরিণত হন ও খেলা শেষ হয়ে যায়।<ref>{{cite web|title=1st Test, England tour of South Africa at Port Elizabeth, Feb 13-14 1896|url=http://www.espncricinfo.com/series/17674/scorecard/62442/South-Africa-vs-England-1st-Test-england-tour-of-south-africa-1895-96|website=Cricinfo|accessdate=20 November 2017}}</ref>
 
== বিশ্বযুদ্ধে অংশগ্রহণ ==
[[প্রথম বিশ্বযুদ্ধ]] শুরু হলে [[Border Regiment|বর্ডার রেজিম্যান্টে]] কমিশন্ডপ্রাপ্ত হন ও খুব দ্রুত [[Captain (armed forces)|ক্যাপ্টেন]] পদে উপনীত হন। [[গ্যালিপলির যুদ্ধ|গ্যালিপলি অভিযানে]] অংশ নেন। সেখানে তিনি [[Royal Scots|রয়্যাল স্কটসের]] অধীনে ওয়ান/ফোর্থ ব্যাটিলিয়নে (কুইন্স এডিনবরা রাইফেলস) যুক্ত ছিলেন। ৩০ নভেম্বর, ১৯১৫ তারিখে যুদ্ধ চলাকালে সম্মুখ সমরে তুরস্কের গ্যালিপলির কেপ হেলেস এলাকায় ফ্রেডরিক কুকের জীবনাবসান ঘটে।<ref>[[Nigel McCrery]], ''Final Wicket: Test and First Class Cricketers Killed in the Great War'', Pen & Sword Books, Barnsley, 2015. p. 170.</ref> প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বারোজন টেস্ট ক্রিকেটারের জীবনাবসান ঘটছিল। তন্মধ্যে, [[আর্থার ওকস]], [[রেজি সোয়ার্জ]], [[গর্ডন হোয়াইট]], [[বিল লুন্ডি|এরিক বিল লুন্ডি]], [[ক্লদ নিউবেরি]], [[রেজিনাল্ড হ্যান্ডস]] ও ফ্রেডরিক কুক - এ সাতজনই দক্ষিণ আফ্রিকান ছিলেন।<ref>Cricket and society in South Africa, 1910-1971, From union to icolation, Edited by Bruce Murray, Richard Parry and Jonty Winch, Palgrave Macmillan, ISBN: 978-3-319-93607-9, 1969</ref>
 
== তথ্যসূত্র ==