ঢাকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হালনাগাদ
৫৮২ নং লাইন:
== শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান ==
[[চিত্র:Aparajeyo Bangla statue.jpg|thumb|200px|[[ঢাকা বিশ্ববিদ্যালয়]]-এর কেন্দ্রস্থলের [[অপরাজেয় বাংলা]] ভাস্কর্য]]
১৯০৫ খ্রিস্টাব্দে [[বঙ্গভঙ্গ|বঙ্গভঙ্গের]] সময় হতেই ঢাকা এই প্রাদেশিক রাজধানীর শিক্ষার কেন্দ্র হয়ে ওঠে। এই সময়ই ১৯২১ খ্রিস্টাব্দে [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] স্থাপিত হয়। ১৯৮০'র দশক পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এর আশেপাশের এলাকাকে ''এডুকেশন ডিস্ট্রিক্ট'' বলা হতো।১৯৬৫হতো। ১৯৬৫ সালের ১৫ মার্চ ঢাকার মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ একটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে ও ১৯৬৮ সালে জুনিয়র স্কুল এবং ১৯৭২ সালে এটি পূর্ণাঙ্গ হাই স্কুলে উন্নীত হয়৷ ১৯৭৩ সালে এই স্কুলের শিক্ষার্থীরা প্রথমবারের মত এসএসসি পরীক্ষায় অংশ নেয়৷ পরবর্তীকালে ১৯৯০-৯১ শিক্ষা বছরে সরকারের নির্দেশে মতিঝিল ক্যাম্পাসে স্কুল ভবনের পূর্বদিকে ছাত্রীদের জন্য কলেজ শাখা চালু করা হয় ।এই এডুকেশন ডিস্ট্রিক্টের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে [[আইডিয়াল স্কুল এন্ড কলেজ]] , [[গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা|গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল]],[[ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজ]], [[উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ]], [[ঢাকা কলেজ]], [[নটর ডেম কলেজ]], [[তেজগাঁও কলেজ]](পূর্বে নাইট কলেজ), [[ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল]], [[ইডেন মহিলা কলেজ]], [[ইষ্ট এন্ড হাই স্কুল]], [[অগ্রণী বালিকা বিদ্যালয়]], [[আজিমপুর গার্লস স্কুল]], [[বেগম বদরুন্নেসা কলেজ]], [[ঢাকা মেডিকেল কলেজ]], [[ঢাকা ডেন্টাল কলেজ]], ঢাকা আর্ট কলেজ (চারুকলা ইন্সটিটিউট),[[রঙ্গন একাডেমী,উত্তরা]] প্রভৃতি।
 
[[চিত্র:EWU_campus1.jpg|thumb|left|[[ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়]], ঢাকায় অবস্থিত [[বেসরকারি বিশ্ববিদ্যালয়]] গুলোর একটি।]]
'https://bn.wikipedia.org/wiki/ঢাকা' থেকে আনীত