হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক সংযুক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
উল্লেখযোগ্য মুহুর্ত - অনুচ্ছেদ সৃষ্টি!
৩৭ নং লাইন:
}}
 
'''হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড''' ({{lang-en|Headingley Cricket Ground}}) ইংল্যান্ডের লিডসে অবস্থিত হেডিংলি স্টেডিয়াম কমপ্লেক্সের ক্রিকেট মাঠ। সচরাচর, সংক্ষেপে এ স্টেডিয়ামকে '''হেডিংলি''' নামে ডাকা হয়। সম্প্রচারস্বত্ত্বের কারণে এটি '''এমারেল্ড হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড''' নামে পরিচিতি পাচ্ছে। প্রধান স্ট্যান্ডের সাথে হেডিংলি রাগবি স্টেডিয়াম সংযুক্ত রয়েছে। ১৮৯৯ সাল থেকে [[টেস্ট ক্রিকেট]] অনুষ্ঠিত হচ্ছে ও এর দর্শক ধারন ক্ষমতা ১৮,৩৫০জন।
 
== উল্লেখযোগ্য মুহুর্ত ==
=== কাউন্টি ক্রিকেট ===
১৯০২ সালে [[ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ইয়র্কশায়ার দল]] সফরকারী অস্ট্রেলিয়া একাদশকে পাঁচ উইকেটে পরাভূত করেছিল। দ্বিতীয় ইনিংসে [[জর্জ হার্বার্ট হার্স্ট]] ও [[স্ট্যানলি জ্যাকসন]] - উভয়ে পাঁচটি করে উইকেট নিয়ে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩ রানে গুটিয়ে যায়।
 
১৯৩০ সালের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলীয় তারকা খেলোয়াড় [[ডোনাল্ড ব্র্যাডম্যান]] প্রথম দিনেই ৩০৯ রান সংগ্রহ করে ৩৩৪ রানের ইনিংস খেলেন। এরপর ১৯৩৪ সালে অস্ট্রেলীয়রা হেডিংলিতে পরবর্তী টেস্টে খেলতে আসলে তিনি ৩০৪ রান তুলেছিলেন।
 
== তথ্যসূত্র ==