উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎উল্লেখযোগ্যতার সাধারণ সূচক: সংশোধন। কোন প্রসঙ্গ একাধিক নিয়ে নির্ভরযোগ্য উৎসে প্রকাশ পেতে হবে এমন কথা নেই। বিষয় গুরুত্বপূর্ণ হলে একটি নির্ভরযোগ্য সূত্র দ্বারাও নিবন্ধ সৃষ্টি সম্ভব।
১৯ নং লাইন:
==উল্লেখযোগ্যতার সাধারণ সূচক==
{{shortcut|WP:GNG|WP:SIGCOV}}
<span id="GNG" /><span id="SIGCOV" />যদি কোন একটি আলোচ্য বিষয় '''একাধিক''' '''প্রকাশিত মুদ্রণ/প্রকাশনায় '''নিয়ে '''[[উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস|নির্ভরযোগ্য উৎসতে]]''' '''গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রচার''' করা হয়েছেহয় যার '''বিষয়বস্তুর স্বাধীনতা''' আছে, তবে '''ধরে নেওয়া হয়''' বিষয়টি উইকিপিডিয়াতে একটি স্বংয়সম্পূর্ণ নিবন্ধ হবার যোগ্যতা রাখে।
 
* '''''একাধিক ''''' বলতে কোন বিশেষ সংখ্যার কথা বলা হচ্ছে না। তথ্যসূত্রের নির্ভরযোগ্যতার উপর এটি নির্ভর করে। একই তথ্যসূত্র যদি অনেকগুলো পত্রিকা উদ্ধৃত করে তাহলে তাকে একাধিক বলে যায় না। আবার একই বিষয়ের উপর একাধিক গবেষক আলাদা ভাবে গবেষণাপত্র করে প্রকাশ করলে তা কিন্তু '''একাধিক''' বলে গণ্য হবে।
 
* '''''প্রকাশিত মুদ্রণ/প্রকাশনা''' '' বলতে অনেক কিছু বোঝাতে পারে। এর মধ্যে পড়ে পত্রিকা, বই, সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওর ডকুমেন্টারী, সরকারী রিপোর্ট, কোন বৈজ্ঞানিক পত্রিকার রিপোর্ট ইত্যাদি (বিশেষ করে পিয়ার রিভিউড জার্নাল (peer reviewed journal) অর্থাৎ যে জার্নালের সম্পাদক ছাড়াও আরও কয়েকজন রিভিউয়ার বা সমীক্ষাকারী কাজটি পড়ে তা প্রকাশযোগ্য বলে মনে করলে তবেই কাজটি প্রকাশিত হয়)।
 
*'''''গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রচার''''' বলতে বোঝায় ঘটনাটির বিবরণের গভীরতা, এবং শুধুমাত্র মজার শিরোনাম বা লঘু মনোরঞ্জনকারী কয়েকটি নাম ছাড়া বিষয়টির মধ্যে কতখানি গূঢ় "বিষয়বস্তু" আছে। তাই কোন [[উইকিপিডিয়া:কোনো মৌলিক গবেষণা নয়|মৌলিক গবেষণা এড়িয়ে]] উপস্থাপিত করা প্রয়োজন। <ref>উদাহরন:-প্রশান্তকুমার পাল লিখিত নয় খন্ডে "রবিজীবনী" (প্রকাশক কলকাতা: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড) বা প্রভাতকুমার মুখোপাধ্যায় চার খন্ডে লিখিত "রবীন্দ্রজীবনী " (প্রকাশক কলকাতা: বিশ্বভারতী গ্রন্থনবিভাগ) স্পষ্টভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রচার রূপে তুচ্ছ নয়। এই বইদুটি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্যতার নিশ্চিত প্রমান গন্য হওয়া উচিত। অপর দিকে শেখ মুজিবুর রহমানের জীবনী গ্রন্থে তার কন্য শেখ হাসিনা ওয়াজেদ সম্পর্কে একটি বাক্য, তার কন্যার উল্লেখযোগ্যতার প্রমানরূপে গন্য হয় না।</ref>