উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Hrishikes (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৬ নং লাইন:
{{subcat guideline|নীতিমালা ও নির্দেশাবলী|Notability|WP:N|WP:NN|WP:NOTE}}
<section begin=nutshell />{{nutshell|
উইকিপিডিয়াতে উল্লেখযোগ্য বিষয়ের ওপর নিবন্ধ থাকে—যা কিনা অনেকটা সময় ধরে এবং বিশেষভাবে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং উইকিপিডিয়ার পরিধির বাইরে নয়। এই দৃষ্টি আকর্ষণ মাপার জন্য ব্যবহার করা হয় [[উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস|নির্ভরযোগ্য]] এবং স্বতন্ত্র সূত্রে প্রাপ্ত প্রমাণ। উল্লেখযোগ্যতার নির্দেশিকা নিবন্ধের বিষয়বস্তু নয়, বরং ঐ বিষয়টির ওপর পৃথক নিবন্ধ থাকার যৌক্তিকতা নির্ধারণ করে।}}<section end=nutshell />
যদি একটি বিষয় কোনো [[উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস|নির্ভরযোগ্যে]], [[উইকিপিডিয়া:কোনো মৌলিক গবেষণা নয়|মাধ্যমিক তথ্যসূত্র]] হিসেবে যথাযথ পরিমাণ গুরুত্ব পায়, তবে তা ঐ বিষয়ের [[উইকিপিডিয়া:যাচাইযোগ্যতা|যাচাইযোগ্যতা]] নিশ্চিত করে, এবং ধরে নেওয়া যায় ও বিষয়টি উইকিপিডিয়াতে একটি স্বংয়সম্পূর্ণ নিবন্ধ হবার যোগ্যতা রাখে।}}<section end=nutshell />
 
{{উল্লেখযোগ্যতা নির্দেশাবলী}}
 
উইকিপিডিয়াতে কোন বিষয়ের নিজস্ব নিবন্ধ থাকা উচিত কিনা, তা স্থির করা হয় বিষয়টির '''উল্লেখযোগ্যতা''' দিয়ে।
উইকিপিডিয়া-তে '''উল্লেখযোগ্যতা''' কোনো নির্দিষ্ট বিষয় একটি স্বতন্ত্র নিবন্ধের যোগ্য কিনা তা নির্ধারণ করে। নিবন্ধ বিষয়বস্তু উল্লেখযোগ্য হতে হবে অথবা "বিজ্ঞাপ্তির প্রাপনিয়" হবে। এইটি গুরুত্বপূর্ণভাবে লক্ষণীয় যে উল্লেখযোগ্যতা নির্ধারণ কোনো খ্যাতি বা যশ, গুরুত্ব বা আলোচ্য বিষয়ের জনপ্রিয়তার উপর অপরিহার্যভাবে নির্ভর করে না ;-যদিও সেইগুলি একটি বিষয়ের গ্রহণযোগ্যতা উন্নত করতে পারে যা নিচে নীতি নির্দেশাবলীতে ব্যাখ্যা করা আছে।
 
উইকিপিডিয়ায় দেওয়া তথ্য অবশ্যই যাচাইযোগ্য হতে হবে; যদি কোন বিষয়ের ওপর নির্ভরযোগ্য স্বতন্ত্র সূত্র না পাওয়া যায়, তবে সেই বিষয়ে পৃথক নিবন্ধ থাকা উচিত নয়। উল্লেখযোগ্যতার ধারণায় এই মূল মাপকাঠিটিরই ব্যবহার হয়, বাছবিচারহীনভাবে নিবন্ধের অন্তর্ভুক্তি আটকাতে। নিবন্ধ ও তালিকার বিষয়গুলি উল্লেখযোগ্য হওয়া চাই, তথা দৃষ্টি-আকর্ষণের উপযুক্ত। কোন বিষয়ের খ্যাতি, গুরুত্ব, জনপ্রিয়তা ইত্যাদির ওপরেই বিষয়টির উল্লেখযোগ্যতা অপরিহার্যভাবে নির্ভর করে না—যদিও এগুলি বিষয়টির গ্রহণযোগ্যতা বাড়াতে পারে, অবশ্য যদি বিষয়টি নিচে বর্ণিত নির্দেশিকার অনুসারী হয়।
একটি আলোচ্য বিষয় উল্লেখযোগ্য ও বিবেচনা করা যাবে যদি পরবর্তি নির্দিষ্ট বিষয়ের নির্দেশাবলী আরও বেশির করে বিচারধারা মিলে যায় :[[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (আকাডেমি)|আকাডেমি]], [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (বই)|বই]], [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (অপরাধমূলক আইন)|অপরাধমূলক আইন]], [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (চলচ্চিত্র)|চলচ্চিত্র]], [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (সংগীত)|সংগীত]], [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (সংখ্যা)|সংখ্যা]], [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানী)|সংস্থা ও কোম্পানী]], [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি)|ব্যক্তি]], [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ওয়েব উপাদান)|ওয়েব উপাদান]]
 
কোন বিষয় পৃথক নিবন্ধের যোগ্য বলে ধরা হয় যদি:
উইকিপিডিয়ার এই উল্লেখযোগ্যতার নির্দেশাবলী কেবল মাত্র একটি রূপরেখা মাত্র যে কিভাবে কোনো একটি বিষয় একটি স্বংয়সম্পূর্ণ নিবন্ধ হবার যোগ্যতা রাখে। এই উল্লেখযোগ্যতার নির্দেশাবলীগুলি নিবন্ধের উপাত্ত সরাসরি সীমা রাখে না।
 
উইকিপিডিয়ায় পরিবেশিত তথ্যের প্রকৃতি কেমন হবে, তা জানতে দেখুন [[উইকিপিডিয়া:যাচাইযোগ্যতা]], [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি]], [[উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়]], [[উইকিপিডিয়া:জীবিত ব্যক্তির জীবনী]] এবং [[উইকিপিডিয়া:কোন মৌলিক গবেষণা নয়]]। এই মূলনীতিগুলি একে অপরের পরিপূরক এবং সে-ভাবেই এগুলোকে জানতে হবে, বিছিন্নভাবে নয়।
# বিষয়টি নিচে দেওয়া উল্লেখযোগ্যতার সাধারণ নির্দেশিকা বা ডান দিকের তথ্যছকে দেওয়া বিষয়ভিত্তিক নির্দেশিকা মেনে চলে; এবং
# বিষয়টি [[উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়|উইকিপিডিয়া কী নয়]] নীতিতে পরিহার্য না হয়।
 
তবে উপরের শর্ত পূরণ হলে বিষয়টিকে পৃথক নিবন্ধ হিসেবে যে রাখতেই হবে, এমন কোন কথা নেই। সম্পাদকরা তাঁদের বিচার-বিবেচনা অনুযায়ী একজাতীয় বিভিন্ন বিষয়কে একটি নিবন্ধে মিলিয়ে দিতে পারেন। একটা বিষয় তার নিজস্ব নিবন্ধ বা তালিকার জন্য কতটা উপযুক্ত, নিচের নির্দেশিকা শুধু তার রূপরেখা দেয়। নিবন্ধ বা তালিকার বিষয়বস্তু এ দিয়ে সীমায়িত হয় না, যদিও তালিকায় অন্তর্ভুক্তির জন্য উল্লেখযোগ্যতার মাপকাঠি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে (যেমন কোন বিদ্যালয়ের প্রাক্তনীদের তালিকা)। বিষয়বস্তু কেমন হবে তার নীতির জন্য দেখুন [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি|নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি]], [[উইকিপিডিয়া:যাচাইযোগ্যতা|যাচাইযোগ্যতা]], [[উইকিপিডিয়া:কোনো মৌলিক গবেষণা নয়|কোনো মৌলিক গবেষণা নয়]], [[উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়|উইকিপিডিয়া কী নয়]], এবং [[উইকিপিডিয়া:জীবিত ব্যক্তির জীবনী|জীবিত ব্যক্তির জীবনী]]। এই মূলনীতিগুলি একে অপরের পরিপূরক এবং সে-ভাবেই এগুলোকে জানতে হবে, বিছিন্নভাবে নয়।
 
==উল্লেখযোগ্যতার সাধারণ সূচক==