বালাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shahriar754 (আলোচনা | অবদান)
বিষয়বস্তু যোগ
Shahriar754 (আলোচনা | অবদান)
সম্প্রসারণ, সংশোধন
৬ নং লাইন:
 
== সঙ্গীত জীবন ==
বালামের সঙ্গীতের শুরু হয় ব্যান্ড দল রেইনিগেডসের মাধ্যমে। তিনি ও তাঁর বন্ধুরা মিলে ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ডটি। তিনি ছিলেন ব্যান্ডটির লিড গিটারিস্ট ও ভোকাল্‌। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম "ফিরিয়ে দাও"। তবে এরও পূর্বে তিনি আত্মপ্রকাশ করেন সুরকার হিসেবে। সপ্তম শ্রেণীতে থাকার সময় প্রথম সুর করেন জনপ্রিয় ব্যান্ডদল [[ওয়ারফেইজ|ওয়ারফেজের]] "কৈশোর" নামের গানটির। পরে ১৯৯৮ সালের শেষ দিকে বালাম লিড গিটারিস্ট ও ২য় ভোকাল হিসেবে যোগদান করেন ব্যান্ডটিতে। ২০০২ সালে ওয়ারফেজের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জয় ও বাবনা ব্যক্তিগত কারণে ওয়ারফেজ ত্যাগ করলে বালাম উন্নীত হন ১ম ভোকাল হিসেবে। এসময় তার ভয়েসে ওয়ারফেজ ২০০৩ সালে প্রকাশ করে অ্যালবাম "মহারাজ"।
 
ওয়ারফেজে থাকাকালীন সময়েই বালাম তার কম্পোজিশনে প্রকাশ করেন মিশ্র অ্যালবাম "প্রেম শিকারী"। এই অ্যালবামটির মাধ্যমে তিনি সঙ্গীতবোদ্ধাদের কাছে পরিচিতি লাভ করেন। ওয়ারফেজের আলো অ্যালবামেও বালাম উপহার দেন "যতোদূরে", "নেই তুমি" ও "সময়" - এর মতো বেশ কিছু জনপ্রিয় গান। অ্যালবাম প্রকাশের পর ওয়ারফেজ ত্যাগ করেন বালাম।
১৪ নং লাইন:
এরপর দীর্ঘ তিন বছরের বিরতির পর ২০১৩ সালে বালাম ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ করেন তাঁর ৪র্থ একক অ্যালবাম "ভূবন (বালাম ৪)"।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=বালামের নতুন ‘ভুবন’|ইউআরএল=http://archive.prothom-alo.com/detail/date/2013-03-16/news/337003|ওয়েবসাইট=[[দৈনিক প্রথম আলো]]|সংগ্রহের-তারিখ=21 জুলাই 2017|তারিখ=১৬ মার্চ ২০১৩}}</ref>
 
দুই বছর বিরতির পর ২০১৫ সালে তাঁর প্রথম সঙ্গীত ভিডিও "মেঘে ঢাকা" প্রকাশ পায়। এরপর ২০১৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশ করেন "[[কৌশিক হাসান তাপস|কৌশিক তাপস]] ফিচারিং বালাম-কী জ্বালা" গানটি। ২০১৬ সালে তাঁর বোন জুলিকে নিয়ে দ্বৈত গান "কত যে খুঁজেছি তোমায়" প্রকাশ করেন। ২০১৭ সালের ভালোবাসা দিবসে রবি-এয়ারটেল ইয়োন্ডার মিউজিকের ব্যানারে তিনি তার ৫ম একক অ্যালবাম "গল্পের শহর" প্রকাশ করেন।<ref name="গল্পের শহর">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=গল্পের শহরে বালাম|ইউআরএল=http://www.banglanews24.com/entertainment/news/bd/552681.details|ওয়েবসাইট=বাংলানিউজটোয়েন্টিফোর.কম|সংগ্রহের-তারিখ=21 জুলাই 2017}}</ref>
ইয়োন্ডার পরবর্তীতে ব্যাংক দেউলিয়া হয়ে সেবা বন্ধ করে দিলে আরেক শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান [[বাংলালিংক]] নিয়ে আসে 'ভাইব' অ্যাপটি। এর সঙ্গে চুক্তিবদ্ধ হন বালাম, হাবিব, [[শাফিন আহমেদ]]<nowiki/>সহ জনপ্রিয় তারকারা। 'ভাইব' অ্যাপে বালাম প্রকাশ করেন 'হঠাৎ', 'বালাম ফিচারিং কনা - আদরে' এবং 'বালাম ফিচারিং আনিকা তাসনিম - খোলা আকাশ' গানগুলো। 'হঠাৎ' গানটি পরবর্তীতে মিউজিক ভিডিও হিসেবে প্রকাশ পায় যাতে বালামের সঙ্গে অভিনয় করেন অভিনেত্রী সুজানা জাফর। দর্শক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয় ভিডিওটি।
 
"প্রেম শিকারি" ছাড়াও বালাম বিভিন্ন মিশ্র অ্যালবামে কাজ করেছেন।
বালাম চলচ্চিত্র সঙ্গীত পরিচালনাও করেছেন। নাটকেও অভিনয় করেছেন গুণী এই শিল্পী।
২৫ ⟶ ২৭ নং লাইন:
* ভূবন- বালাম ৪
* গল্পের শহর
*ডিজিটাল বাংলাদেশ
 
=== দ্বৈত ও মিশ্রব্যান্ড অ্যালবাম ===
 
* অন্য ভূবন (রেনিগেডস)
* ফিরিয়ে দাও (রেনিগেডস)
* আলো : যতোদূর, সময়, নেই তুমি (ওয়ারফেজ)
* মহারাজ (ওয়ারফেজ)
* স্বপ্নচূড়া ৩ : বালাম ফিচারিং অপু - প্রতীক্ষা (মন্ত্র)
 
=== ফিচারড ও মিশ্র অ্যালবাম ===
 
=== দ্বৈত ও মিশ্র অ্যালবাম ===
* প্রেম শিকারী
* বালাম ফিচারিং জুলি
৩৬ ⟶ ৪৮ নং লাইন:
* আঁধার ২
* ছায়াশরীরী
*কৃষ্ণ কালা (রাশেদ খান) : বালাম ফিচারিং রাশেদ খান - 'মেয়ে তুমি', 'কৃষ্ণ কালা'।
*ফেলে আসা (মিলা) : বালাম ফিচারিং মিলা - 'নির্জন রাত', 'ছেঁড়া পাল', 'পোড়া বাঁশি'।
*সিনথিয়া (সেলফ টাইটেলড অ্যালবাম) : বালাম ফিচারিং সিনথিয়া - 'স্মৃতির শিহরণ'।
*জুক (সেলফ টাইটেলড অ্যালবাম) : বালাম ফিচারিং জুক - 'আমার নাও ওড়ে আসমানে'।
*বৃষ্টি বিনিময় (লিমন চৌধুরী) : বালাম ফিচারিং লিমন চৌধুরী - 'মন খারাপ'।
*নির্ঝরের তানপুরা (লিমন চৌধুরী) : বালাম ফিচারিং লিমন চৌধুরী - 'বাধা'।
 
== প্লেব্যাকসমূহ ==
 
* ভালোবাসার গল্প (রোমান্স) - [[অনন্য মামুন]]
== চলচ্চিত্রের গান ==
*[[প্রজাপতি (চলচ্চিত্র)|প্রজাপতি]] ([[হাবিব ওয়াহিদ|হাবিব ওয়াহিদ]] ফিচারিং বালাম - 'প্রত্যাখ্যান') - [[মুহাম্মদ মোস্তফা কামাল রাজ|মোহাম্মদ মোস্তফা কামাল রাজ]]
এফ আই মানিকের বড় সাহেব এবং মোরশেদুল ইসলামের প্রিয়তমেষু চলচ্চিত্র দিয়ে বড় পর্দার গানে বালামের অভিষেক ঘটে।<ref name="বালামের গল্প">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=বালামের গল্প|ইউআরএল=http://archive.prothom-alo.com/detail/date/2010-07-29/news/82145|ওয়েবসাইট=[[দৈনিক প্রথম আলো]]|সংগ্রহের-তারিখ=21 জুলাই 2017|তারিখ=২৯-০৭-২০১০}}</ref>
*[[কমন জেন্ডার-দ্য ফিল্ম|কমন জেন্ডার]] (মা গো মা, বালাম ফিচারিং [[নাজমুন মুনিরা ন্যান্সি|ন্যান্সি]] : 'চাঁদকে যেমন') - নোমান রবিন
* ভালোবাসার গল্প (রোমান্স) - অনন্য মামুন
* হৃদয় ভাঙা ঢেউ (কার দুটো চোখ', ' যা রে যা চিঠি') - [[গাজী মাজহারুল আনোয়ার]]
* প্রজাপতি- মোহাম্মদ মোস্তফা কামাল রাজ
*[[প্রিয়তমেষু (চলচ্চিত্র)|প্রিয়তমেষু]] (টাইটেল ট্র্যাক) - [[মোরশেদুল ইসলাম]]
* কমন জেন্ডার- নোমান রবিন
* আমাদের ছোট সাহেব (বালাম ফিচারিং জুলি : 'ইচ্ছে ইচ্ছে মন') - এফ আই মানিক
* হৃদয় ভাঙা ঢেউ- গাজী মাজহারুল আনোয়ার
*চাঁদ, ফুল, অমাবস্যা ( বালাম ফিচারিং [[এলিটা করিম|এলিটা]] : টাইটেল ট্র্যাক) - আরিফ খান
* প্রিয়তমেষু- মোরশেদুল ইসলাম
* আমাদের ছোট সাহেব- এফ আই মানিক
 
== অভিনয় ==