বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫ নং লাইন:
১৯৮২ সালে বাংলাদেশের [[জাতীয় ক্রীড়া পরিষদ|জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের]] সহসভাপতি এমএ হামিদের হাত ধরে বাংলাদেশে হ্যান্ডবল খেলা শুরু হয়<ref name="বিডিহ্যান্ডবল" />, যিনি পরে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন সভাপতি নির্বাচিত হন। জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান মুন্সি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর তাকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন।<ref name="বিডিহ্যান্ডবল">{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.bdhandball.org/about-us.php |শিরোনাম= About Us|প্রকাশক =Bangladesh Handball Federation |ওয়েবসাইট=www.bdhandball.org |সংগ্রহের-তারিখ=2019-03-08}}</ref> তবে ১৯৮৩ সালের জুনে পুরুষদের প্রদর্শনীমুলক হ্যান্ডবল লীগের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। জুলাইয়ে শুরু হয় মহিলাদের খেলা এবং উভয়ের প্রথম টুর্নামেন্ট।<ref name="বাংলাপিডিয়াহ্যান্ডবল">{{বাংলাপিডিয়া উদ্ধৃতি|অধ্যায়=হ্যান্ডবল|লেখক=গোফরান ফারুকী এবং আবু তালহা সরকার|সংগ্রহের-তারিখ=2019-03-08}}</ref>
 
১৯৮৩ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ হ্যান্ডবল অ্যাসোসিয়েশন হিসেবে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।<ref name="বিডিহ্যান্ডবল" /> সেদিন বেশ কিছু ক্রীড়া সংগঠক ও উপদেষ্টা তৎকালীন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রিটর অফিসের সম্মেলন কক্ষে (বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়) নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের সভাপতিত্বে একত্রিত হন। ১লা মে ১৯৮৪ সালে জাতীয় ক্রীড়া পরিষদের স্বীকৃতি পায়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠাকালীন নাম বাংলাদেশ হ্যান্ডবল অ্যাসোসিয়েশন পরিবর্তন করে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন করা হয়।<ref name="বাংলাপিডিয়াহ্যান্ডবল" /> এবং এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সদস্য হয়।
 
== জাতীয় দল ==