সুমন কল্যাণপুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{তথ্যছক সঙ্গীতজ্ঞ|name=সুমন কল্যানপুর|image=|caption=|image_size=|background=solo_singer|alias=|birth_name=সুমন হেমাদি|birth_date={{birthজন্ম dateতারিখ and ageবয়স|1937|1|28|df=y}}|birth_place=[[ঢাকা]], [[বেঙ্গল প্রেসিডেন্সি]], [[ব্রিটিশ ভারত]]<br/>(অধুনা [[বাংলাদেশ]])|death_date=|instrument=|genre=[[ভারতীয় উচ্চাঙ্গ সংগীত]], [[নেপথ্য গায়িকা|নেপথ্য গায়ন]]|occupation=[[গায়িকা]]|years_active=১৯৫৪-১৯৮৮}}
'''সুমন কল্যাণপুর''' (জন্ম ২৮ জানুয়ারি ১৯৩৭) হলেন একজন ভারতীয় সংগীতশিল্পী। তিনি [[ভারত]] রাষ্ট্রের অতি শ্রদ্ধেয় নেপথ্য গায়িকাদের মধ্যে একজন স্বনমধন্য ব্যক্তি ছিলেন। তাঁর সেই সময়কালে, লতা মঙ্গেশকরের একাধিপত্যের মধ্যেও, প্রায় সমস্ত সংগীতকারের সঙ্গেই যুক্ত হয়ে গান গেয়ে স্বীকৃতি অর্জনে সফল হয়েছিলেন। অনেক মানুষ বিশ্বাস করত যে, তাঁর যা প্রতিভা, তাতে তাঁর যত দূর এগোনো উচিত ছিল, তত দূর তিনি যেতে পারেননি, যদিও তাঁর অভাবনীয় সাংগীতিক বৈশিষ্ট্য, যেগুলো একজন নেপথ্য গায়িকার কাছে খুবই প্রয়োজনীয়, সেই উচ্চাঙ্গ সংগীতের বিশদ জ্ঞান, সুরেলা কণ্ঠ এবং গলার বিস্তীর্ণ পরিসীমা ছিল।
 
৭ নং লাইন:
সুমন কল্যাণপুর ১৯৩৭ খ্রিস্টাব্দের ২৮ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শংকর রাও হেমাদি কর্ণাটকের ম্যাঙ্গালোর শহরের এক বনেদি সারস্বত ব্রাহ্মণ পরিবার থেকে এসেছিলেন। কর্ণাটকের উদুপি জেলার কুন্দপুর তালুকের একটা গ্রাম হল হেমাদি। তিনি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক উঁচু পোস্টে চাকরি করতেন এবং দীর্ঘদিন ধরে অধুনা বাংলাদেশের রাজধানী ঢাকায় নিয়োজিত ছিলেন। সেখানে তাঁর পিতা এবং মাতা সীমা হেমাদি ছাড়াও তাঁরা পাঁচ বোন এবং এক ভাই ছিলেন; সুমন তাঁর ভাইবোনেদের মধ্যে সকলের বড়ো ছিলেন। তিনি একজন স্বনামধন্য ভারতীয় গায়িকা। তাঁর পরিবার ১৯৪৩ খ্রিস্টাব্দে মুম্বই শহরে চলে যান, যেখানে তিনি সংগীতের তালিম নিয়েছিলেন।
 
সুমন কল্যাণপুর সব সময় ছবি আঁকা এবং সংগীতে অনুরক্ত ছিলেন। মুম্বইয়ের বিখ্যাত কলম্বিয়া হাই স্কুলে পড়াশোনা শেষ করে তিনি ছবি আঁকার পরবর্তী পাঠ নিতে মর্যাদাপূর্ণ স্যর জে জে স্কুল অফ আর্টসে ভরতি হয়েছিলেন। একই সঙ্গে পুণের প্রভাত ফিল্মের সংগীত পরিচালক এবং তাঁদের একজন পারিবারিক বন্ধু 'পণ্ডিত কেশব রাও ভোলে'জির কাছে উচ্চাঙ্গ কণ্ঠ সংগীতে তালিম নিয়েছিলন। সুমনের মত অনুযায়ী, প্রথমদিকে গান গাওয়াটা ছিল তাঁর কাছে একটা শখ, কিন্তু ক্রমে ক্রমে সংগীতের ওপর তাঁর অনুরাগ বেড়ে যায়, আর এর ফলস্বরূপ তিনি পেশাদারিত্বের সঙ্গে 'উস্তাদ খান আবদুল রহমান খান' এবং 'গুরুজি মাস্টার নবরং' এঁদের কাছে সংগীত শিক্ষা করতে আরম্ভ করেছিলেন।<ref>[http://www.in.com/suman-kalyanpur/profile-262585.html Suman Kalyapur]</ref>
 
 
{{কাজ চলছে/উইকি লাভস ওমেন ২০১৯}}
== তথ্যসূত্র ==
 
[[বিষয়শ্রেণী:ঢাকার ব্যক্তি]]
[[বিষয়শ্রেণী:তামিল ভাষার কন্ঠশিল্পী]]