মাউন্ট এলিজাবেথ হাসপাতাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:সিঙ্গাপুরের হাসপাতাল যোগ
→‎তথ্যসূত্র: https://www.mountelizabeth.com.sg/cost-financing/room-rates
৪৫ নং লাইন:
ব্রুনাই-এর রাজপরিবার হাসপাতালটিতে একটি রাজকীয় সুইট প্রতিষ্ঠা করেছিল। অবশ্য পরে এই রাজকীয় কক্ষটি অন্যান্য রোগীদের ব্যবহারের জন্যেও খুলে দেয়া হয়।
 
২০১৯ সালের হিসাব মতে, মোট ১০ ধরণের রুম ক্যাটাগরি রয়েছে। সিঙ্গেল রুমের ভাড়া পড়বে ৬৮৮ মা.ডলার, ২বেডের রুমের ভাড়া ৩৪০ মা.ডলার,  ৪ বেডের রুমের ভাড়া ২৭৬ মা.ডলার, এক্সিকিউটিভ ডিলাক্স স্যুইট রুম ১,১৫৮ মা.ডলার, ড্যাফডিল/ম্যাগনোলিয়া স্যুইট রুম ২,৬১৮ মা.ডলার, ভিআইপি রুম ৩,৯৮৮ মা.ডলার, রয়্যাল স্যুইট (লজার রুম ব্যতীত) ৫,৫৮৮ মা.ডলার, রয়্যাল স্যুইট (লজার রুমসহ) ৬,৪২৮ মা.ডলার, রয়্যাল স্যুইট (লজার রুম এবং লজসহ) ৭,০৮৮ মা.ডলার, রয়্যাল স্যুইট (সম্পূর্ণ স্যুইট) ৯,৮৩৮ মা.ডলার।
২০১৬ সালের হিসাব মতে, হাসপাতালটিতে চার শয্যার ওয়ার্ডে একটি শয্যার জন্য প্রতিরাতে ২৭৬ মার্কিন ডলার গুণতে হয়। সম্পূর্ণ নিজস্ব রুমের খরচ রাত প্রতি ৬৪০ মার্কিন ডলার।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.straitstimes.com/singapore/health/new-farrer-park-hospital-aims-to-offer-affordable-private-care|শিরোনাম=New Farrer Park Hospital aims to offer ‘affordable’ private care|তারিখ=27 February 2016|সংগ্রহের-তারিখ=10 February 2017|প্রকাশক=Straits Times}}</ref>
 
হাসপাতাল সংলগ্ন মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টার (এমইএমসি) অবস্থিত।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=Mount Elizabeth Medical Centre|ইউআরএল=http://memc.com.sg|সংগ্রহের-তারিখ=21 May 2018|প্রকাশক=Mount Elizabeth Medical Centre|তারিখ=21 May 2018}}</ref> এই ক্লিনিকে শুধুমাত্র ব্যক্তিগত ডাক্তার কর্তৃক চিকিতসাসেবা প্রদান করা হয়। সিঙ্গাপুর মেডিকেল কাউন্সিল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তারেরাই শুধুমাত্র এই হাসপাতাল ও মেডিকেল সেন্টারে দায়িত্বপালন করতে পারেন। সব মিলিয়ে মোট ৩১টি বিষয়ের বিশেষজ্ঞ এই হাসপাতালে কর্মরত। স্নায়ুরোগ থেকে শুরু করে, হৃদরোগ, দন্তচিকিৎসা, [[পাকান্ত্রবিদ্যা]]সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা সেবা প্রদান করেন। রোগীর অবস্থা, ক্লিনিক ও বিশেষজ্ঞভেদে চিকিৎসা খরচ বিভিন্ন হয়।