বারো ভূঁইয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৪৫ নং লাইন:
 
=== পশ্চিম ===
পশ্চিমা ব্রহ্মপুত্র উপত্যকায় ভূঁইয়াদের প্রাচীনতম প্রমাণগুলির মধ্যে একটি হল পুরুষোত্তম দাশের রৌত-কুচি অনুদান (1329) । <ref name="নাথ 1989 21" /> পরবর্তী বারো-ভূঁইয়ারা পূর্বে কাচারি রাজ্য ,পশ্চিমে [[কামতা রাজত্ব|কামতা রাজ্য ও]] দক্ষিণে ব্রহ্মপুত্র নদীর তীর পর্যন্ত নিজেদের সীমাবদ্ধ রেখেছিল । নিওগের মতে, গোষ্ঠীর নেতা (শিরোমনী), চাঁদিভারা মূলত [[কানৌজ|কনৌজ]] এর শাসক ছিলেন, [13] [[ফিরুজ শাহ তুগলক|ফিরোজ শাহ তুগলক]] এর 1353 এ শামসউদ্দিন ইলিয়াস শাহ বিরোধী প্রচারের জন্য তাকে ধর্মনারায়ণের রাজত্বে [[গৌড় (অঞ্চল)| গৌড়ে]] পালিয়ে আসতে হয়। {{Harv|Neog|1980|p=41}} </ ref> ধর্মনারায়ণ ও কামতা রাজ্যের দুর্লভনারায়ণের মধ্যে হওয়া চুক্তির ফলে, সাত কায়স্থ ও সাত ব্রাহ্মণ পরিবারগুলির একটি দল চাঁদিভারার নেতৃত্বে বর্তমান[[গুয়াহাটি]]<nowiki/>র উত্তরে কয়েক মাইল উত্তরে লাঙ্গামাগুরিতে স্থানান্তরিত হয়েছিল। <ref name="Neog1980p51">{{harv|neog|1980|পি=51}}</ref> চাঁদিভারা এবং তার দল দীর্ঘদিন ধরে লাঙ্গামাগুরিতে থাকত না কারণ এটি প্রায়শই ব্রহ্মপুত্র দ্বারা প্লাবিত হত এবং ভূঁইয়াদের বঞ্চনার কারণে শীঘ্রই [[বর্ডোওয়া]] চলে গেল (যা বর্তমানে নওগা জেলা) দুর্লভনারায়ণের সমর্থনে। <ref name="Neog1980p51" /> চাঁদিভারা এর বংশধরদের একজন হলেন [[শ্রীমতান্ত্রিকদে|শ্রীমন্তশঙ্করদেব]] । পাঁচ ভূঁইয়ার একটি দ্বিতীয় দল পরে চাঁদিভারার দলে যোগদান করে। <ref name="Neog1980p51" />
 
পরবর্তীতে এই ভূঁইয়াদের সদস্যরা শক্তিশালী হয়ে ওঠে। [[আলাউদ্দিন হোসেন শাহ]], যিনি 1498 সালে [[কামতা | নীলাম্বর নীলাম্বর]]   কে  পরাজিত করে [[কেন রাজবংশ|খেন রাজবংশ]] কে করেছিলেন, তার শাসন বর্ধাদী নদী পর্যন্ত বর্ধিত করেছিলেন, হররুপনারায়ণকে পরাজিত করে যিনি ছিলেন গন্ধর্ব রায়ের বংশধর।তিনি ছিলেন বৌসি ('বোয়াসির' ছোটো রাজা ') দুর্লভনারায়ণ কর্তৃক প্রতিষ্ঠিত দ্বিতীয় গোষ্ঠীর ভূঁইয়া। [ <nowiki/>{{হার্ভ|Neog|1980|pp=53-54}} </ ref> বারো-ভূঁইয়ারা প্রতিশোধ গ্রহণ করেন আলাউদ্দিন হোসেন শাহের শাসন শেষ করে, তাঁর পুত্র দানিয়ালকে হারানোর মাধ্যমে । কিন্তু খুব শীঘ্রই, কামতায় [[কোচ রাজবংশ|কোচ সাম্রাজ্যের]][কাম্প রাজবংশের] বিশ্বসিংহের উত্থান তাদের ধারণাকে ধ্বংস করেছিল। {{{Harv|neog|1980|pp=54-55}}<nowiki></ref></nowiki> তারা কোচদের বিরুদ্ধে পূর্বের নওগা অঞ্চলে পিছিয়ে ছিল। 16 তম শতাব্দীর প্রথম ত্রৈমাসিকে বারো-ভূঁইয়া গোষ্ঠীদের পশ্চিমে   ব্রহ্মপুত্রের উত্তর তীরে স্থানান্তরিত হতে হয়েছিল। কোচ এবং আহম ক্রমবর্ধমান দ্বন্দে তারা তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারিয়ে ফেলে।
 
== তথ্যসূত্র ==