কিকিরা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
রণি বসু (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
রণি বসু (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৫৪ নং লাইন:
''"কাপালিকরা এখনও আছে"'' [[উপন্যাস]]ে ঘটনাচক্রে ট্রেনের কামরায় কিকিরার সঙ্গে আলাপ হয় তারাপদ আর চন্দন ওরফে চাঁদুর। তারপর তাঁরা একত্রিত হয়ে একের পর এক রহস্যের সমাধান করতে থাকেন।
 
পোশাকআশাক রংচঙে হলেও কিকিরা আদতে মারাত্মক মাটির মানুষ, জেরার সময় (যদি সেটাকে আদৌ জেরা বলা যায়) অভদ্রতা হবে ভয়েভেবে অনেক জরুরি প্রশ্ন করার আগেও থমকান, অনেকসময় কারও সঙ্গে প্রথমবার কথা বলেই নিশ্চিত হয়ে যান, লোকটা ভালো, কখনোই দুষ্কৃতী হতেইহতে পারে না।
 
কিকিরার এক্সট্রাকারিকুলার গুণ প্রচুর।কিকিরা [[রামপ্রসাদ]] থেকে [[নিধুবাবু]]র [[গান]] গাইতে পারেন, মাথা থেকে বার করে নানারকম রান্না করেন। কিসমিসের[[কিসমিস]]ের পকৌড়া, মুলতানি আলুর[[আলু]]র দম।
 
কিকিরা অন্যের [[ইংরেজী]] বলা নিয়ে হাসেন না কারণ উনি যে জগতে চলাফেরা করেন সেখানে কেউ [[ইংরেজী]] বলে না, আর কিকিরার নিজের [[ইংরেজী]]ও তথৈবচ। তিনি চন্দনকে ''স্যান্ডেলউড'' বলে ডাকেন, নাক ডাকার [[ইংরেজী]] করেন ''নোজ কলিং'', তাঁকে যে ''হ্যান্ড বার্নিং'' করে খেতে হয় সেইজন্য আফসোস করেন। কিকিরার [[ইংরেজী]] নিয়ে তারাপদ চন্দন, এমনকী কিকিরা নিজেও হাসেন। সে হাসিতে কোনও পক্ষের তাচ্ছিল্য বা কুণ্ঠা জড়িয়ে নেই। কিকিরা [[কুকুর]] ভয় পান, এর পিছনে তাঁর অকাট্য যুক্তি, ''"গোয়েন্দারা সাহসী হয়, আমি ম্যাজিশিয়ান।"''