ওয়ালি হ্যামন্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ওয়েস্ট ইন্ডিজ গমন, ১৯৩৪-৩৫ - অনুচ্ছেদ সৃষ্টি
আফতাব বট (আলোচনা | অবদান)
অপ্রয়োজনীয় বিষয়শ্রেণী বাদ
৬৩ নং লাইন:
 
== ওয়েস্ট ইন্ডিজ গমন, ১৯৩৪-৩৫ ==
১৯৩৪-৩৫ মৌসুমে [[Bob Wyatt|আর.ই.এস ওয়াটের]] নেতৃত্বে [[হার্বার্ট সাটক্লিফ]] ও [[Hedley Verity|হেডলি ভ্যারিটির]] ন্যায় ইংল্যান্ডের দুইজন সেরা খেলোয়াড় বাদেই এমসিসি দল ওয়েস্ট ইন্ডিজ গমন করে। তাসত্ত্বেও শক্তিমত্তার দিক থেকে দলটি কোন অংশেই কম ছিল না। স্থানীয় এক সংবাদপত্রে এ দলটিকে সর্বাপেক্ষা সেরা দল হিসেবে এ উপকূলে আসার বিষয়ে উল্লেখ করে।{{sfn|Whitaker|2015|pp=121–22}} দলটিতে ওয়ালি হ্যামন্ড ও [[মরিস লেল্যান্ড|মরিস লেল্যান্ডের]] ন্যায় ইংল্যান্ডের বর্তমান ক্রিকেট তারকাদের অংশগ্রহণ ছিল।{{sfn|Manley|1990|p=45}}
 
৮ জানুয়ারি, ১৯৩৫ তারিখে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সিরিজের প্রথম টেস্টে বেশ কয়কবার বৃষ্টি আঘাত হানে। ব্যাটিং উপযোগী পিচে তিনদিনই খেলা অসম্ভব হয়ে পড়ে। নিম্নমূখী রানের খেলাটিতে কৌশলত্মাক ভঙ্গীমায় [[Declaration and forfeiture#Declaration|ইনিংস ঘোষণা]] করা হলে খেলা জমে উঠে। প্রত্যেক দলই তাদের স্বাভাবিক [[Batting order (cricket)|ব্যাটিং অবস্থান]] পাল্টায়। ইংল্যান্ড ঐ টেস্টে চার উইকেটে জয় তুলে নিতে সক্ষম হয়। মাত্র ৭৩ রানে জয়ের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে সফরকারী দলের সংগ্রহ একপর্যায়ে ৪৮/৬ হয়। তবে, ওয়ালি হ্যামন্ডের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে তারা রক্ষা পায়।{{sfn|Sengupta 2016}}{{sfn|Manley|1990|p=423}}
১৮৮ নং লাইন:
[[বিষয়শ্রেণী:ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক]]
[[বিষয়শ্রেণী:ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট সেঞ্চুরিকারী]]
[[বিষয়শ্রেণী:উইজডেন বর্ষসেরা ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার]]