ডেল বেঙ্কেনস্টেইন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
৯২ নং লাইন:
১৯৯৩-৯৪ মৌসুমে ১৮ বছর বয়সে নাটালের সদস্যরূপে বেঙ্কেনস্টেইনের অভিষেক ঘটে। [[ম্যালকম মার্শাল|ম্যালকম মার্শালের]] ছত্রচ্ছায়ায় খেলেন। মার্শালের বিশ্লেষণধর্মী অধিনায়কত্বের ধরন তরুণ বেঙ্কেনস্টেইনকে মুগ্ধ করে। এ সংক্রান্ত বিষয়ে পরবর্তীকালে মন্তব্য করেন যে, আমার চোখে তিনি অধিনায়কের শিল্পীস্বত্ত্বাকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন।
 
১৯৯৬ মৌসুম শেষে মার্শালের নাটাল দল থেকে চলে যাবার সময় বেঙ্কেনস্টেইনের বয়স ছিল মাত্র ২২ বছর। তাকে মার্শালের পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্বভার প্রদান করা হয়। দায়িত্ব নেয়ার পর প্রথম খেলায় বর্ডারের বিপক্ষে বিরাট ব্যবধানে পরাজিত হয় তার দল। পরবর্তীতে অবশ্য চারদিনের ও একদিনের খেলাগুলোয় জয়ের ধারায় ফিরে আসে নাটাল দল। ২০০৫ মৌসুমে ডারহামের পক্ষে খেলার জন্য চুক্তিবদ্ধ হন। প্রথম মৌসুমেই ক্লাবের বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হন। এ সময়ে দলীয় অধিনায়ক [[মাইক হাসি]] ও [[পল কলিংউড|পল কলিংউডের]] অনুপস্থিতির কারণে দলের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সর্বমোট ১৪২৭ রান তুলেন যা ডারহামের জন্য রেকর্ডবিশেষ। পরবর্তীতে ২০০৯ সালে [[মাইকেল ডি ভেনুতো]] এ রেকর্ডটুকু নিজের করে নেন।<ref name="durhamtimes">{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.durhamtimes.co.uk/sport/4630065.Hampshire_v_Durham__1st_day__tea_/|শিরোনাম=Another landmark|শেষাংশ=Wellock|প্রথমাংশ=Tim|তারিখ=15 September 2009|প্রকাশক=Durham Times|সংগ্রহের-তারিখ=2009-09-20|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20111005175836/http://www.durhamtimes.co.uk/sport/4630065.Hampshire_v_Durham__1st_day__tea_/|আর্কাইভের-তারিখ=২০১১-১০-০৫|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> ২০০৮ সালে ডেল মন্তব্য করেন যে, এটিই তার শেষ ক্রিকেট মৌসুম। এর প্রধান কারণ হিসেবে জানান যে, কনসেটে স্বীয় স্ত্রী জ্যাকুলিন ও সন্তানকে অধিক সময় দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==