সাংহাই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Zaheen (আলোচনা | অবদান)
চিত্র
১২১ নং লাইন:
সাংহাইয়ের গ্রীষ্মকাল উষ্ম ও বৃষ্টিবহুল, অন্যদিকে শীতকাল শুষ্ক ও শীতল। দৈনিক গড় তাপমাত্রা ২৫° থেকে ৩২°সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। জুলাই মাসে সবচেয়ে বেশি গরম পড়ে। অন্যদিকে জানুয়ারি মাস সবচেয়ে ঠাণ্ডা মাস, যখন দৈনিক গড় তাপমাত্রা ১° থেকে ৮° সেলসিয়াস হতে পারে।.সাংহাইয়ে বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১১০০ মিলিমিটার। জুন মাসে সবচেয়ে বেশি বৃষ্টি পড়ে। অন্যদিকে ডিসেম্বর সবচেয়ে শুকনো মাস। গ্রীষ্মকাল ও শরৎকালে কদাচিৎ টাইফুন ঘূর্ণিঝড় হতে পারে।
 
সাংহাইয়ের প্রকৃত জনসংখ্যা নির্ণয় করা কঠিন, কেননা এখানে অনেক অভিবাসী ও অস্থায়ী অধিবাসী বাস করে, যাদের মোট সংখ্যা ৭০ লক্ষেরও বেশি হতে পারে। সাংহাইয়ের প্রায় সমস্ত অধিবাসী নৃতাত্ত্বিকভাবে হান চীনা জাতির লোক। তবে এখানে স্বল্পসংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের লোকও আছে যারা হান জাতির নয়। সাংহাইয়ে চীনের সমস্ত অঞ্চল থেকে আগত লোক এবং বহু বিদেশী লোকের দেখা মেলে। সাংহাইয়ের অধিবাসীরঅধিবাসীরা চীনা ভাষারভাষা যেপরিবারেরর স্থানীয়অন্তর্গত উপভাষাটিতে কথাভাষার বলেন,সাংহাই তারউপভাষায় নাম উকথা ভাষা।বলে। তবে বেশিরভাগ অধিবাসী ফুতুংহুয়া বা ম্যান্ডারিন নামক প্রমিত কথ্য চীনা ভাষাতেও কথা বলতে পারে।
 
 
==ছবিতে সাংহাই==
<gallery>
File:File:Tarde en Shanghai — at The Bund 外滩. (15730639211).jpg|বুন্ড ও ফুতুং এলাকাসংলগ্ন লুচিয়াৎসুই দিগন্ত রূপরেখা, যা প্রতিরাতে আলোকজ্জ্বল করা হয়।
File:Pudong district roads traffic skyscrapers, Shanghai.JPG|thumb|সাংহাই শেয়ার বাজার ভবনসমষ্টি
File:Shanghainanjingroadpic4.jpg|সন্ধ্যায় নানচিং পথচারী সড়ক, যেখানে অনেক বিপণীবিতান আছে।
File:Yangshan-Port-Balanced.jpg|thumb|সাংহাই বন্দর, যা বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর।
</gallery>
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}