হুয়ান মাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
৩৬ নং লাইন:
'''হুয়ান ম্যানুয়েল মাতা গার্সিয়া''', যিনি '''হুয়ান মাতা''' ({{IPA-es|xwam ˈmata}} ; জন্ম ২৮ এপ্রিল ১৯৮৮) নামে পরিচিত, একজন স্পেনীয় [[Association football|ফুটবলার]] যিনি ইংলিশ ক্লাব [[Manchester United F.C.|ম্যানচেস্টার ইউনাইটেড]] এবং [[Spain national football team|স্পেন জাতীয় দলে]] খেলে থাকেন। তিনি মূলত একজন [[attacking midfielder|অ্যাটাকিং মিডফিল্ডার]] হলেও উইঙ্গার হিসেবেও সমান পারদর্শী।
 
রিয়াল মাদ্রিদের যুব একাডেমীতে বেড়ে ওঠা মাতা, ২০০৬-০৭ সালে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে স্পেনের ২য় বিভাগ ফুটবল লীগ সেগুন্দা ডিভিশনে খেলেন, যে মৌসুমে তার দল ২য় স্থান লাভ করে এবং তিনি দলের হয়ে সর্বোচ্চ ১০ গোল করেন। ২০০৭-০৮ মৌসুমের শুরুর দিকে মাতা [[La Liga|লা লীগা]] দল [[Valencia CF|ভ্যালেন্সিয়ায়]] যোগ দেন। ওই মৌসুমে তিনি ভ্যালেন্সিয়ার "সেরা তরুণ খেলোয়াড়" নির্বাচিত হন। মাতা ভ্যালেন্সিয়ার হয়ে ২০০৭-০৮ [[কোপা দেল রে]] জেতেন। ২০০৭ সালে অভিষেকের পর মাতা তার দল ভ্যালেন্সিয়ার মধ্যমাঠের এক অপরিহার্য অংশ হয়ে ওঠেন এবং পরবর্তী ৪ মৌসুমে তিনি দলটির হয়ে ১৭৪টি খেলায় মাঠে নামেন।<ref name="guillembalague1">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.guillembalague.com/rumores_desp.php?id=293&titulo=Liverpool,%20City%20and%20Manchester%20United%20show%20interest%20in%20Mata|শিরোনাম=Liverpool, City and Manchester United show interest in Mata|প্রকাশক=Guillem Balague's website|তারিখ=9 May 2011|সংগ্রহের-তারিখ=11 May 2011}}{{dead link|dateআর্কাইভের-ইউআরএল=Januaryhttps://web.archive.org/web/20120426081306/http://www.guillembalague.com/rumores_desp.php?id=293&titulo=Liverpool%2C%20City%20and%20Manchester%20United%20show%20interest%20in%20Mata|আর্কাইভের-তারিখ=২৬ 2014এপ্রিল ২০১২|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref>
 
২০১১ সালের আগস্ট মাসে, €২৮&nbsp;মিলিয়ন ট্রান্সফার ফিতে ইংলিশ প্রিমিয়ার লীগ ক্লাব [[Chelsea F.C.|চেলসিতে]] যোগ দেন। ২৭ আগস্ট ২০১১ সালে চেলসির হয়ে তার অভিষেক খেলায় গোল করেন। প্রথম মৌসুমে মাতা চেলসির হয়ে [[2011–12 UEFA Champions League|উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ]] এবং [[FA Cup|এফএ কাপ]] জেতেন। তিনি ওই মৌসুমে ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। ২০১২ [[ফিফা ক্লাব বিশ্বকাপ|ফিফা ক্লাব বিশ্বকাপে]] মন্টেরির বিপক্ষে গোল করার মাধ্যমে মাতা চেলসির হয়ে প্রিমিয়ার লীগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লীগ , ক্যাপিটেল ওয়ান কাপ এবং ক্লাব বিশ্বকাপে তার অভিষেক খেলাগুলোতে গোল করার কৃতিত্ব অর্জন করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.rte.ie/sport/soccer/2012/1213/358222-chelsea-beat-monterrey-in-club-world-cup/|শিরোনাম=Chelsea 3–1 Monterrey|প্রকাশক=RTÉ Sport|তারিখ=13 December 2012}}</ref> চেলসির হয়ে তার ২য় মৌসুমে, মাতা অধিকতর সফলতা বয়ে আনেন। তিনি চেলসিকে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে খেলার যোগ্যতা অর্জনে ভূমিকা রাখেন এবং টানা ২য় বারের মত চেলসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। ১৫ মে ২০১৩ সালে মাতা ২০১২-১৩ ইউরোপা লীগ জেতেন, যার ফলে ক্লাবসতীর্থ [[Fernando Torres|ফার্নান্দো তোরেসের]] সাথে একমাত্র খেলোয়াড় হিসেবে [[UEFA Champions League|চ্যাম্পিয়ন্স লীগ]], [[UEFA Europa League|ইউরোপা লীগ]], [[FIFA World Cup|বিশ্বকাপ]] [[UEFA European Championship|ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ]] জয়ের কৃতিত্ব অর্জন করেন।