সেবাস্তিয়ান পিনেরা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অনির্ভরযোগ্য উৎস বাতিল
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
৩৯ নং লাইন:
জোস পিনেরা কারভালো ও মাগদালেনা একেনিকে রোজাস দম্পতির সন্তান সেবাস্তিয়ান পিনেরা সান্তিয়াগো ডি চিলিতে জন্মগ্রহণ করেন। মারিয়া মাগদালেনা, জোস ম্যানুয়েল, জুয়াও পাবলো, জোস মিগুয়েল ও মারিয়া তেরেসা নামীয় তাঁর ভাই-বোন রয়েছে।
 
জন্মের একবছর পরই পিনেরা’র পরিবার [[বেলজিয়াম|বেলজিয়ামে]] চলে যান। সেখান থেকে [[জাতিসংঘ|জাতিসংঘে]] চিলির [[রাষ্ট্রদূত|রাষ্ট্রদূতের]] দায়িত্ব পালনের সময় তাঁর বাবা [[নিউইয়র্ক সিটি|নিউইয়র্ক সিটিতে]] বসবাস করেন। ১৯৫৫ সালে চিলিতে ফিরে কোলজিও ডেল ভার্বো ডিভিনো (ডিভাইন ওয়ার্ড কলেজ)-এ অধ্যয়ন করেন। সেখানেই ১৯৬৭ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন।<ref>{{es}} Universia [http://www.universia.cl/portada/actualidad/noticia_actualidad.jsp?noticia=120078 Sebastián Piñera Perfil] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20150207211052/http://www.universia.cl/portada/actualidad/noticia_actualidad.jsp?noticia=120078 |তারিখ=৭ ফেব্রুয়ারি ২০১৫ }}</ref> ১৯৭১ সালে ব্যবসায় ও প্রশাসনে পন্টিফিকাল ক্যাথলিক ইউনিভার্সিটি অব চিলি থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। অধ্যয়ন থাকাকালীন প্রত্যেক শ্রেণী থেকে সেরা ছাত্র হিসেবে [[রাউল আইভার অক্সলি প্রাইজ]] পান।<ref>{{es icon}} {{Citation |url=http://diario.elmercurio.cl/detalle/index.asp?id=44b683ae-0698-4b29-a37e-54adbab1d7d3 |work=El Mercurio |title=Caminos cruzados }}.</ref>
 
এরপর [[ফুলব্রাইট প্রোগ্রাম|ফুলব্রাইট প্রোগ্রামের]] অধীনে আংশিকভাবে অর্থনীতিতে [[হার্ভার্ড বিশ্ববিদ্যালয়|হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে]] স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়ন করেন। এ সময় জার্নাল অফ ইকোনোমিক হিস্টরিতে দি ওল্ড সাউথ’স স্ট্যাক ইন দি ইন্টার-রিজিওনাল মুভম্যান্ট অফ স্ল্যাভস শিরোনামে সহপাঠীর সাথে যৌথভাবে প্রবন্ধ রচনা করেন।<ref>{{Citation |last=Kotlikoff |first=Laurence J. |last2=Piñera |first2=Sebastián |lastauthoramp=yes |title=The Old South's Stake in the Inter-Regional Movement of Slaves, 1850-1860 |journal=Journal of Economic History |volume=37 |issue=2 |year=1977 |pages=434–450 |url=http://www.jstor.org/stable/2118765 }}</ref> তিন বছর পর অর্থনীতিতে এম.এ ও পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন।