রয়েল এক্সিবিশন প্রাসাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
InternetArchiveBot (আলোচনা | অবদান)
2টি উৎস উদ্ধার করা হল ও 1টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
৬২ নং লাইন:
 
রয়েল এক্সিবিশন প্রাসাদটির ডিজাইন করেন স্থপতি জোসেফ রীড, যিনি মেলবোর্ন টাউন হল ভিক্টোরিয়ার স্ট্যাট্য অব লিবার্টির ডিজাইনও করেন। রীডের মতে, বিভিন্ন উৎস হতে এই প্রাসাদের ডিজাইন নির্বাচন করা হয়। এই প্রাসাদের গম্ভুজের মডেল ফ্লোরেন্স ক্যাথেড্রাল এর মত, যদিও এর প্রধান প্যাভিলিয়নের ধরন রান্ডবোজেন্সটিল, নরম্যান্ডি কিন এবং প্যারিসের অনেক ভবনের ডিজাইনের সমন্বয়ে তৈরী।<ref>{{বই উদ্ধৃতি | শেষাংশ = Wills | প্রথমাংশ = Elizabeth | লেখক-সংযোগ = | coauthors = | শিরোনাম = The Royal Exhibition Building, Melbourne. A Guide | প্রকাশক = Museum Victoria | বছর = 2004 | অবস্থান = Melbourne, Victoria | পাতাসমূহ = 2 | ইউআরএল = | ডিওআই = | আইডি = | আইএসবিএন = 0-9577471-4-4 }}</ref>
১৮৭৯ সালের ১৯ ফেব্রুয়ারি এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ভিক্টোরিয়ান গভর্ণর জর্জ বোউনী এওবং এর নির্মাণকাজ সমাপ্ত হয় ১৮৮০ সালে, তৈরী হয় মেলবোর্ন আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্দেশ্যে। এই ভবনে সবগুলো হলের আয়তনের সমষ্টি ১২,০০০ বর্গ মিটারেরও বেশি এবং এর অনেকগুলো সাময়িক বর্ধিত হল আছে।<ref>[{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=The Age |ইউআরএল=http://150.theage.com.au/view_bestofarticle.asp?straction=update&inttype=1&intid=500 The|সংগ্রহের-তারিখ=২৭ Age]নভেম্বর ২০১৩ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20090821031229/http://150.theage.com.au/view_bestofarticle.asp?straction=update&inttype=1&intid=500 |আর্কাইভের-তারিখ=২১ আগস্ট ২০০৯ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>
 
=== ১৮৮০-১৯০১ ===
৭২ নং লাইন:
১৯০২ সালে এই ভবনে অস্ট্রেলিয়ান ফেডারেল আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়। এই সময়ের পর থেকে এই প্রাসাদটি বিভিন্ন উদ্দেশ্য ব্যবহৃত হয়ে আসছে।<ref>{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=http://nla.gov.au/nla.news-article9071138 |শিরোনাম=AUSTRALIAN FEDERAL INTERNATIONAL EXHIBITION. |সংবাদপত্র=[[The Argus (Australia)|The Argus (Melbourne: 1848 - 1957)]] |অবস্থান=Melbourne |তারিখ=1 November 1902 |সংগ্রহের-তারিখ=5 November 2013 |পাতা=17 |প্রকাশক=National Library of Australia}}</ref>
 
এটি ১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ইভেন্ট ছিল বাস্কেটবল, ভারোত্তলন, কুস্তি।<ref>[http://www.iamfa.org/PapyrusWinter04.pdf?L1=2&L2=0&L3=0&L4=0&L5=0 The Royal Exhibition Building in Melbourne]{{অকার্যকর সংযোগ|তারিখ=ফেব্রুয়ারি ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}</ref><ref>[http://www.la84foundation.org/6oic/OfficialReports/1956/OR1956.pdf 1956 Summer Olympics official report.] p. 43.</ref>
১৯৪০ সাল নাগাদ স্থানীয়দের কাছে এটি হোয়াইট ইলিফ্যান্ট নামে পরিচিতি লাভ করে।<ref>"[http://museumvictoria.com.au/DiscoveryCentre/Infosheets/Royal-Exhibition-Building/ The Royal Exhibition Building] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://www.webcitation.org/66ES8hlPS?url=http://museumvictoria.com.au/discoverycentre/infosheets/royal-exhibition-building/ |তারিখ=১৭ মার্চ ২০১২ }}" museumvictoria.com.au. URL accessed on 6 November 2007.</ref> পরবর্তীতে ১৯৫০ সালের দিকে এই ভবনকে সরকারী কাজে ব্যবহৃত করা হয়, যা মেলবোর্নের অনেক ঐতিহ্যবাহী ভবনের একই অবস্থা সৃষ্টি হয়েছিল। ১৯৪৮ সালে মেলবোর্ন সিটি কাউন্সিলের সদস্যরা এই প্রাসাদের পক্ষে ভোট দেয় এবং সিদ্ধান্ত হয় যে স্বল্প আকারে এই ভবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হবে। এই ভবনের যে অংশে মেলবোর্নের অ্যাকুতিয়াম ছিল তা ১৯৫৩ সালের অগ্নিকান্ডে ধ্বংস হয় যায়। ১৯৪০-১৯৫০ এর দশকে এই ভবনটি নিয়মইত সাপ্তাহিক নাচের ভেন্যু হিসেবে ব্যবহৃত হতে থাকে। কিছু দশক পরে এখানে নৌকা প্রদর্শনী, গাড়ী প্রদর্শনী এবং নিয়মিত শিল্পীয় পণ্যের প্রদর্শনীর কাজে ব্যববৃত হয়। ভবনের অন্যান্য ব্যবহারের পাশাপাশি ১৯৫০, ১৯৬০ এবং ১৯৭০ দশকে এই ভবন স্টেট হাই স্কুল মেট্রিকুলেশন ভিক্টোরিয়ান সার্টিফিকেট পরীক্ষার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। যদিও প্রধান বলরুমটি ১৯৭৯ সালে ধ্বংস হয়ে যায়। প্রাসাদের প্রধান গঠন অপরিবর্তিত রেখে ১৯৬০ ও ১৯৭০ দশকে<ref>[http://www.museumvictoria.com.au/pages/845/REBNom_3.pdf Museum Victoria]</ref> এই প্রাসাদের বিভিন্ন অংশ পুনঃনির্মাণ করা হয়। প্রধান বলরুমের ধ্বংসের পর একটি গণজাগরণ ঘটে এই প্রাসাদটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা জন্য।
 
=== ১৯৮০-বর্তমান ===