মিয়ে প্রশাসনিক অঞ্চল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎ভূগোল: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
৪৭ নং লাইন:
মিয়ে প্রশাসনিক অঞ্চল কিই উপদ্বীপের পূর্বাংশ অধিকার করে আছে। এর উত্তর ও পশ্চিম সীমায় অবস্থিত অন্যান্য প্রশাসনিক অঞ্চলগুলি হল [[আইচি প্রশাসনিক অঞ্চল|আইচি]], [[গিফু প্রশাসনিক অঞ্চল|গিফু]], [[শিগা প্রশাসনিক অঞ্চল|শিগা]], [[কিয়োতো প্রশাসনিক অঞ্চল|কিয়োতো]], [[নারা প্রশাসনিক অঞ্চল|নারা]] এবং [[ওয়াকায়ামা প্রশাসনিক অঞ্চল|ওয়াকায়ামা]]। একে কান্‌সাই অঞ্চলের অংশ ধরা হয়, কারণ সংস্কৃতিগতভাবে কান্‌সাই অঞ্চলের অন্যান্য অংশের সাথে এর যোগ আছে এবং কান্‌সাই উপভাষাতেই মিয়ের মানুষ কথা বলেন।
 
উত্তর-দক্ষিণে মিয়ে প্রশাসনিক অঞ্চলের বিস্তার ১৭০ কিমি এবং পূর্ব-পশ্চিমে তা ৮০ কিমি। মিয়েকে পাঁচটি ভৌগোলিক উপাঞ্চলে ভাগ করা যায়, যথা: উত্তর-পশ্চিমের সুযুকা পর্বতমালা, আইচির সীমানায় ইসে উপসাগর থেকে শুরু করে দক্ষিণে ইসে নগর অবধি প্রসারিত ইসে সমভূমি অঞ্চল, ইসে সমভূমির দক্ষিণে শিমা উপদ্বীপ, নারার সীমানায় ইগা অববাহিকা এবং মধ্য মিয়ে থেকে দক্ষিণে প্রসারিত নুনোবিকি পার্বত্য অঞ্চল।<ref name="pref.mie.jp">[{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Mie Prefecture homepage: Mie's Geography and Climate (pdf) |ইউআরএল=http://www.pref.mie.jp/ENGLISH/overview/e_p04_05.pdf Mie|সংগ্রহের-তারিখ=২৯ Prefectureনভেম্বর homepage২০১৬ |আর্কাইভের-ইউআরএল=http://webarchive.nationalarchives.gov.uk/20080520220049/http%3A//www.pref.mie.jp/ENGLISH/overview/e_p04_05.pdf Mie's|আর্কাইভের-তারিখ=২০ Geographyমে and২০০৮ Climate|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ (pdf)]}}</ref> মিয়ের জনসংখ্যার অধিকাংশ ইসে সমভূমিতে বাস করেন।
[[চিত্র:Nunobiki Reservoir - S.jpg|কেন্দ্র|থাম্ব|610x610পিক্সেল|নুনোবিকি জলাধার।]]
২০০৮ এর ৩১শে মার্চের হিসেব অনুযায়ী মিয়ে প্রশাসনিক অঞ্চলের ৩৫ শতাংশ এলাকা সংরক্ষিত বনাঞ্চল। এর মধ্যে আছে ইসে-শিমা ও য়োশিনো-কুমানো জাতীয় উদ্যান, মুরোও-আকামে-আওয়্যামা ও সুযুকা উপ-জাতীয় উদ্যান এবং পাঁচটি প্রশাসনিক আঞ্চলিক উদ্যান।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.env.go.jp/en/nature/nps/park/doc/files/np_6.pdf|শিরোনাম=General overview of area figures for Natural Parks by prefecture|প্রকাশক=[[Ministry of the Environment (Japan)|Ministry of the Environment]]|সংগ্রহের-তারিখ=3 February 2012}}</ref>