কর্ণ (মহাভারত): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২১ নং লাইন:
দ্রৌপদীর স্বয়ম্বর সভায় কর্ণ অন্যতম পাণিপ্রার্থী ছিলেন। কিন্তু দ্রৌপদী সুতপুত্রকে বরণ করতে রাজি হননি। এই স্বয়ম্বর সভায় পান্ডবরাও ব্রাহ্মণের ছদ্মবেশে উপস্থিত ছিলেন এবং অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেন। যখন অর্জুনের পরিচয় প্রকাশিত হয় তখন তাঁর প্রতি কর্ণের বিদ্বেষ আরও তীব্র হয়ে ওঠে।
 
দ্যূতক্রীড়ায় শকুনির কাছে যুধিষ্ঠির সর্বস্ব হেরে গেলেন। তখন দুঃশাসন দ্রৌপদীকে সভায় জোর করে টেনে আনেন । বিকর্ণ এই আচরণের প্রতিবাদ করলেকরেন, কর্ণ বলেন "প্রতিবাদ দেবতারা স্ত্রীদের একজন স্বামীই নির্দিষ্ট করেছেনকরেন, কিন্তু দ্রৌপদীরদুর্যোধনের অনেক স্বামী তাই ইনি গণিকা এতে কোন সন্দেহ নেই । তাই এঁকে এইভাবে সভায় আনা কোন আশ্চর্যের বিষয় না । " কর্ণ দুঃশাসনকে পাণ্ডবদের ও দ্রৌপদীর বস্ত্রহরণ করতে বলেন ।<ref>http://www.sacred-texts.com/hin/m02/m02067.htm |title=The Mahabharata,প্রতি Bookঅন্ধ 2:মিত্রতার Sabhaজন্য Parva:পুনরায় Sectionমৌন LXIIহলেন। |publisher=Sacred-texts.com</ref><ref>https://archive.org/stream/mahabharata_nk/mahabharata_nilakanthas_commentary#page/n403/mode/2up</ref> ভীম দ্রৌপদীর অপমানে ক্রুদ্ধ হয়ে ভীষণ প্রতিজ্ঞা নেন। অবশেষে ধৃতরাষ্ট্রের বরে সকলে দাসত্ব থেকে মুক্তি পান। পান্ডবরা চলে গেলে কর্ণ ও [[শকুনি]]র সঙ্গে পরামর্শ করে [[দুর্যোধন]] পুনর্বার যুধিষ্ঠিরকে পাশাখেলায় আহ্বান করেন। [[যুধিষ্ঠির]] পুনরায় পরাজিত হন এবং শর্তানুসারে বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাসে নির্বাসিত হন। যাওয়ার পূর্বে [[অর্জুন]] কর্ণকে, [[ভীম]] [[দুর্যোধন]] ও দুঃশাসনকে এবং [[সহদেব]] শকুনিকে হত্যার প্রতিজ্ঞা করেন।{{sfn|Winternitz|1996|p=327}}
 
== যুদ্ধের প্রস্তাবনা ==