আল মাহমুদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
একুশে পদক ১৯৮৬
Geneditor (আলোচনা | অবদান)
→‎পুরস্কার ও সম্মাননা: সমালোচনা , সম্প্রসারণ, তথ্যসূত্র
১০৭ নং লাইন:
* ভানুসিংহ সম্মাননা পদক (২০০৪)
* লালন পুরস্কার (২০১১)
 
== সমালোচনা ==
বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি আল মাহমুদ ১৯৯০’র দশকে ইসলামী ধর্মীয় বোধের কাছে আত্মসমর্পণ করেন। তাঁর কবিতায় ইসলামী চেতনার প্রতিফলন ঘটতে থাকে। বাংলাদেশের সেক্যুলার সাহিত্যসমাজ তাঁর এই পরিবর্তন মেনে নেয় নি। মৃত্যুর পূর্ব অবধি প্রায় তিন যুগ তাকে মৌলবাদের তকমা বহন করতে হয়েছে। কার্যত তাঁকে এক ঘরে রাখা হয়েছে। বিশেষ করে ২০০৭-২০১৯ কালপরিধিতে তাকে প্রাতিষ্ঠানিক ও সরকারীভাবে অবজ্ঞা করা হয়েছে। তবে এ কথা স্বীকার করা হয়েছে যে ইসলামী চৈতন্য তাঁর রচনার কাব্যসৌন্দর্যকে ক্ষূন্ন করতে পারে নি। <ref>[http://www.mzamin.com/article.php?mzamin=158687 আল মাহমুদের দেখা মিললো তবে]</ref> <ref>[https://www.amadershomoy.com/bn/2018/07/11/603118.htm দাড়ি রেখেছি বলে মৌলবাদী হয়ে গেছি]</ref>
 
== তথ্যসূত্র ==