পৃথিবীর গঠন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
৬১ নং লাইন:
=== ভূ-আচ্ছাদন ===
[[চিত্র:Mohomap.png|thumb|upright=1.4|পৃথিবীর মানচিত্রে মহো বিচ্ছিন্নতা দেখানো হয়েছে।]]
ভূ-আচ্ছাদনের গভীরতা ২,৮৯০ কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে পুরু স্তর। দু'টো ভাগে ভাগ করা যায় ভূ-আচ্ছাদনকে; উচ্চ আচ্ছাদন এবং নিম্ন আচ্ছাদন। এই দু'টো স্তর একটি [[Transition zone (Earth)|পরিবৃত্তি এলাকা]] দ্বারা বিভাজিত হয়েছে। ভূ-ত্বকের সর্বনিম্ন অংশ, যেটা ভূ-ত্বক এবং ভূ-আচ্ছাদনের সীমারেখায় অবস্থিত, সেটাকে বলা হয় ডি″ (ডি ডাবল প্রাইম) স্তর।<ref name="DDoublePron">{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=http://www.sciencemag.org/news/2004/03/d-layer-demystified | শিরোনাম=D' Layer Demystified | প্রকাশক=[[American Association for the Advancement of Science]] | কর্ম=Science News | তারিখ=24 March 2004 | সংগ্রহের-তারিখ=5 November 2016 | লেখক=Krieger, Kim}}</ref> ভূ-আচ্ছাদনের নিম্নভাগে মোট চাপের পরিমাণ প্রায় ১৪০ গিগা প্যাসকেল (১.৪ মেগা বায়ুচাপ)। সিলিকেট শিলার মাধ্যমে ভূ-আচ্ছাদন গঠিত হয়। সিলিকেট শিলায় [[লোহা]] এবং [[ম্যাগনেসিয়াম|ম্যাগনেসিয়ামের]] পরিমাণ উপরিভাগের ভূ-ত্বকের চেয়ে তুলনামূলক ভাবে বেশি থাকে। যদিও ভূ-আচ্ছাদন কঠিন অবস্থায় থাকে, তবে উচ্চ তাপমাত্রার ফলে এটি এক সময় বেশ নমনীয় হয় এবং প্রায় তরলের মতোই প্রবাহিত হতে পারে। তবে এ ঘটনা ঘটতে লক্ষ-কোটি বছর সময় লেগে যাবে। [[টেকটনিক পাত|টেকটনিক পাতের]] গতিবিধির কারণে এক সময় ভূ-পৃষ্ঠে ভূ-আচ্ছাদনের পরিচলন ঘটে। ভূ-আচ্ছাদনের গভীরে যত যাওয়া হয়, ভূ-চাপ ততোই বেড়ে যায় বলে ভূ-আচ্ছাদনের প্রবাহিত হবার ঘটনা উপরিভাগে বেশি ঘটে, নিচের দিকে ঘটে কম (বলা ভাল, ভূ-আচ্ছাদনের রাসায়নিক পরিবর্তনও এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে)। গভীরতার উপর নির্ভর করে, ভূ-আচ্ছাদনের সান্দ্রতার ব্যাপ্তি &nbsp;১০<sup>২১</sup> থেকে ১০<sup>২৪</sup> প্যাসকেল-সেকেন্ড হতে পারে।<ref>Uwe Walzer, Roland Hendel, John Baumgardner [httphttps://web.archive.org/web/20060826020002/http://www.chemie.uni-jena.de/geowiss/geodyn/poster2.html Mantle Viscosity and the Thickness of the Convective Downwellings].</ref> তুলনামূলক আলোচনা করলে বলা যায়, [[পানি]]<nowiki/>র সান্দ্রতা প্রায় ১০<sup>−৩</sup> প্যাসকেল-সেকেন্ড এবং আলকাতরার ১০<sup>৭</sup> প্যাসকেল-সেকেন্ড। ভূ-আচ্ছাদনে তাপের অন্যতম উৎস হলো প্লেট টেকটোনিক থেকে আসা তাপ, এই তাপ একদম পৃথিবী গঠিত হবার শুরুর দিকে তৈরি হয়েছিল। এছাড়া ভূ-ত্বকে থাকা [[ইউরেনিয়াম]], [[থোরিয়াম]] এবং [[পটাশিয়াম]] মৌলের [[তেজস্ক্রিয়তা]]<nowiki/>র ক্ষয় থেকেও ভূ-আচ্ছাদনের ভেতর তাপ জমা হয়ে থাকে।<ref>[http://newscenter.lbl.gov/2011/07/17/kamland-geoneutrinos/ Lawrence Berkeley National Laboratory (Berkeley Lab) is a Department of Energy (DOE) Office of Science lab managed by University of California., What Keeps the Earth Cooking? News Release by Paul Preuss, July 17, 2011]</ref>
 
=== ভূ-মজ্জা ===