ইহুদি গণহত্যা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
Zaheen (আলোচনা | অবদান)
তথ্যসূত্র
২৮ নং লাইন:
| website =
}}
 
'''ইহুদি গণহত্যা'''({{lang-en|The Holocaust}} ''দ্য হলোকস্ট্‌''; {{lang-he|השואה}} ''হাশোয়া'') হল [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] সময় [[ইহুদি ধর্ম|ইহুদি ধর্মাবলম্বীদের]] উপর চালানো [[গণহত্যা]]। [[আডলফ হিটলার|হিটলারের]] অধীনস্থ জার্মান [[নাৎসি সামরিক বাহিনী]] ইউরোপের তদানীন্তন ইহুদি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি অংশকে এবং আরও কিছু সংখ্যালঘু জনগোষ্ঠীকে [[বন্দী শিবির]] ও [[শ্রম শিবির|শ্রম শিবিরে]] নির্বিচারে হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন আডলফ হিটলারের নেতৃত্বে ক্ষমতাসীন [[নাৎসি পার্টি|ন্যাশনাল সোসালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির]] পরিচালিত গণহত্যায় তখন আনুমানিক ষাট লক্ষ ইহুদি এবং আরও অনেক সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ প্রাণ দিয়েছে।
 
৩৫ ⟶ ৩৪ নং লাইন:
অত্যাচার ও গণহত্যার এসব ঘটনা বিভিন্ন পর্যায়ে সংঘটিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর অনেক আগেই নাগরিক সমাজ থেকে ইহুদিদের উৎখাতের জন্য জার্মানিতে আইন প্রণয়ন করা হয়। জনাকীর্ণ বন্দী শিবিরে রাজনৈতিক ও যুদ্ধবন্দীদেরকে [[ক্রীতদাস|ক্রীতদাসের]] মতো কাজে লাগাতো যারা পরে অবসন্ন হয়ে রোগভোগের পর মারা যেত। [[জার্মানী|জার্মানিতে]] নাৎসীদের উত্থানকে ''থার্ড রাইখ'' বলা হয়। নাৎসী জার্মানি তখন পূর্ব ইউরোপের কিছু এলাকা দখল করেছে। তারা সেখানে বিরুদ্ধাচরণকারী ও ইহুদিদের গণহারে গুলি করে হত্যা করে। ইহুদি এবং রোমানি ভাষাগোষ্ঠীর লোকদের তারা ধরে নিয়ে ''গ্যাটোতে'' রাখে। ''গ্যাটো'' একধরনের [[বস্তি]] এলাকা যেখানে গাদাগাদি করে সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে এসব মানুষদেরকে মানবেতর জীবনযাপন করতে হত। তারপর ''গ্যাটো'' থেকে তাদেরকে মালবাহী ট্রেনে করে শত শত মাইল দূরের বধ্যশিবিরগুলোতে নিয়ে যেত। মালবাহী ট্রেনের [[পরিবহন|পরিবহনেই]] অধিকাংশ মারা পড়ত। যারা বেঁচে থাকত তাদেরকে [[গ্যাস চেম্বার|গ্যাস চেম্বারে]] পুড়িয়ে হত্যা করা হত। তখনকার জার্মানির [[আমলাতন্ত্র|আমলাতন্ত্রের]] সকল শাখা সর্বাত্মকভাবে গণহত্যায় জড়িত ছিল। একজন ইহুদি গণহত্যা বিশেষজ্ঞ বলেছেন তারা জার্মানিকে একটি 'নরঘাতক রাষ্ট্রে' পরিণত করেছিল।
 
==চিত্রে ইহুদি গণহত্যা==
==গ্যালারি==
<gallery>
File:Nazi Holocaust by bullets - Jewish mass grave near Zolochiv, west Ukraine.jpg|250x250px|thumbnail|right|পশ্চিম ইউক্রেনের (নাৎসিদের দখলকৃত সোভিয়েত ইউনিয়ন) [[Zolochiv|জোলোচিভের]] নিকটে ইহুদি গণকবর। জোলোচিভের প্রাক্তন গেস্ট্যাপো সদরদপ্তরে কতিপয় সোভিয়েত-বাসী ছবিটি খুঁজে পায়।
৫৩ ⟶ ৫২ নং লাইন:
File:Ghetto Vilinus.gif|thumb|200px|ভিনিয়াস ঘেটোতে সক্রিয়''[[ফারায়নিক্তে পারতিজানার অরগানিজাতসিয়ে]]'' নামক ইহুদি প্রতিরোধবাহিনীর কতিপয় অস্ত্রসজ্জিত সদস্য। এফপিওর মূলমন্ত্র ছিল "আমরা তাদের "আমাদেরকে ভেড়ার মত জবাই করার জন্য নিয়ে যেতে" দেবো না।"<ref>{{cite news |author=Martin Childs |date=30 September 2013 |title=Shalom Yoran: Soldier who evaded the Nazis and fought with a Jewish |newspaper=The Independent |url=http://www.independent.co.uk/news/obituaries/shalom-yoran-soldier-who-evaded-the-nazis-and-fought-with-a-jewish-resistance-unit-8849486.html |accessdate=March 2016}}</ref>
</gallery>
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
 
{{অসম্পূর্ণ}}
{{দ্বিতীয় বিশ্বযুদ্ধ}}