অলিভার রিড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক যোগ
'প্রারম্ভিক জীবন' পরিচ্ছেদ যোগ
১৯ নং লাইন:
 
তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ''[[গ্ল্যাডিয়েটর (২০০০-এর চলচ্চিত্র)|গ্ল্যাডিয়েটর]]'' (২০০০)-এ গ্ল্যাডিয়েটরদের প্রশিক্ষক বৃদ্ধ আন্তোনিয়াস প্রোক্সিমো চরিত্রে অভিনয়ের জন্য তিনি মরণোত্তর [[শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন। তিনি যখন তার কর্মজীবনের শিখরে ছিলেন, তখন ১৯৭১ সালে ব্রিটিশ প্রদর্শকদের ভোটে তিনি বক্স অফিসে ৫ম জনপ্রিয় তারকার হিসেবে নির্বাচিত হন।<ref>ওয়েমার্ক, পিটার (৩০ ডিসেম্বর ১৯৭১)। "Richard Burton top draw in British cinemas"। ''দ্য টাইমস''। লন্ডন। পৃ. ২।</ref>
 
==প্রারম্ভিক জীবন==
রিড ১৯৩৮ সালের ১৩ই ফেব্রুয়ারি [[উইম্বলডন]]ের ৯ নং ডারিংটন পার্ক রোডে জন্মগ্রহণ করেন।<ref>গুডউইন, ক্লিফ (২০০০)। ''Evil Spirits: The Life of Oliver Reed''। লন্ডন: ভার্জিন পাবলিশিং লিমিটেড।</ref> তার পিতা পিটার রিড ছিলেন একজন ক্রীড়া সাংবাদিক এবং মাতা মার্সিয়া (জন্মনাম: ন্যাপিয়ার-অ্যান্ড্রুজ)।<ref name="রিড-১৯৭৯">{{cite book| last=রিড |first=অলিভার |title=Reed All About Me: The Autobiography of Oliver Reed|publisher=ডব্লিউ. এইচ. অ্যালেন |year=১৯৭৯ |page=৭}}</ref> তার ভাই সিমন রিড ব্রিটিশ ইউরোস্পোর্টের ক্রীড়া সাংবাদিক।<ref>{{cite news|last1=হ্যাস্টিংস |first1=ক্রিস |title=Oliver Reed's widow upset by Oscar snub|url=https://www.telegraph.co.uk/news/uknews/1323122/Oliver-Reeds-widow-upset-by-Oscar-snub.html|accessdate=১৩ ফেব্রুয়ারি ২০১৯ |work=[[দ্য ডেইলি টেলিগ্রাফ]] |date=১৮ ফেব্রুয়ারি ২০০১}}</ref> তিনি চলচ্চিত্র পরিচালক স্যার [[ক্যারল রিড]]ের ভাইপো এবং অভিনেতা স্যার হার্বার্ট বিরবোম ট্রি ও মে পিনি রিডের নাতী।<ref>{{cite news |last=মিলিগান |first=স্পাইক |title=LIFE AS the son of a hellraiser |url=https://www.independent.ie/lifestyle/life-as-the-son-of-a-hellraiser-29210757.html |newspaper=আইরিশ ইন্ডিপেন্ডেন্ট |date=২২ এপ্রিল ২০১৩ |access-date=১৩ ফেব্রুয়ারি ২০১৯}}</ref> রিড দাবী করেন তিনি রাশিয়ার জার [[মহান পিটার]]ের বংশধর।
 
রিড ১৪টি স্কুলে পড়াশোনা করেছেন, তন্মধ্যে একটি হল সারির ইওয়েল ক্যাসল স্কুল। রিড মুষ্টিযোদ্ধা, বাউন্সার, ক্যাব চালক ও হাসপাতালে কুলি হিসেবে কাজ করেছেন। তিনি পরে রয়্যাল আর্মি মেডিক্যাল কর্পসে বাধ্যতামূলক দায়িত্ব পালন করেন।<ref>{{cite news |title=Ex-army corporal who served with Oliver Reed wants to track down old comrades |url=http://www.southwalesargus.co.uk/news/11845049.Ex_army_corporal_who_served_with_Oliver_Reed_wants_to_track_down_old_comrades/ |date=১০ মার্চ ২০১৫ |access-date=১৩ ফেব্রুয়ারি ২০১৯ |newspaper=সাউথ ওয়েলস আর্গুস |publisher=গ্যানেট কোম্পানি}}</ref>
 
==তথ্যসূত্র==