রবীন্দ্রনাথ ঠাকুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
মঞ্জুর আলম (আলোচনা | অবদান)
→‎যৌবন (১৮৭৮-১৯০১): বিষয়বস্তু যোগ করলাম
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
লিঙ্ক সংযোজন
৫৭ নং লাইন:
১৮৭৫ সালে মাত্র চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে।<ref name = sarbanajer8/> পিতা দেবেন্দ্রনাথ দেশভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন। তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে।<ref name="Thompson_1926_20">{{harvnb|Thompson|1926|p=20}}</ref><ref>রবীন্দ্রনাথ ঠাকুর, ''জীবনস্মৃতি'' (অধ্যায়: "ভৃত্যরাজক তন্ত্র"), বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলকাতা, পৃ. ২১-২৪</ref> শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার [[ওরিয়েন্টাল সেমিনারি]], নর্ম্যাল স্কুল, বেঙ্গল অ্যাকাডেমি এবং [[সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল|সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে]] কিছুদিন করে পড়াশোনা করেছিলেন।<ref name = sarbanajer7>''সর্বজনের রবীন্দ্রনাথ'', পৃ. ৭</ref> কিন্তু বিদ্যালয়-শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।<ref name = bharatkosh405>''ভারতকোষ'', পঞ্চম খণ্ড, পৃ. ৪০৫</ref> ছেলেবেলায় জোড়াসাঁকোর বাড়িতে অথবা [[বোলপুর]] ও [[পানিহাটি|পানিহাটির]] বাগানবাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বচ্ছন্দবোধ করতেন রবীন্দ্রনাথ।<ref name="Thompson_1926_21–24">{{harvnb|Thompson|1926|pp=21–24}}</ref><ref>{{citation |last1=Das |first1=S |year=2009 |month=August |day=02 |title=Tagore’s Garden of Eden |url=http://www.telegraphindia.com/1090802/jsp/calcutta/story_11299031.jsp |accessdate=14 August 2009 |quote=[...] the garden in Panihati where the child Rabindranath along with his family had sought refuge for some time during a dengue epidemic. That was the first time that the 12-year-old poet had ever left his Chitpur home to come face-to-face with nature and greenery in a Bengal village. }}</ref>
 
১৮৭৩ সালে এগারো বছর বয়সে রবীন্দ্রনাথের [[উপনয়ন]] অনুষ্ঠিত হয়েছিল।<ref name = rabindrajibankatha191>''রবীন্দ্রজীবনকথা'', পৃ. ১৯১</ref> এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশভ্রমণে বের হন।<ref name = rabindrajibankatha191/> প্রথমে তাঁরা আসেন [[শান্তিনিকেতন|শান্তিনিকেতনে]]।<ref name = rabindrajibankatha10-11>''রবীন্দ্রজীবনকথা'', পৃ. ১০-১১</ref> এরপর [[পাঞ্জাব, ভারত|পাঞ্জাবের]] [[অমৃতসর|অমৃতসরে]] কিছুকাল কাটিয়ে [[শিখধর্ম|শিখদের]] উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন।<ref name = rabindrajibankatha10-11/> শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান পাঞ্জাবেরই (অধুনা ভারতের [[হিমাচল প্রদেশ]] রাজ্যে অবস্থিত) [[ডালহৌসি, ভারত|ডালহৌসি]] শৈলশহরের নিকট বক্রোটায়।<ref name = rabindrajibankatha10-11/> এখানকার বক্রোটা বাংলোয় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে [[সংস্কৃত]] ব্যাকরণ, [[ইংরেজি]], [[জ্যোতির্বিজ্ঞান]], [[বিজ্ঞান|সাধারণ বিজ্ঞান]] ও [[ইতিহাস|ইতিহাসের]] নিয়মিত পাঠ নিতে শুরু করেন।<ref name = rabindrajibankatha10-11/> দেবেন্দ্রনাথ তাঁকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী, [[কালিদাস]] রচিত [[সংস্কৃত|ধ্রুপদি সংস্কৃত]] কাব্য ও নাটক এবং [[উপনিষদ্‌]] পাঠেও উৎসাহিত করতেন।<ref name="Dutta_1995_55-56">{{harvnb|Dutta|Robinson|1995|pp=55–56}}</ref><ref name="Stewart_2003_91">{{harvnb|Stewart|Twichell|2003|p=91}}</ref> ১৮৭৭ সালে ''[[ভারতী]]'' পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়। এগুলি হল [[মাইকেল মধুসূদন দত্ত|মাইকেল মধুসূদনের]] "[[:s:সমালোচনা (রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সংকলন)/মেঘনাদবধ কাব্য|মেঘনাদবধ কাব্যের সমালোচনা]]", ''[[ভানুসিংহ ঠাকুরের পদাবলী]]'' এবং "[[:s:ভিখারিণী|ভিখারিণী]]" ও "[[:s:করুণা|করুণা]]" নামে দুটি গল্প। এর মধ্যে ''ভানুসিংহ ঠাকুরের পদাবলী'' বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কবিতাগুলি [[রাধা]]-[[কৃষ্ণ]] বিষয়ক [[বৈষ্ণব পদাবলি|পদাবলির]] অনুকরণে "ভানুসিংহ" ভণিতায় রচিত।<ref name="Stewart_2003_3">{{harvnb|Stewart|Twichell|2003|p=3}}</ref> রবীন্দ্রনাথের "[[ভিখারিণী]]" গল্পটি (১৮৭৭) বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প।<ref name="Chakravarty_1961_45">{{harvnb|Chakravarty|1961|p=45}}</ref><ref name="Dutta_1997_265">{{harvnb|Dutta|Robinson|1997|p=265}}</ref> ১৮৭৮ সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ ''কবিকাহিনী''।<ref>প্রভাতকুমার মুখোপাধ্যায়, ''রবীন্দ্রজীবনকথা'', পৃ. ১৬</ref> এছাড়া এই পর্বে তিনি রচনা করেছিলেন ''[[:s:সন্ধ্যাসংগীত|সন্ধ্যাসংগীত]]'' (১৮৮২) কাব্যগ্রন্থটি। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা "[[:s:নির্ঝরের স্বপ্নভঙ্গ|নির্ঝরের স্বপ্নভঙ্গ]]" এই কাব্যগ্রন্থের অন্তর্গত।<ref>''সর্বজনের রবীন্দ্রনাথ'', পৃ. ২৩</ref>
 
==== যৌবন (১৮৭৮-১৯০১) ====