আহসান হাবীব (কার্টুনিস্ট): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
২২ নং লাইন:
 
==শিক্ষা ও কর্মজীবন ==
আহসান হাবীব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে পাস করেন। পাস করার পর থেকে তিন দশক ধরে তিনি উন্মাদের সাথে জড়িত আছেন। শিক্ষার্থী থেকে কর্মজীবনে পা দেয়ার পর উন্মাদের অন্য কর্মীদের মতো আহসান হাবীবও ব্যাংকে যোগ দেন। তবে বেশিদিন মন টিকেনি ব্যাংকের চাকরিতে। পরবর্তীতে তিনিই প্রথমে ভারপ্রাপ্ত সম্পাদক, এবং পরে পুরোদস্তর সম্পাদকের দায়িত্ব কাঁধে তুলে নেন। তাছাড়া তিনি বর্তমানে "International Journal Of Comic Art" কার্টুন পত্রিকার বাংলাদেশী ইডিটরের দায়িত্বও পালন করছেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |ইউআরএল=http://kidz.bdnews24.com/mainStory.php?mainstoryid=32 |সংগ্রহের-তারিখ=২২ ডিসেম্বর ২০১১ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20130127125725/http://kidz.bdnews24.com/mainStory.php?mainstoryid=32 |আর্কাইভের-তারিখ=২৭ জানুয়ারি ২০১৩ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> এছাড়া আহসান হাবীব ও হাসান খুরশিদ রুমি [[১৯৯৯]] সালে বাংলাদেশের প্রথম বিজ্ঞান কল্পকাহিনী ম্যাগাজিন পত্রিকা ''মৌলিক'' প্রকাশ করেন। তবে ম্যাগজিনটি তিন বছরের মাথায় বন্ধ হয়ে যায়।
 
২০১৫ সালে তিনি প্রভাষক হিসেবে [[ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি]] এর মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগে যোগদান করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://faculty.daffodilvarsity.edu.bd/profile/mct/ahsan.html |শিরোনাম= Daffodil International University Faculty Profile}}</ref>. তাঁর পড়ানোর বিষয়বস্তু গ্রাফিক নোভেল।