রহনপুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Md. Azim Ali Sayon (আলাপ)-এর সম্পাদিত 3259399 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
কোন এক সম্পাদক ইতিহাস অনুচ্ছেদে রাজশাহী জেলার সরকারী ওয়েবসাইটে যে তথ্য রয়েছে এখানে হুবহু তাই নকল করেছেন। শুধুমাত্র প্রতিটি জায়গায় 'রাজশাহী' তুলে 'রহনপুর' বসিয়েছেন
১ নং লাইন:
: এই নিবন্ধটি রহনপুর বাণিজ্য কেন্দ্র সম্পর্কিত। ইউনিয়নের জন্য [[রহনপুর ইউনিয়ন]] এবং পৌরসভার জন্য [[রহনপুর পৌরসভা]] নিবন্ধ দেখুন।
{{Infobox settlement
| official_name = রহনপুর<br />Rohanpur
| native_name =
| nickname = প্রাচীন বাণিজ্য কেন্দ্র
৫৪ নং লাইন:
| footnotes =
}}
'''রহনপুর''' ({{lang-en|Rohanpur}}) [[পুন্ড্রবর্ধন|প্রাচীন পুন্ড্রবর্ধণ রাজ্যের]] জনপদে অবস্থিত এবং বর্তমানে [[চাঁপাইনবাবগঞ্জ জেলা|চাঁপাইনবাবগঞ্জ জেলার]] [[গোমস্তাপুর উপজেলা|গোমস্তাপুর উপজেলায়]] অবস্থিত বিখ্যাত বাণিজ্য কেন্দ্র। কোন কোন ইতিহাস অনুসন্ধানী রহনপুরে প্রাক মুসলিম যুগের উন্নত নগরীর অবস্থানের উল্লেখ করেছেন। [[১৯৪৭]] সালে [[ভারত বিভাজন|দেশ বিভাগের]] পূর্বে এটি তৎকালীন [[মালদহ জেলা|বৃহত্তর মালদহ জেলার]] অর্ন্তভূক্ত ছিল।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://chapaiportal.com/chapai-nawabganj/?p=historical-place |শিরোনাম=ঐতিহাসিক স্থান |প্রকাশক=ChapaiPortal}}</ref>[[পুনর্ভবা]]- [[মহানন্দা নদী|মহানন্দা]] নদীর তীরে অবস্থিত রহনপুর [[পাকিস্তান|পাকিস্তান আমলে]] নবাবগঞ্জ মহকুমার অধীনে আসে। [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|বাংলাদেশ স্বাধীন]] হবার পর এবং ১৯৮৩ সালে [[উপজেলা পরিষদ|উপজেলা ব্যবস্থা]] প্রবর্তিত হলে গোমস্তাপুর থানা উপজেলায় উন্নীত হয় এবং উপজেলার সার্বিক কর্মকান্ডের কেন্দ্রস্থল হিসেবে রহনপুরে উপজেলা পরিষদের প্রশাসনিক অফিস আদালত স্থাপিত হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://gomostapur.chapainawabganj.gov.bd/node/237665 |শিরোনাম= এক নজরে গোমস্তাপুর উপজেলা|লেখক= বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন |তারিখ= জুন, ২০১৪ |ওয়েবসাইট= |প্রকাশক= গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |সংগ্রহের-তারিখ= ১৫ জুলাই ২০১৪}}</ref>
 
==ইতিহাস==
[[File:Busy mango seller, rohonpur market, chapainababagonj, Bangladesh.jpg|thumb|আমের জন্য বিখ্যাত '''রহনপুর আমের হাট''' থেকে তোলা ছবি]]
রহনপুর নামটির উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গেলেই কয়েক শতাব্দী পূর্বে ফিরে যেতে হয়। এ শহরের প্রাচীন নামটি ছিল মহাকাল গড়। পরে রূপান্তরিত হয়ে রামপুর-বোয়ালিয়া থেকে রহনপুর নামটির উদ্ভব কিভাবে হলো এর সুস্পষ্ট কোন ব্যাখ্যা নাই । [[ব্রিটিশ সাম্রাজ্য|ব্রিটিশ আমলের]] প্রাথমিক যুগের ইতিহাসে ও রহনপুর নামক কোন জনপদ বা স্থানের উল্লেখ নাই । অনেকে মনে করেন, এই জনপদ একদা বহু [[হিন্দু]], [[মুসলিম]], [[রাজা]], [[সুলতান]] আর [[জমিদার]] শাসিত ছিল বলে নামকরণ হয়েছে রহনপুর।<ref name="গৌড়ের ইতিহাস">{{বই উদ্ধৃতি |শেষাংশ=চক্রবর্তী |প্রথমাংশ১=রজনীকান্ত |ইউআরএল=http://50.30.47.15/ebook/bangla/Gourer_Itihas.pdf |বিন্যাস=PDF |শিরোনাম=গৌড়ের ইতিহাস |সংস্করণ=1 & 2 |অবস্থান=Bankim Chatterjee Street, Calcutta 700 073 |প্রকাশক=Dev's Publishing |তারিখ=January 1999}}</ref>
 
ঐতিহাসিক ব্লকম্যানের মতে, খ্রিষ্টীয় ১৫শ শতকে [[গৌড়|গৌড়ের]] মুসলিম সালতানাত এই জেলার ভাতুড়িয়ার জমিদার রাজা গণেশ কতৃর্ক আত্মসাতের সময় থেকে রহনপুর নামের উদ্ভব হয়েছে। হিন্দু রহন আর [[ফারসী]] পুর এই শব্দ দুটির সমন্বয়ে উদ্ভব হয়েছে মিশ্রজাত শব্দটির। কিন্তু ব্লকম্যানের অভিমত গ্রহণে আপত্তি করে বেভারিজ (Beveridge) বলেন, নাম হিসেবে রহনপুর অপেক্ষা অর্বাচীন এবং এর অবস্থান ছিল রাজা গণেষের জমিদারী ভাতুড়িয়া পরগনা থেকে অনেক দূরে। রাজা গণেশের সময় এই নামটির উদ্ভব হলে তার উল্লেখ টোডরমল প্রণীত খাজনা আদায়ের তালিকায় অথবা আবুল ফজলের [[আইন-ই-আকবরী]] নামক গ্রন্থে অবশ্যই পাওয়া যেত।<ref name="গৌড়ের ইতিহাস" />
 
ডব্লিউ ডব্লিউ হান্টারের মতে, [[নাটোর জেলা|নাটোরের]] রাজা রামজীবনের জমিদারী রহনপুর নামে পরিচিত ছিল এবং সেই নামই [[ইংরেজ আমল|ইংরেজরা]] গ্রহণ করেন এই জেলার জন্য। অনেকে এসব ব্যাখ্যাকে যথার্থ ইতিহাস মনে করেননা। তবে ঐতিহাসিক সত্য যে, বাংলার নবাবী আমল ১৭০০ হতে ১৭২৫ সালে [[মুর্শিদ কুলি খান|নবাব মুর্শিদ কুলি খান]] সমগ্র বাংলাদেশকে রাজস্ব আদায়ের সুবিধার জন্য ১৩ (তের) টি চাকলায় বিভক্ত করেন। যার মধ্যে 'চারুলা রহনপুর' নামে একটি বৃহৎ বিস্তৃতি এলাকা নির্ধারিত হয়। এর মধ্যে প্রবাহিত [[পদ্মা]] বিধৌত 'রহনপুর চাকলা' কে তিনি উত্তরে বতর্মান রহনপুর ও দক্ষিণে মুর্শিদাবাদের সঙ্গে অপর অংশ রহনপুর নিজ চাকলা নামে অভিহিত করেন। প্রথমে সমগ্র চাকলার রাজস্ব আদায় করতেন হিন্দু রাজ-জমিদার উদয় নারায়ণ। তিনি ছিলেন মুর্শিদ কুলির একান্ত প্রীতিভাজন ব্যক্তি। যে জন্য নবাব তাকে রাজা উপাধী প্রদান করেন। দক্ষিণ চাকলা রহনপুর নামে বিস্তৃত এলাকা যা সমগ্র রহনপুর ও [[পাবনা|পাবনার]] অংশ নিয়ে অবস্থিত ছিল, তা ১৭১৪ সালে নবাব মুর্শিদকুলী খান নাটোরের রামজীবনের নিকট বন্দোবস্ত প্রদান করেন। এই জমিদারী পরে নাটোরের [[রাণী ভবাণী|রাণী ভবানীর]] শাসনে আসে ও বহু অঞ্চল নিয়ে বিস্তৃতি লাভ করে।<ref name="গৌড়ের ইতিহাস" />
 
রামজীবন প্রথম নাটোর রাজ ১৭৩০ সালে মারা গেলে তার দত্তক পুত্র রামকান্ত রাজা হন। ১৭৫১ সালে রামকান্তের মৃত্যুর পরে তার স্ত্রী ভবানী দেবী রাণী ভবানী নামে উত্তরাধীকারী লাভ করেন। অনেকের মতে, প্রথম রাজা উদয় নারায়ণের উপর প্রীতি বশত এই চাকলার নাম রহনপুর করেন নবাব মুর্শিদকুলী খান। কিন্তু ঐতিহাসিক [[অক্ষয় কুমার মৈত্রেয়|অক্ষয় কুমার মৈত্রেয়র]] মতে, রাণী ভবানীর দেয়া নাম রহনপুর । অবশ্য মিঃ গ্রান্ট লিখেছেন যে, রাণী ভবানীর জমিদারীকেই রহনপুর বলা হতো এবং এই চাকলার বন্দোবস্তের কালে রহনপুর নামের উল্লেখ পাওয়া যায়।<ref name="গৌড়ের ইতিহাস" />
 
==প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ==