উইকিপিডিয়া আলোচনা:যাচাইযোগ্যতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আ হ ম সাকিব (আলোচনা | অবদান)
অপ্রাসঙ্গিক আলাপ অপসারণ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
→‎ভুল তথ্য: নতুন অনুচ্ছেদ
৮ নং লাইন:
 
ধন্যবাদ, আমি চাচ্চিলাম, লেখকের কবিতার ওপর একটি সংকলন হোক। নিয়ম জানা নেই বলে গোছানো ঠিক মত হল না, সংগ্রহ এর উপাত্ত আমি দিয়ে যাব। অনুগ্রহ করে সাজিয়ে দিবেন।--Shirinkumar63 ০৮:৪২, ১৫ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
 
== ভুল তথ্য ==
 
রহনপুরের নামকরণের ইতিহাসে যা লেখা হয়েছে তা সম্পূর্ণ ভুল। রাজশাহী জেলার নামকরণে জেলার সম্মানিত মেয়র সাহেবের সরকারী ওয়েবসাইটে যে তথ্য রয়েছে এখানে হুবহু তাই নকল করা হয়েছে। শুধুমাত্র প্রতিটি জায়গায় 'রাজশাহী' তুলে 'রহনপুর' বসানো হয়েছে। এছাড়া আর একটি শব্দেরও রদবদল হয়নি। রাজশাহী জেলা গেজেটিয়ারেও নামকরণের ব্যাপারে প্রায় একইরকম তথ্য রয়েছে। বাংলা উইকিপিডিয়ার মত একটি বিশ্বকোষে জেনে শুনে এমন ভুল তথ্য, ইচ্ছে করে এত বড় মিথ্যাচার অত্যন্ত হীন মানসিকতার পরিচয় দেয়। এটি অত্যন্ত লজ্জার বিষয় বাংলা ভাষায় উইকি লেখকদের জন্য। রহনপুরের অধিবাসীদের জন্যও এটি নিঃসন্দেহে সম্মানহানিকর।
 
একজন লেখক এবং ইতিহাসের সচেতন পাঠক হিসেবে অনুরোধ করছি, জরুরী ভিত্তিতে এই সম্পূর্ণ ভুল তথ্যগুলো এই পেজ থেকে মুছে ফেলা হোক। এবং সঠিক তথ্য লিপিবদ্ধ করে পেজটি সংশোধন করা হোক। আমার বক্তব্যের সত্যতার সপক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের সরকারী ওয়েব পোর্টালের লিঙ্কটি যুক্ত করে দিলাম।
 
[https://erajshahi.portal.gov.bd/site/page/d111d49a-1f23-46fd-a540-6cb11e2e482e/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%86%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%A8 রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়েব পোর্টাল]
 
[[বিশেষ:অবদান/182.48.79.194|182.48.79.194]] ([[ব্যবহারকারী আলাপ:182.48.79.194|আলাপ]]) ১৭:৫৪, ৩১ জানুয়ারি ২০১৯ (ইউটিসি) নাহার কৃপা
"যাচাইযোগ্যতা" প্রকল্প পাতায় ফিরুন।