নাসরি রাজবংশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
তথ্যসূত্র
৪১ নং লাইন:
}}
{{History of al-Andalus}}
'''নাসরি রাজবংশ''' ({{lang-ar|بنو نصر}} ''banū Naṣr'') ছিল [[স্পেন|স্পেনের]] শেষ মুসলিম রাজবংশ। এই রাজবংশ ১২৩৮ থেকে ১৪৯২ খ্রিষ্টাব্দ পর্যন্ত [[গ্রানাডা আমিরাত]] শাসন করেছিল।<ref>{{cite book |chapter=The Iberian Peninsula and Sicily |first=Ambroxio Huici |last=Miranda |title=The Cambridge History of Islam |editor-first1=P.M |editor-last1=Holt |editor-first2=Ann K.S. |editor-last2=Lambton |editor-first3=Bernard |editor-last3=Lewis |volume=Vol. 2A |publisher=Cambridge University Press |year=1970 |ref=harv}}</ref> ১২১২ সালে লাস নাভাস দ্য টোলোসার যুদ্ধে [[আলমোহাদ খিলাফত|আলমোহাদ খিলাফতের]] পরাজয়ের পর নাসরি রাজবংশ ক্ষমতায় আরোহণ করে। প্রতিষ্ঠার পর থেকে ২৩ জন আমির গ্রানাডা শাসন করেছেন। শেষ শাসক দ্বাদশ মুহাম্মদ খ্রিষ্টান স্প্যানিশ রাজ্য আরাগন ও কাস্টিলের কাছে আত্মসমর্পণ করেছিলেন। নাসরিদের শাসনামলে নির্মিত [[আলহাম্বরা]] প্রাসাদ এই সময়ের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
 
==নাসরি সুলতানদের তালিকা==
৭৪ নং লাইন:
 
==উত্তরাধিকারের লড়াই ও গৃহযুদ্ধ==
গ্রানাডা আমিরাতের উপর খ্রিষ্টানদের হামলার সময় নাসরিদের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে গৃহবিবাদ শুরু হয়। আবুল হাসান আলি তার ছেলে দ্বাদশ মুহাম্মদ কর্তৃক অপসারিত হওয়ার পর মালাগায় পিছু হটেন এবং প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে গৃহবিবাদ শুরু হয়। খ্রিষ্টানরা এই সুযোগের সদ্বব্যবহার করে এবং মুসলিমদের শক্তঘাটিগুলো দখল করতে থাকে। দ্বাদশ মুহাম্মদ ১৪৮৩ সালে লুসেনায় খ্রিষ্টান বাহিনীর হাতে ধরা পড়েন। ফার্ডিনেন্ড ও ইসাবেলার সাথে মিত্রতার শপথ নেয়ার পর তাকে মুক্তি দেয়া হয়। আবুল হাসান আলি শেষপর্যন্ত পূর্ণভাবে ক্ষমতা ত্যাগ করলে দ্বাদশ মুহাম্মদের সাথে তার ভাই ত্রয়োদশ মুহাম্মদের সংঘর্ষ বাধে। দ্বিতীয় জন খ্রিষ্টানদের কাছে আত্মসমর্পণে বাধ্য হন। দ্বাদশ মুহাম্মদকে আলপুজারা পর্বতমালায় জায়গীর দেয়া হয়। পরে তিনি ইবেরিয়ান উপদ্বীপ ত্যাগের জন্য আর্থিক ক্ষতিপূরণ নেন।<ref name=":0">{{বই উদ্ধৃতি|last=Barton|first=Simon|title=A History of Spain|year=2009|publisher=Palgrave Macmillan|location=London|isbn=978-0-230-20012-8|pages=104}}</ref>
 
==বংশলতিকা==