ভারতরত্ন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
Spelling correction
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২১ নং লাইন:
| followedby = [[পদ্মবিভূষণ]]
}}
'''ভারতরত্ন''' ({{lang-hi|भारत रत्न}}, {{IPA-hns|bʰaːrt̪ rt̪ n|hi}}; ''ভারতের রত্ন''){{sfn|Thakur|2010|p=5}} হল [[ভারতীয় প্রজাতন্ত্র|ভারতীয় প্রজাতন্ত্রের]] সর্বোচ্চ [[ভারতীয় সম্মাননা ব্যবস্থা|অসামরিকবেসামরিক সম্মাননা]]। ১৯৫৪ সালের ২ জানুয়ারি এই সম্মান চালু হয়। জাতি, পেশা, পদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে "সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী সেবা/কার্যের স্বীকৃতি স্বরূপ" এই সম্মান প্রদান করা হয়।<ref name="award1"/><ref name="award2"/><ref name="scheme"/> প্রথম দিকে এই সম্মান কেবলমাত্র শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান ও জনসেবায় বিশেষ কৃতিত্বের অধিকারীদেরই দেওয়া হত। কিন্তু ২০১১ সালের ডিসেম্বর মাসে [[ভারত সরকার]] এই সম্মান প্রাপ্তির ক্ষেত্রে "মানবিক কৃতিত্বের যে কোনো ক্ষেত্র" নামে আরো একটি শর্ত যুক্ত করে।<ref name="sports"/> যাকে ভারতরত্ন প্রদান করা হয় তার নাম [[ভারতের প্রধানমন্ত্রী]] [[ভারতের রাষ্ট্রপতি|রাষ্ট্রপতির]] কাছে সুপারিশ করেন। বছরে সর্বোচ্চ তিন জনকে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়। প্রাপক ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষর-সম্বলিত একটি ''সনদ'' (প্রশংসাপত্র) এবং [[অশ্বত্থ]] পাতার আকৃতি-বিশিষ্ট একটি পদক পান। এই সম্মানের সঙ্গে কোনো অর্থমূল্য দেওয়া হয় না এবং এই সম্মান এর ক্ষেত্রেও অন্য বড় সম্মাননার মতই মরনোত্তর দেওয়ার ক্ষেত্রেও দ্রৃঢ নিষেধাজ্ঞা দেখা যায়। [[ভারতীয় পদমর্যাদা ক্রম|ভারতীয় পদমর্যাদা ক্রমে]] ভারতরত্ন প্রাপকদের স্থান সপ্তম। তবে এই সম্মানের নাম উপাধি হিসেবে ব্যবহারের ক্ষেত্রে সাংবিধানিক নিষেধাজ্ঞা আছে।
 
১৯৫৪ সালে রাজনীতিবিদ [[চক্রবর্তী রাজাগোপালাচারী]], দার্শনিক [[সর্বপল্লী রাধাকৃষ্ণন]] ও বিজ্ঞানী [[চন্দ্রশেখর ভেঙ্কট রামন]] ভারতরত্ন সম্মান পান। তারাই ছিলেন এই সম্মানের প্রথম প্রাপক। তারপর থেকে ৪৫ জন ব্যক্তি এই সম্মান পেয়েছেন। এদের মধ্যে ১২ জনকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে। প্রথম দিকে মরণোত্তর ভারতরত্ন প্রদানের ব্যবস্থা না থাকলেও ১৯৫৫ সালের জানুয়ারি মাসে নিয়ম পরিবর্তন করা হয়। ১৯৬৬ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী [[লাল বাহাদুর শাস্ত্রী]] প্রথম মরণোত্তর ভারতরত্ন সম্মান পান। ২০১৩ সালে ক্রিকেটার [[শচীন তেন্ডুলকর]] ৪০ বছর বয়সে ভারতরত্ন সম্মান পান। তিনিই কনিষ্ঠতম ভারতরত্ন প্রাপক। অন্যদিকে [[ধোন্দো কেশব কার্ভে|ধোন্দো কেশব কার্ভেকে]] তার ১০০তম জন্মদিনে ভারতরত্ন সম্মান দেওয়া হয়। সাধারণত ভারতীয় নাগরিকদের এই সম্মান দেওয়া হয়ে থাকে। তবে ১৯৮০ সালে বিদেশি-বংশোদ্ভুত ভারতীয় নাগরিক [[মাদার টেরেসা]] ভারতরত্ন সম্মান পান। এছাড়া দু-জন বিদেশি নাগরিককেও ভারতরত্ন সম্মান প্রদান করা হয়েছিল। ১৯৮৭ সালে পাকিস্তানি নাগরিক [[খান আবদুল গফফর খান]] এবং ১৯৯০ সালে [[দক্ষিণ আফ্রিকা|দক্ষিণ আফ্রিকার]] প্রাক্তন [[দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি|রাষ্ট্রপতি]] [[নেলসন ম্যান্ডেলা]] ভারতরত্ন সম্মান পান। ২০১৪ সালের ২৪ ডিসেম্বর ভারত সরকার স্বাধীনতা সংগ্রামী [[মদনমোহন মালব্য]] (মরণোত্তর) ও প্রাক্তন প্রধানমন্ত্রী [[অটলবিহারী বাজপেয়ী|অটলবিহারী বাজপেয়ীকে]] এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করেন।