নাস্তিক্যবাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৪ নং লাইন:
 
শেষোক্ত বইয়ে ভিক্টর স্টেংগার এই ব্যক্তিদেরকেই নব-নাস্তিক্যবাদের প্রধান লেখক হিসেবে আখ্যায়িত করেছেন। উল্লেখ্য, নব-নাস্তিকেরা ধর্মের সরাসরি বিরোধিতা করেন। তারা ধর্মকে প্রমাণবিহীন বিশ্বাস বলে আখ্যায়িত করেন এবং এ ধরনের বিশ্বাসকে সমাজে যে ধরনের মর্যাদা দেয়া হয় সেটার কঠোর বিরোধিতা করেন।<ref>''''The New Atheism'' (২০০৯) - [[ভিক্টর স্টেংগার]]; পৃষ্ঠা - ১১-১৩; প্রকাশনী - Prometheus Books</ref>
 
==প্রকারভেদ এবং সংজ্ঞা==
 
=== সীমা===
দেবতা এবং ঈশ্বর এই শব্দদ্বয়ের সংজ্ঞায় ঐক্যমতে না আসতে পারার জন্য নাস্তিকতাকে সংজ্ঞায়িত করতে গিয়ে কিছু অস্পষ্টতা এবং বিতর্ক তৈরি হয়।<!-- ভিন্ন [[conceptions of God|ঈশ্বরের ধারণা]] এবং দেবতা নিয়ে ভিন্নতা নাস্তিকতাবাদের প্রয়োগে সমস্যার তৈরী করে।--> প্রাচীন রোমের অধিবাসীরা খ্রিষ্ঠানদের [[paganism|প্যাগান]] দেবতার পুজো না করায় নাস্তিক বলে আখ্যায়িত করেছিল। ধীরে ধীরে নাস্তিকতা নিয়ে এই দৃষ্টিভঙ্গীতে পরিবর্তন আসে, যেহেতু ''বিশ্বাসবাদ'' এখন সুনির্দিষ্ট বিশ্বাসে আটকে নেই, বরং যেকোনো ঐশ্বরিক শক্তিতে বিশ্বাসই এখন বিশ্বাস বলে গণ্য হয়।{{sfn|Martin|2006}}
 
অর্থাৎ নাস্তিকতা মানে এখন কোনো সুনির্দিষ্ট বিশ্বাসের সমালোচনা নয়, বরং সমস্ত ধর্ম যা [[spirituality|আধ্যাত্মিকতা]] বা [[supernatural|অলৌকিকতা]] নিয়ে কাজ করে বা বিশ্বাস করে, তার বিরোধিতা করা।<ref name="eb2011-Rejection-of-all-religious-beliefs" />
 
 
 
=== Definition as impossible or impermanent ===
 
আঠারো শতকের পূর্বে ঈশ্বরের অস্তিত্ব পশ্চিমা সমাজে এতটাই স্বীকৃত ছিল যে, এমন কি প্রকৃত নাস্তিকতাই সেখানে প্রশ্নবিদ্ধ ছিল। এ বিষয়টিকে বলা হত ''[[innatism|জন্মগত বিশ্বাসী]]''। এর মানে হলো মানুষ জন্মগত ভাবেই ঈশ্বরে বিশ্বাসী এবং নাস্তিকতা সেখানে সহজাতভাবেই প্রত্যাখাত একটি বিষয় ছিল।<ref>{{cite book |last=Cudworth |first=Ralph |authorlink=Ralph Cudworth |title=The True Intellectual System of the Universe: the first part, wherein all the reason and philosophy of atheism is confuted and its impossibility demonstrated |year=1678}}</ref>
 
সাধারণ মানুষের একপক্ষ আবার নাস্তিকদের নিয়ে একটি বিশেষ ধারণা পোষণ করতো। তাদের দাবী অনুসারে একজন নাস্তিক তীব্র বিপদের সময় হঠাৎই ঈশ্বরে বিশ্বাস নিয়ে আসে, তারা [[deathbed conversion|মৃত্যু কালীন সময়ে ধর্মান্তরিত]] হয় এবং চরম বিপদ যেমনঃ দুর্যোগ বা [[atheists in foxholes|"যুদ্ধকালীন সময়ে কোনো নাস্তিক]]ই নাস্তিক থাকে না"।<ref>See, for example: {{cite news |url=https://www.washingtonpost.com/wp-srv/style/features/ohair090896.htm |title=Atheist Group Moves Ahead Without O'Hair |first=Sue Anne |last=Pressley |newspaper=The Washington Post |date=8 September 1996 |accessdate=2014-10-22}}</ref>
There have however been examples to the contrary, among them examples of literal "atheists in foxholes".<ref>{{cite web |last=Lowder |first=Jeffery Jay |year=1997 |title=Atheism and Society |url=http://www.infidels.org/library/modern/jeff_lowder/society.html |accessdate=2011-04-09 |archiveurl=https://web.archive.org/web/20110522025011/http://www.infidels.org/library/modern/jeff_lowder/society.html |archivedate=22 May 2011 |deadurl=no}}</ref>
 
কিছু নাস্তিক নাস্তিকতাবাদের খুব বেশি প্রয়োজন আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। [[Sam Harris (author)|স্যাম হ্যারিস]] তার বই ''[[Letter to a Christian Nation|লেটার টু অ্যা ক্রিশ্চিয়ান নেশনে]]'' লিখেন:
<blockquote>প্রকৃতপক্ষে, "নাস্তিকতাবাদ" হচ্ছে এমন একটি পদবাচ্য, যার অস্তিত্বই থাকা উচিত না। কেওই নিজেকে "আমি জ্যোতিষ নই" বা "আমি [[Alchemy|আলকেমিস্ট]] নই" এই মর্মে অভিহিত করেন না। যেসব ব্যক্তি সন্দেহ করে এলভিস [একজন আমেরিকান সংগীত শিল্পী] এখনো জীবিত থাকতে পারে অথবা এলিয়েনরা হাতের ছোয়ায় এই মহাবিশ্বকে তাদের গোয়ালের প্রাণী বানিয়ে রাখবে, তাদের জন্য শব্দ খরচ করার মত শব্দ আমাদের নেই। Atheism is nothing more than the noises reasonable people make in the presence of unjustified religious beliefs.{{sfn|Harris|2006|p=[https://books.google.com/?id=ypyMZlkgHGIC&pg=PA51&dq=%22No+one+ever+needs+to+identify+himself+as+a+%22non-astrologer%22%22or+a%22%22non-alchemist%22 51]}}</blockquote>
 
===দরকারবাদী নাস্তিকতাবাদ===
দরকারবাদী নাস্তিকতা হচ্ছে সেই দৃষ্টিভঙ্গী যার মাধ্যমে এক বা বহু ঈশ্বরকে বাতিল করে দেওয়া হয়। এই দৃষ্টিভঙ্গী মতে [[Pragmatism|দরকারবাদী]] জীবনে ঈশ্বরের মত ধারণা সম্পুর্ণ অদরকারী। এই ধারণা [[apatheism|ঔদাসীন্যবাদ]] এবং [[practical atheism|ব্যাবহারকারী নাস্তিকতার]] সাথে সম্পর্কিত।<ref>http://atheism.about.com/od/Atheist-Dictionary/g/Definition-Pragmatic-Atheist.htm</ref>
 
==গ্যালারি==