এস্কেইপ ফ্রম অ্যালকাট্র্যাজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: thumb|right|300px|অ্যালকাট্র্যাজ দ্বীপ '''এস্কেইপ ফ্রম অ্যালকাট...
 
++
৬ নং লাইন:
 
সিনেমার শেষ অংশে কিছু সূত্র দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে, তারা সফলভাবে পালাতে পেরেছে। কিন্তু, তারা আদৌ পেরেছিল কি-না তা জানা যায়নি, এখন পর্যন্ত রহস্যই রয়ে গেছে। ওয়ার্ডেন মনে করেছিলেন, তারা ডুবে মারা গেছে।
 
[[Image:Alcatraz cell.JPG|thumb|left|250px|অ্যালকাট্র্যাজ কারাগারের একটি সেল। প্রতি সেলে একজন করে থাকতো]]
==চরিত্রসমূহ==
[[Image:Alcatraz cell.JPG|thumb|leftright|250px|অ্যালকাট্র্যাজ কারাগারের একটি সেল। প্রতি সেলে একজন করে থাকতো]]
* ''[[ক্লিন্ট ইস্টউড]]'' - [[ফ্র্যাংক মরিস]] (পালানোর প্রধান পরিকল্পনাকারী)
* ''প্যাট্রিক ম্যাকগুহান'' - ওয়ার্ডেন
২৪ ⟶ ২৫ নং লাইন:
 
সমালোচকদের কাছেও ছবিটি প্রশংসিত হয়েছে। [[রটেন টম্যাটোস]]-এ এর রেটিং ৯৩%, অর্থাৎ তাদের সংগৃহীত রিভিউগুলোর শতকরা ৯৩টিতেই এ ছবির প্রশংসা করা হয়েছে। উচ্ছসিত প্রশংসা না করলেও সবাই একে সাধারণের চেয়ে ভাল প্রিজন ব্রেক চলচ্চিত্র হিসেবে আখ্যায়িত করেছেন।
 
==অসংগতি==
ছবির শুরুতেই মাউন্ট সাট্রো টাওয়ার দেখানো হয় এবং পাশে লেখা দেভা যায়, ছবির কাহিনী ১৯৬০ সালের। অথচ এই টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছে ১৯৭১ সালে এবং শেষ হয়েছে ১৯৭২ সালে। মরিস যখন কাঠের সাথে ধাতু দিয়ে তৈরী খণ্ডটি মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে নিয়ে যায়, তখন পাশে একটি [[ওসিলোস্কোপ]] দেখা যায়। এ ধরণের ওসিলোস্কোপ ১৯৭০-এর দশকে বাজারে এসেছে। মনিসকে যখন নৌকায় করে অ্যালকাট্র্যাজ জেলে নিয়ে আসা হচ্ছিল তখন নৌকার উপর একটি [[রাডার]] ঘুরতে দেখা যায়। এ ধরণের রাডারও ১৯৭০-এর দশকে নির্মীত হয়েছে।
 
==বহিঃসংযোগ==