তমা মির্জা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
 
সম্পাদনা সারাংশ নেই
৬ নং লাইন:
|alma_mater=[[মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি]]
}}
'''তমা মির্জা''' একজন বাংলাদেশী অভিনেত্রী। ২০১৫ সালে [[নদীজন]] চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে [[বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী|শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী]] বিভাগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.dailyjanakantha.us/details/article/269284/২০১৫-সালের-‘জাতীয়-চলচ্চিত্র-পুরস্কার’-ঘোষণা |শিরোনাম=২০১৫ সালের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঘোষণা |তারিখ=২৪ জুলাই ২০১৭ |সংবাদপত্র=[[দৈনিক জনকণ্ঠ]] |অবস্থান=ঢাকা, বাংলাদেশ |সংগ্রহের-তারিখ=২৪ জুলাই ২০১৭}}</ref>
'''তমা মির্জা''' একজন বাংলাদেশী অভিনেত্রী।
 
==অভিনয় জীবন==
শাহিন সুমন পরিচালিত ‘মনে বড় কষ্ট’ চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। পরে বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবে অভিনয় করেন। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেছেন তিনি।
 
==চলচ্চিত্র==
* বলো না তুমি আমার (২০১০)
* মানিক রতন দুই ভাই (২০১২)
* ইভটিজিং (২০১৩)
* তোমার মাঝে আমি (২০১৩)
* [[নদীজন]] (২০১৫)
* গেইম রিটার্নস (২০১৭)
* অহংকার (২০১৭)
* গ্রাস (২০১৭)
* মিশন আমেরিকা (নির্মানাধীন)
 
==তথ্যসূত্র==