বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৩৫ নং লাইন:
 
==ইতিহাস==
১৯৫৭ সালের ২৭ মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে তৎকালীন শিল্পমন্ত্রী শেখ মুজিবুর রহমান (বঙ্গবন্ধু, পরে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি) ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল, ১৯৫৭’ পেশ করেন। ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে বিল পাসের মাধ্যমে ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’কর্পোরেশন’ প্রতিষ্ঠিত হবার আইন পাশ হয়। আইনটি ১৯ জুন, ১৯৫৭ থেকে কার্যকর হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=প্রতিষ্ঠার ইতিহাস |ইউআরএল=http://fdc.portal.gov.bd/site/page/e53a7e72-4d4d-4fbc-8bc5-032ddb7c58d8 |ওয়েবসাইট=fdc.portal.gov.bd}}</ref> ১৯৫৭ এবং ১৯৫৮ সালে বাংলাদেশে কোনও চলচ্চিত্র মুক্তি পায়নি। ১৯৫৯ সাল থেকে এফডিসি থেকে চলচ্চিত্র নির্মাণ হতে থাকে।
 
বাংলাদেশের স্বাধীনতার পর এই সংস্থার নামকরণ করা হয় “বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন”। এফডিসির প্রথম চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক ছিলেন যথাক্রমে আবুল খায়ের (১৯৫৭-৫৮) এবং নাজীর আহমদ (১৯৫৭-৬২)।<ref>{{বাংলাপিডিয়া উদ্ধৃতি|অধ্যায়=চলচ্চিত্র_স্টুডিও}}</ref>
 
==কার্যক্রম==
সরকারি ও বেসরকারি প্রতিনিধি নিয়ে আট সদস্যবিশিষ্টসদস্যের একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়। তথ্য মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে এ সংস্থার চেয়ারম্যান। সংস্থার প্রধান নির্বাহী হলেন ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে এফডিসিতে প্রশাসন ও অর্থ, উৎপাদন এবং প্রকৌশল বিভাগ রয়েছে। এসব বিভাগের পরিচালকবৃন্দ কর্পোরেশন পরিচালনা করে। সংস্থার অধীনে প্রায় ৪৫০ জন কর্মকর্তা, কুশলী ও কর্মচারী রয়েছে।
 
চলচ্চিত্র উন্নয়ন সংস্থার আইন অনুযায়ী এর কাজগুলি হচ্ছে:<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=24. Functions of the Corporation, THE FILM DEVELOPMENT CORPORATION ACT, 1957 |ইউআরএল=http://bdlaws.minlaw.gov.bd/sections_detail.php?id=273&sections_id=11048 |ওয়েবসাইট=bdlaws.minlaw.gov.bd |ভাষা=en}}</ref>
৫০ নং লাইন:
#প্রজেক্টর এবং আনুষঙ্গিক বস্তু ক্রয় করার জন্য চলচ্চিত্র প্রদর্শকদের ঋণ প্রদান করা
 
সংস্থার অধীনে ৯টি শুটিংশুটিঙের তলা (বর্তমানে ৭টি ব্যবহৃত হয়), ১৪টি রূপ সজ্জার কক্ষ, ১২টি শুটিং ইউনিট, ৩টি সাউন্ড থিয়েটার, রঙিন ও সাদাকালো ছবির জন্য ল্যাবরেটরিগবেষণাগার, ১৫টি সম্পাদনা যন্ত্র, অপটিক্যাল মেশিন, চলচ্চিত্র ক্যামেরা, বিভিন্ন ধরনের আলোকবাতি, ব্যাক প্রজেকশন যন্ত্র, পুকুর, কৃত্রিম হ্রদ, বাগান, জেনারেটর, ভ্যান ইত্যাদি রয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি |লেখক=মোঃ মহিউদ্দিন |শিরোনাম=Administration and Management of Film: The Role of Bangladesh Film Development Corporation (BFDC) |ইউআরএল=http://iosrjournals.org/iosr-jbm/papers/Vol17-issue4/Version-4/E017443139.pdf |ওয়েবসাইট=iosrjournals.org |সংগ্রহের-তারিখ=২২ জানুয়ারি ২০১৯ |তারিখ=২০১৫ |ভাষা=en}}</ref> এ ছাড়াও সংস্থাটি চলচ্চিত্র নির্মাণ, প্রযোজনা, পরিবেশনায় অংশগ্রহণ, প্রশিক্ষণ কোর্সের আয়োজন, নতুন শিল্পী সন্ধান, চলচ্চিত্র উৎসব ও সেমিনারের আয়োজন, বিদেশি চলচ্চিত্র উৎসবের জন্য ছবি বাছাই, উৎসবে অংশগ্রহণ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটি, চলচ্চিত্র সেন্সর বোর্ড, অনুদান কমিটি, চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন কমিটিতে অংশগ্রহণ, প্রকাশনা এবং চলচ্চিত্র-সংক্রান্ত ইত্যাদি কাজেকার্যক্রম জড়িতপরিচালনা থাকে।করে।
 
==তথ্যসূত্র==