কবিতা খানম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
→‎ব্যক্তিগত জীবন: বানান সংশোধন, সংশোধন, সম্প্রসারণ
২১ নং লাইন:
 
==প্রারম্ভিক জীবন==
কবিতা খানম ১৯৫৭ সালের ৩০শে জুন [[নওগাঁ জেলা|নওগাঁ জেলার]] সদর উপজেলার উকিলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।<ref name="Pratidin 2017">{{ওয়েব উদ্ধৃতি | শেষাংশ=Pratidin | প্রথমাংশ=Bangladesh | শিরোনাম=কবিতা খানমের বেড়ে ওঠা নওগাঁয় - বাংলাদেশ প্রতিদিন | ওয়েবসাইট=Bangladesh Pratidin | তারিখ=2017-02-09 | ইউআরএল=http://www.bd-pratidin.com/first-page/2017/02/09/206535 | ভাষা=bn | সংগ্রহের-তারিখ=2018-12-03}}</ref><ref name="ecs.gov.bd">http://www.ecs.gov.bd/bec/public/files/1/ECThree_Ban.pdf</ref> তার পিতার নাম বজলুল হক। বজলুল হকের ৪ ছেলে ও ৪ মেয়ের মধ্যে কবিতা সপ্তম।চতুর্থ।<ref name="Pratidin 2017"/> বজলুল হক নওগাঁ শহরের প্রাক্তন বিএমসি (বর্তমানে মহিলা কলেজ) কলেজের দীর্ঘদিন অধ্যক্ষ ছিলেন। শিক্ষাবিদ হিসেবে তিনি নওগাঁ শহরে সুপরিচিত।
 
১৯৭২ সালে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক সম্পন্ন করে তিনি নওগাঁ বিএমসি কলেজ থেকে ১৯৭৪ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৭৭ সালে [[রাজশাহী বিশ্ববিদ্যালয়]] থেকে প্রাণিবিজ্ঞানে স্নাতক এবং ১৯৭৭ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৮১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে [[এলএলবি]] ডিগ্রী অর্জন করেন।<ref name="ecs.gov.bd"/><ref name="BBC News বাংলা 2017"/>
 
==কর্মজীবন==
কবিতা খানম [[বাংলাদেশ সিভিল সার্ভিস]] পরীক্ষায় জুডিশিয়াল ক্যাডার হিসেবে ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারিতে রাজশাহী মুন্সেফ আদালতে যোগ দেন। ১৯৯৪ সালে যুগ্ম জেলা জজ, ২০০০ সালে অতিরিক্ত জেলা জজ ও ২০০৬ সালে জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন।<ref name="The Daily Star Bangla 2017"/><ref name="BBC News বাংলা 2017">{{ওয়েব উদ্ধৃতি | শিরোনাম=পরবর্তী নির্বাচন কমিশনে যারা থাকছেন | ওয়েবসাইট=BBC News বাংলা | তারিখ=2017-02-07 | ইউআরএল=https://www.bbc.com/bengali/news-38885992 | ভাষা=bn | সংগ্রহের-তারিখ=2018-12-03}}</ref> তিনি জেলা ও দায়রা জজ হিসেবে রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। ২০১৬ সালের ৩০ জুন মাসে রাজশাহী জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন।<ref name="The Daily Star Bangla 2017"/><ref name="Pratidin 2017"/><ref name="BBC News বাংলা 2017"/>
 
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে কবিতা খানম, [[কে এম নুরুল হুদা|কে এম নুরুল হুদার]] নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের [[বাংলাদেশ নির্বাচন কমিশন|বাংলাদেশ নির্বাচন কমিশনের]] সদস্য হিসেবে রাষ্ট্রপতি [[আব্দুল হামিদ]] কর্তৃক নিয়োগ পান।<ref name="NTV Online">{{ওয়েব উদ্ধৃতি | শিরোনাম=নতুন ইসি গঠন, নেতৃত্বে নুরুল হুদা | ওয়েবসাইট=NTV Online | ইউআরএল=https://www.ntvbd.com/bangladesh/110435/নতুন-ইসি-গঠন-নেতৃত্বে-নুরুল-হুদা | ভাষা=bn | সংগ্রহের-তারিখ=2018-12-03}}</ref>
 
==ব্যক্তিগত জীবন==
কবিতা খানম ব্যক্তিগত জীবনে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মসিউড়মসিউর রহমান চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।<ref name="The Daily Star Bangla 2017"/> ২০১১ সালেসালের ১২ জুলাই রাজশাহী-র চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত অবস্থায় তার স্বামী মৃত্যুবরণ করেন।<ref name="Pratidin 2017"/> এই দম্পতির দুই সন্তান (এক ছেলে এবং এক মেয়ে) রয়েছে।<ref name="Pratidin 2017"/>
 
==তথ্যসূত্র==