অবস্থান্তর ধাতু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
২ নং লাইন:
 
* এটি সাধারণভাবে [[পর্যায় সারণী|পর্যায় সারণীর]] [[d-ব্লক|d-ব্লকের]] যে কোন উপাদানকে বুঝাতে ব্যবহৃত হয়, যার মধ্যে [[জিঙ্ক]], [[ক্যাডমিয়াম]] ও [[পারদ]] অন্তর্ভুক্ত। এটি পর্যায় সারণীতে গ্রুপ ৩ থেকে ১২ পর্যন্ত প্রতিনিধিত্ব করে।
* আরো বিশদভাবে [[ইউপ্যাক]] [https://web.archive.org/web/20081011034915/http://www.iupac.org/goldbook/T06456.pdf IUPAC সংজ্ঞানুসারে] অবস্থান্তর ধাতু হল, কোন উপাদান যার অণুতে অসম্পূর্ণ d উপস্তর থাকে, অথবা যার কোন সুস্থিত ক্যাটায়নে অসম্পূর্ণ d-উপস্তর থাকে। এই সংজ্ঞানুসারে জিঙ্ক, ক্যাডমিয়াম ও মার্কারি অবস্থান্তর ধাতু নয়। কেননা তাদের কনফিগারেশন ''d''<sup>10</sup> এই উপাদানগুলোর মাত্র কয়েকটি অবস্থান্তর প্রজাতির আয়নে আংশিকভাবে পূর্ণ ''d'' উপস্তর থাকে এবং কেবল মার্কারির ক্ষেত্রে Hg<sub>2</sub><sup>2+</sup> দেখা যায় যা আংশিকভাবে পূর্ণ উপস্তর ঠিকভাবে গঠন করে না যা শেষোক্ত সংজ্ঞার বিরোধী।<ref>Cotton, F. Albert; Wilkinson, G.; Murillo, C. A. (1999). ''Advanced Inorganic Chemistry'' (6th ed.). New York: Wiley.</ref>
 
প্রথম সংজ্ঞাটি সাধারণ এবং প্নচলিত। অবস্থান্তর মৌলগুলোর অনেক বিশেষ বৈশিষ্ট তাদের আংশিক পূর্ণ d-সাবশেলের কারণে হয়ে থাকে। পর্যায় সারণীর অন্যান্য অংশ থেকে d-ব্লক মৌলসমূহ কম পর্যায় ধর্মবিশিষ্ট। এদের ক্ষেত্রে ভ্যালেন্সের পরিবর্তন না হওয়ায় অণূতে যুক্ত ইলেকট্রনটি সর্ববহিঃস্থ শেলে না গিয়ে ভেতরের শেলে গমন করে। ফলে এর শিল্ড শক্তিশালী হয়।<ref>http://www.jce.divched.org/Journal/Issues/2005/Nov/abs1660.html</ref>