খ্রিস্টধর্ম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
গির্জা --> মন্ডলী
Zaheen (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
২ নং লাইন:
'''খ্রিস্টধর্ম''' একটি [[আব্রাহামীয় ধর্ম|অব্রাহামীয়]] [[একেশ্বরবাদ|একেশ্বরবাদী]] ধর্ম। এই ধর্মের অনুসারীদের খ্রিস্টান বলা হয়। খ্রিস্টধর্ম একটি একেশ্বরবাদী ধর্ম, অর্থাৎ খ্রিস্টানরা কেবল এক ঈশ্বরের উপাসনা করেন।<ref name="Monotheism">{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.newadvent.org/cathen/10499a.htm |শিরোনাম=Monotheism |সংগ্রহের-তারিখ=2008-10-01 |কর্ম=[[Catholic Encyclopedia]] }}</ref> [[মধ্যপ্রাচ্য|মধ্যপ্রাচ্যের]] (বর্তমান [[ইসরায়েল]] রাষ্ট্রের উত্তরভাগে অবস্থিত) ঐতিহাসিক [[গালীল]] অঞ্চলের [[নাসরত]] শহর থেকে আগত ইহুদী বংশোদ্ভূত ধর্মীয় নেতা [[যিশু|যিশুখ্রিস্টের]] জীবন ও শিক্ষার ওপর ভিত্তি করে খ্রিস্টীয় ১ম শতকে ধর্মটির উৎপত্তি হয়। "খ্রিস্ট" ([[গ্রিক ভাষা|গ্রিক]] Χριστός খ্রিস্‌তোস্‌) শব্দের অর্থ "(ঈশ্বরের) নির্বাচিত"।<ref group="টীকা">[[আরবি]] ও [[হিব্রু ভাষা]]র অনুকরণে বাংলা ভাষাতে কখনও কখনও যিশুখ্রিস্টকে "ঈসা মসীহ" নামেও ডাকা। ঈসা অর্থ "যিশু" আর মসীহ অর্থ "নির্বাচিত, অভিষিক্ত"।</ref>
 
ঐতিহাসিকভাবে [[নাসরত|নাসরতের]] যিশু প্রাচীন রোমান সাম্রাজ্যের প্রদেশ যিহূদিয়াতে (ঐতিহাসিক ফিলিস্তিন অঞ্চলের পার্বত্য দক্ষিণাংশ) বসবাসকারী একজন ধর্মপ্রচারক ও নৈতিক শিক্ষক ছিলেন। যিশুর পালক বাবা [[যোসেফ]] ছিলেন একজন কাঠমিস্ত্রী। কিন্তু যিশুর অনুসারীরা অর্থাৎ খ্রিস্টানেরা বিশ্বাস করেন যে যিশু স্বয়ং ঈশ্বরের একমাত্র সন্তান। খ্রিস্টান ধর্মগ্রন্থগুলিতে বর্ণিত কাহিনী অনুযায়ী তিনি দুরারোগ্য ব্যাধি সারাতে পারতেন, এমনকি মৃত মানুষকে পুনরুজ্জীবিত করতে পারতেন। এসব অলৌকিক ঘটনা সম্পাদনের প্রেক্ষিতে যিশুকে ইহুদীদের রাজা হিসেবে দাবী করা হয়। এই উপাধি ব্যবহার ও নিজেকে ঈশ্বরের পুত্র হিসেবে দাবী করার দোষে জেরুসালেমের ইহুদী নেতাদের নির্দেশে যিশুকে জেরুসালেমে গ্রেপ্তার করা হয়। ইহুদীদের সর্বোচ্চ আদালতে তাঁর বিচার হয় ও যিহূদিয়ার স্থানীয় রোমান প্রশাসক পোন্তিউস পীলাতকে অনুরোধ করে যেন যিশুকে মৃত্যদণ্ড দান করা হয়। পীলাত প্রথমে যিশুকে নিরপরাধ গণ্য করলেও পরবর্তীতে যাজকদের প্ররোচণায় উন্মত্ত ইহুদী জনতার ইচ্ছাপূরণ করতে যিশুকে ক্রুশবিদ্ধ করে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করান।<ref>[[Tacitus]] tells about this in his Annales: [http://www.perseus.tufts.edu/cgi-bin/ptext?lookup=Tac.+Ann.+15.44 ''Perseus''-Project: Annales 15,44] In the passage, Tacitus talks about the burning of Rome, which [[Nero]] attributed to the Christians: ''Christus, from whom the name had its origin, suffered the extreme penalty during the reign of Tiberius at the hands of one of our procurators, Pontius Pilatus, and a most mischievous superstition, thus checked for the moment, again broke out not only in Judaea, the first source of the evil, but even in Rome, where all things hideous and shameful from every part of the world find their centre and become popular''.</ref>
 
খ্রিস্টধর্মের অনুসারীরা একটি ধর্মীয় পুস্তকসমগ্র অনুসরণ করে, যার সামগ্রিক নাম [[বাইবেল]]। বাইবেলের পুস্তকগুলিকে দুইটি বড় অংশে ভাগ করা হয়েছে: [[পুরাতন নিয়ম]] ও [[নতুন নিয়ম]]। খ্রিস্টানেরা বাইবেলের পুরাতন ও নতুন নিয়মের সমস্ত পুস্তককে ঈশ্বরের পবিত্র বাণী হিসেবে গণ্য করেন। পুরাতন নিয়ম অংশটি [[হিব্রু বাইবেল]] (বা [[তানাখ]]) এবং অব্রাহামের পৌত্র [[যাকব]] তথা ইসরায়েলের বংশধরদের লেখা অনেকগুলি ধর্মীয় পুস্তক নিয়ে গঠিত। খ্রিস্টধর্মের সবচেয়ে জনপ্রিয় শাখা [[ক্যাথলিক]] শাখাতে অনুমোদিত পুস্তকতালিকা অনুযায়ী বাইবেলের পুরাতন নিয়ম অংশে ৪৬টি পুস্তক আছে। এই পুস্তকগুলি বহু শতাব্দী ধরে বিভিন্ন সময়ে খ্রিস্টপূর্ব ৮ম শতক থেকে খ্রিস্টপূর্ব ২য় শতক পর্যন্ত মূলত [[হিব্রু ভাষা]]তে রচিত হয়।