সিগমুন্ড ফ্রয়েড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tanvir.riham (আলোচনা | অবদান)
লিংক সংযোজন
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Lazy-restless (আলোচনা | অবদান)
৩ নং লাইন:
'''সিগমুন্ড ফ্রয়েড''' ([[জার্মান ভাষা|জার্মান]] Sigmund Freud ''যীক্‌মুন্ট্‌ ফ্রয়ট্‌'' [[আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা|আ-ধ্ব-ব]] [ˈziːkmʊnt ˈfrɔʏt]) ([[মে ৬]], [[১৮৬৫]]- [[সেপ্টেম্বর ২৩]], [[১৯৩৯]]) ছিলেন একজন [[অস্ট্রিয়া|অস্ট্রিয়]] [[মানসিক রোগ]] [[চিকিৎসক]] এবং [[মনস্তাত্ত্বিক]]। তিনি "[[মনোসমীক্ষণ]]" (Psychoanalysis) নামক [[মনোচিকিৎসা]] পদ্ধতির [[উদ্ভাবক]]। ফ্রয়েড "মনোবীক্ষণের জনক" হিসেবে পরিগণিত। তাঁর বিভিন্ন কাজ জনমানসে বিরাট প্রভাব ফেলেছে। মানব সত্বার 'অবচেতন', 'ফ্রয়েডিয় স্খলন', 'আত্মরক্ষণ প্রক্রিয়া' এবং 'স্বপ্নের প্রতিকী ব্যাখ্যা' প্রভৃতি ধারণা জনপ্রিয়তা পায়। একই সাথে ফ্রয়েডের বিভিন্ন তত্ত্ব [[সাহিত্য]], [[চলচ্চিত্র]], [[মার্ক্সবাদ|মার্ক্সবাদী]] আর নারীবাদী তত্ত্বের ক্ষেত্রেও গভীর প্রভাব বিস্তার করে। তিনি [[ইডিপাস কমপ্লেক্স|ইডিপাস কম্পলেক্স]] ও [[ইলেক্ট্রা কমপ্লেক্স|ইলেক্ট্রা কম্পলেক্স]] নামক মতবাদ সমূহের জন্য অধিক আলোচিত।
 
 
===ক্যান্সার===
১৯২৩ সালের ফেব্রুয়ারিতে, ফ্রয়েড তার মুখগহ্ব‌রে অতিরিক্ত ধূমপানের ফলে সৃষ্ট লিউকোপ্লাকিয়া নামক একটি মৃদু জমাট মাংসপিন্ড দেখতে পান। ফ্রয়েড শুরুতে তা গোপন রাখেন, কিন্তু ১৯২৩ সালের এপ্রিলে তিনি আরনেস্ট জোন্সকে জানান যে, জমাট মাংসপিন্ডটি কেটে বাদ দেওয়া হয়েছে। ফ্রয়েড চর্মরোগ-বিশেষজ্ঞ ম্যাক্সিমিলিয়ান স্টেইনারের শরণাপন্ন হন, যিনি তাকে ধূমপান করতে নিষেধ করেন কিন্তু মাংসপিন্ডের ঝুঁকে গুরুত্ব কম দিয়ে তা সম্পর্কে‌ মিথ্যা বলেন। ফ্রয়েড এরপর ফেলিক্স ডাচের শরণাপন্ন হন, যিনি মাংসপিন্ডটিকে ক্যান্সার হিসেবে সনাক্ত করেন; তিনি মাংসপিন্ডটিকে অপেক্ষাকৃত শ্রুতিমধুর শব্দ [[এপিথেলিওমা]] হিসেবে সম্বোধন করার মাধ্যমে ফ্রয়েডকে বিষয়টি অবহিত করেন। ডাচ তাকে ধূমপান বন্ধ করার এবং মাংসপিন্ডটি কেতে ফেলার নির্দে‌শ দেন। এরপর ফ্রয়েড
রাইনোলজিস্ট বা নাক-বিশেষজ্ঞ মারকাস হ্যাজেকের কাছে চিকিৎসা নেন, ইতোঃপূর্বে‌ যার যোগ্যতা সম্পর্কে ফ্রয়েড নিজেই প্রশ্ন তুলেছিলেন। হ্যাজেক তার ক্লিনিকের বহিরাগত ডিপার্ট‌মেন্টে ফ্রয়েডের একটি নিরর্থক-নিষ্প্রয়োজন কসমেটিক সার্জা‌রি করেন। অস্ত্রপচারের সময় ও পরবর্তী‌তে ফ্রয়েডের উল্লেখযোগ্য হারে রক্তক্ষরণ হয়, এবং তিনি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যান। ফ্রয়েড এরপর আবার ডাচকে দেখান। ডাচ লক্ষ্য করেন যে, ফ্রয়েডের আবারো অস্ত্রপচার প্রয়োজন হবে, কিন্তু তিনি ফ্রয়েডকে জানাননি যে, ফ্রয়েড ক্যান্সারে আক্রান্ত, কারন তার ভয় ছিল, এটি জানালে ফ্রয়েড হয়তো আত্মহত্যা করতে চাইবেন।<ref>Gay 2006, pp. 419–20</ref>
 
==মৃত্যু==
ফ্রয়েড [[আত্মহত্যা]] করে মৃত্যুবরণ করেন। তাঁর [[চিকিৎসক]] জানান যে, আত্মহত্যার প্ররোচনায় [[ধূমপান|ধূমপানজনিত]] কারণে মুখের [[ক্যান্সার|ক্যান্সারই]] এর জন্যে দায়ী।<ref>Gay, Peter (1988). Freud: A Life for Our Time. New York: W. W. Norton & Company. pp. 650–651. {{আইএসবিএন|0-393-32861-9}}.</ref>