এ্যানেট সুসানা এ্যাক্রয়েড বেভারীজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
Jayantanth (আলোচনা | অবদান)
১৭ নং লাইন:
 
==প্রাথমিক জীবন==
তিনি [[ইংল্যান্ডের]] [[ওরচেস্টারশায়ারের]] [[স্টাউরব্রীজের]] একটি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। এ্যানেট তাঁর যুগে মেয়েদের জন্য লভ্য শিক্ষার মধ্যে সর্বোচ্চ শিক্ষা লাভ করেন। তিনি [[১৮৬০]] সাল থেকে [[১৮৬৩]] সাল পর্যন্ত লন্ডনের বেডফোর্ড কলেজে লেখাপড়া করেন। শিক্ষা গ্রহণের শেষে তিনি কিছুদিন কাজ করেন। এ সময় তিনি [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] [[কেশবচন্দ্র সেন|কেশবচন্দ্র সেনের]] বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বাংলার নারী শিক্ষা উন্নয়নের জন্য [[১৮৭৩]] সালে ভারতের উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।<ref name = "Banglapedia"/>তার ভারতে আসার আগেই, [[মেরি অ্যান কুক]] ও [[মেরি কার্পেন্টার]] ভারতে এসেছিলেন এবং [[বেথুন]] [[১৮৪৯]] সালে মহিলাদের জন্য বিদ্যালয়[[বেথুন স্কুল]] শুরুস্থাপন করেছিলেন <ref name = "চরিতাভিধান-৩৬৬ "> সুবোধ চন্দ্র বসু ও অঞ্জলি বসু ( সম্পাদনা ),'' সংসদ বাঙ্গালি চরিতাভিধান-চতুর্থ সংস্করণ,প্রথম খন্ড, p ৩৬৬, ISBN 8185626650 </ref> কিন্তু এই বিদ্যালয় ছাত্রীদের সেই ভাবে আকর্ষণ করেতে পারেনি।
 
==ভারতের প্রতি আগ্রহ==