ডায়ান কিটন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

০৭:২৯, ৫ জানুয়ারি ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

ডায়ান কিটন (জন্ম: ডায়ান হল; ৫ জানুয়ারি ১৯৪৬) হলেন একজন মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক। তিনি একটি একাডেমি পুরস্কার, একটি বাফটা পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারএএফআই আজীবন সম্মাননা পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।

কিটন মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ১৯৭০ সালে তার চলচ্চিত্রে অভিষেক হয়। তার প্রথম বড় মাপের চলচ্চিত্র ভূমিকায় হল দ্য গডফাদার (১৯৭২) ছবিতে কে অ্যাডামস করলেওনে চরিত্রে। একই বছরে উডি অ্যালেন পরিচালিত প্লে ইট অ্যাগেইন, স্যাম তার কর্মজীবনের শুরুতে তাকে প্রতিষ্ঠা লাভ করতে সহায়তা করে। তার পরের দুটি চলচ্চিত্র হল স্লিপার (১৯৭৩) ও লাভ অ্যান্ড ডেথ (১৯৭৫), যা তাকে হাস্যরসাত্মক অভিনেত্রী হিসেবে পরিচিতি পাইয়ে দেয়। তার চতুর্থ চলচ্চিত্র অ্যানি হল (১৯৭৭)-এর জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।

কিটন পরবর্তীকালে তার অ্যানি হল ব্যক্তিত্ব দূর করতে একই রকমের চরিত্রে কাজ করা বাদ দেন। তিনি নাট্যধর্মী অভিনয়ের দিকে মনযোগ দেন এবং লুকিং ফর মিস্টার গুডবার (১৯৭৭)-এ অভিনয় করেন। তিনি রেডস (১৯৮১), মারভিন্‌স রুম (১৯৯৬), এবং সামথিংস গটা গিভ (২০০৩)-এ অভিনয় করে আরও তিনটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ