নটর ডেম কলেজ, ময়মনসিংহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
১ নং লাইন:
{{ref improve|date=আগস্ট ২০১৫}}
 
{{about|ময়মনসিংহের কলেজ|ঢাকার কলেজের|নটর ডেম কলেজ|বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের|নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ|"নটর ডেম" নামের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ|নটর ডেম (দ্ব্যর্থতা নিরসন))#উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান{{!}}নটর ডেম (দ্ব্যর্থতা নিরসন))}}
 
{{Infobox_College
২৮ নং লাইন:
== নামকরণ, মূলনীতি ও প্রতীক ==
 
নটরডেমনটর ডেম কলেজের 'নটরডেমনটর ডেম' শব্দ দুটো [[ফরাসি ভাষা]] থেকে নেয়া হয়েছে। [[ইংরেজি|ইংরেজিতে]] যার অনুবাদ হলো 'Our Lady'। রোমান ক্যাথলিকগণ 'আওয়ার ল্যাডি' বলতে যিশুখ্রিষ্টের মা [[মারিয়া]] বা [[ম্যারি]]কে বুঝিয়ে থাকেন। তাই ক্যাথলিকদের দ্বারা পরিচালিত এই কলেজটির নাম সেই মহীয়সী নারীকে উৎসর্গ করে রাখা হয়।
 
কলেজের মূলনীতি হলো: ''Diligite Lumen Sapientiae'', যার ইংরেজি অনুবাদ Love the Light of Wisdom (জ্ঞানের আলোকে ভালোবাসো)। ক্যাথলিক ধর্মমতে, যিশুখ্রিষ্টের মা ম্যারি হলেন [[জ্ঞান|জ্ঞানের]] [[প্রতীক]]। "জ্ঞান" (Sapientiae) শব্দটি কলেজের মুখ্য উদ্দেশ্য একাধারে জ্ঞানার্জন ও জ্ঞানের উৎস স্রষ্টাকে লাভ করার প্রতি ইঙ্গিত করে। "আলো" (Lumen) শব্দটি দ্বারা অন্ধকারকে দূরিভূত করা ও সত্য-মিথ্যার পার্থক্য করতে পারার প্রতি ইঙ্গিত করে। আর "ভালোবাসো" (Diligite) শব্দটি দ্বারা ভালোবাসার সাথে জ্ঞান আহরণের প্রতি ইঙ্গিত করে।
 
নটরডেমনটর ডেম কলেজের [[প্রতীক|প্রতীকের]] সবচেয়ে উপরে রয়েছে একটি খোলা [[বই]], যার বাম পাতায় বড় ছাদের [[গ্রিক বর্ণমালা|গ্রিক]] [[অক্ষর]] '[[আলফা]]' (Α) এবং ডান পাতায় বড় ছাদের '[[ওমেগা]]' (Ω) রয়েছে। আলফা-ওমেগা হলো গ্রিক বর্ণমালার, যথাক্রমে প্রথম ও শেষ অক্ষর। এর দ্বারা একই সাথে সমগ্র জ্ঞান এবং [[বাইবেল (নতুন নিয়ম)|বাইবেলের]] [[রিভীলেশন]] অধ্যায়ের [[যিশু]]র একটি উক্তির প্রতি ইঙ্গিত করে। এছাড়া [[বই]] হচ্ছে জ্ঞানের বাহন। সম্মিলিতভাবে এই প্রতীকগুলো প্রকাশ করছে: যুগ যুগ ধরে আহরিত যাবতীয় জ্ঞান বইয়ের মধ্যে সঞ্চিত হয়ে আ্য জ্ঞানার্জনকে ইঙ্গিত করে। ডানদিকের ক্ষেত্রটির জলময় নদী, চলমান নৌকা, সোনালি ধানক্ষেত আর সীমাহীন নীলাকাশশোভিত দৃশ্যটি সবুজ-শ্যামল [[বাংলাদেশ|বাংলাদেশের]] বুকে কলেজটির অবস্থান প্রতীকায়িত করে। নিচের ক্ষেত্রটিতে আড়াআড়িভাবে স্থাপিত দুটি [[নোঙর|নোঙরের]] বুকে স্থাপিত [[ক্রুশ]] হলিক্রস সন্যাস-সংঘের প্রতীক। এই প্রতীক দ্বারা প্রতীকায়িত করা হয়: ক্রুশে বিদ্ধ হয়ে যিশুখ্রিষ্টের মৃত্যু যেমন মানব জাতিকে মুক্তি এনে দিয়েছিলো, তেমনি ক্রুশার্পিত সেই যিশুকে নোঙরের ন্যায় আঁকড়ে ধরে পরিত্রাণ লাভ সম্ভব। নোঙর আশার প্রতীক। ক্রুশ থেকে চারদিকে যে আলো ছড়িয়ে পড়েছে, তা যিশুখ্রিষ্টের আলো ও মহানুভবতার প্রতীক।
 
== নির্মাণ ==