গিয়াসউদ্দিন মুহাম্মাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
৩২ নং লাইন:
১১৭৩ সালে গিয়াস [[গজনি]] আক্রমণ করেন এবং [[অগুজ তুর্কি|অগুজ তুর্কিদের]] পরাজিত করেন। অগুজ তুর্কিরা [[গজনভি রাজবংশ|গজনভিদের]] কাছ থেকে শহর দখল করেছিল। এরপর তিনি তার ভাই মুইজউদ্দিনকে গজনির শাসক নিযুক্ত করেন।<ref name="Bosworth112"/>
 
১১৭৫ সালে সেলজুক গভর্নর বাহাউদ্দিন তুগরিলের কাছ থেকে গিয়াসউদ্দিন হেরাত জয় করেন। এছাড়া তিনি পুশাং জয় করেন। সিস্তানের শাসক তাজউদ্দিব হারব ইবনে মুহাম্মদ এর অল্প সময় পর গিয়াসউদ্দিনের সার্বভৌমত্ব স্বীকার করে নেন। অগুজ তুর্কি অধ্যুষিত [[কিরমান]]ও অনুরূপ আনুগত্য স্বীকার করে।<ref name="Iranica-Ghaznavids">Encyclopedia Iranica, ''Ghaznavids'', Edmund Bosworth, Online Edition 2007, ([http://www.iranica.com/newsite/articles/v10f6/v10f608.html LINK] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20090815193620/http://www.iranica.com/newsite/articles/v10f6/v10f608.html |তারিখ=১৫ আগস্ট ২০০৯ }})</ref>
 
একই সময়ে খোয়ারিজমীয় রাজপুত্র সুলতান শাহ তার ভাই আলাউদ্দিন তেকিশ কর্তৃক খোয়ারিজম থেকে বিতাড়িত হয়ে [[ঘুর|ঘুরে]] আশ্রয় নিয়েছিলেন। তিনি গিয়াসউদ্দিনের কাছে সামরিক সহায়তা চান। তবে গিয়াসউদ্দিন তা প্রদান করেননি। সুলতান শাহ এরপর [[কারা-খিতান খানাত|কারা-খিতান খানাতের]] কাছ থেকে সহায়তা লাভে সমর্থ হন এবং ঘুরিদের উত্তরাঞ্চলে হামলা চালানো শুরু করেন। ১১৮৬ সালে গিয়াস ও মুইজ একত্রে লাহোর জয়ের মাধ্যমে গজনভিদের শাসন সমাপ্ত করেন।<ref name="Bosworth112">''The Iranian World'', C.E. Bosworth, '''The Cambridge History of Iran''', Vol. 5, ed. J. A. Boyle, John Andrew Boyle, (Cambridge University Press, 1968), 161-170.</ref><ref>[http://www.iranicaonline.org/articles/ghaznavids ''Ghaznavids'', C.E. Bosworth, '''Encyclopedia Iranica''']</ref> [[বামিয়ান]] ও [[সিস্তান|সিস্তানের]] শাসক এবং তার ভাই মুইজউদ্দিনের সহায়তায় এরপর তিনি ১১৯০ সালে সুলতান শাহর বাহিনীকে পরাজিত করেন। [[বৃহত্তর খোরাসান|খোরাসানে]] সুলতান শাহর অধিকাংশ অঞ্চল তিনি নিজ শাসনের আওতাভুক্ত করে নেন। খোয়ারিজমীয় শাহ এবং ঘুরিদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার অল্পকিছুকাল পরে তেকিশ হেরাত আক্রমণ করেন। এসময় কারা-খিতানরা গুজগান আক্রমণ করেছিল। গিয়াসউদ্দিন উভয়কে পরাজিত করেন।