এ কে আব্দুল মোমেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
৪৩ নং লাইন:
১৯৯৮ সালে তিনি [[Saudi Industrial Development Fund|সৌদি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ড]] (এসআইডিএফ) এর অর্থনৈতিক উপদেষ্টা নির্বাচিত হন। ২০০৩ সালে [[Riyadh compound bombings|রিয়াদ কম্পাউন্ড বোমাহামলার]] সময় তিনি [[সৌদি আরব]] ত্যাগ করে ম্যাসাচুসেটসে এ ফিরে আসেন। সেখানে তিনি [[Framingham State College|ফ্রেমিংহ্যাম স্টেট কলেজের]] অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন বিভাগে পড়াতেন। ২০০৯ সালের আগস্ট মাসে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানে শিক্ষকতা চালিয়ে যান।<ref name="diplomat"/>
 
২০১০ সালে তিনি [[ইউনিসেফ]] কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক পর্যায়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।<ref>[http://www.unicef.org/about/execboard/files/Executive_Board-Officers-2014-ENGLISH-10Jan2014.pdf Officers of the UNICEF Executive Board 1946–2014], [[UNICEF]]</ref><ref>[http://www.unicef.org/about/history/index_55642.html Executive Board], [[UNICEF]]</ref>
 
তিনি [[জাতিসংঘ সাধারণ পরিষদ|জাতিসংঘ সাধারণ পরিষদের]] ৬৭ তম অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।<ref name="undp" />
 
তিনি ২০১৪ সালে জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের কমিটির সভাপতি ছিলেন।<ref name="undp">{{cite web|url=http://ssc.undp.org/content/ssc/services/policy/governing_bodies/the_hlc_bureau/abulkalam_abdul_momen.html|title= H.E. Abulkalam Abdul Momen |publisher= United Nations Office for South-South Cooperation}}</ref> তাঁর বড় ভাই [[আবুল মাল আবদুল মুহিত]] আর নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ছোট ভাই আব্দুল মোমেনকে [[সিলেট-১]] আসনে তার উত্তরসূরি হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা পোষণ করেন। আব্দুল মোমেন ৩০ ডিসেম্ব্র, ২০১৮ তারিখে সিলেট ১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করেন।<ref>http://www.somoynews.tv/pages/details/133400?fbclid=IwAR2y1H3wDBTj95R5rKkOhhVdEvPFGZKk3Pm-Z8adQIFsWcEisy3HWNfHeVk</ref><ref>{{cite news |title=Muhith wants brother Momen to contest for his Sylhet constituency |url=http://bdnews24.com/politics/2016/06/05/muhith-wants-brother-momen-to-contest-for-his-sylhet-constituency |newspaper=bdnews24.com |date=5 June 2016}}</ref>
 
==তথ্যসূত্র==