এ কে আব্দুল মোমেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
৩৪ নং লাইন:
==প্রাথমিক জীবন==
মোমেন ১৯৪৭ সালের ২৩শে আগস্ট [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[সিলেট|সিলেটে]] জন্মগ্রহণ করেন। তার পিতা আবু আহমদ আব্দুল হাফিজ ছিলেন সিলেট জেলা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। তার মা সৈয়দা শাহার বানু ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং সিলেটে নারী জাগরণের অগ্রদূত। তার ভাই আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।<ref>http://sylhetsadar.sylhet.gov.bd/site/page/5a02709b-0757-11e7-a6c5-286ed488c766/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%20%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC</ref><ref>http://oldsite.dailyjanakantha.com/news_view.php?nc=16&dd=2011-10-21&ni=74575</ref>
আব্দুল মোমেন [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে বি.এ এবং ১৯৭১ সালে উন্নয়ন অর্থনীতিতে এম.এ অর্জন করেন।<ref name="diplomat">{{cite magazine |title=His Excellency Abulkalam Abdul Momen |url=http://www.washdiplomat.com/index.php?option=com_content&view=article&id=2633:his-excellency-abulkalam-abdul-momen&catid=196:profiles&Itemid=229 |magazine=The Diplomat |access-date=31 August 2016}}</ref> তিনি ১৯৭৯ সালে [[হার্ভার্ড বিজনেস স্কুল]] থেকে এমবিএ পাস করেন।<ref name= UN>https://www.un.org/press/en/2011/bio4320.doc.htm</ref> এরপর ১৯৭৬ সালে ঢাকার সেন্ট্রাল কলেজ থেকে আইনশাস্ত্রে এলএলবি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে তার লেখাপড়া চালিয়ে যান এবং [[নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়]], [[বোস্টন]], [[ম্যাসাচুসেটস]] থেকে ১৯৮৮ সালে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন।<ref name="diplomat"/>
 
==কর্মজীবন==
তিনি একজন সরকারি চাকরিজীবী হিসেবে ১৯৭৩ থেকে ১৯৭৪ পর্যন্ত [[স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়|স্থানীয় সরকা, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর]] ব্যক্তিগত সচিব এবং ১৯৭৪ থেকে ১৯৭৫ পর্যন্ত [[শিল্প ও বাণিজ্য এবং খনিজ সপম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়|শিল্প ও বাণিজ্য এবং খনিজ সপম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রীর]] ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন। হিসেবে দায়িত্ব পালন করেন।<ref name= UN"diplomat"/>
 
তিনি [[Merrimack College|মেরীম্যাক কলেজ]], [[Salem State College|সালেম স্টেট কলেজ]], নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়, [[University of Massachusetts|ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়]], এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের [[Kennedy School of Government|কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট]] এ অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন পড়িয়েছেন।<ref>{{cite web |url=https://www.un.int/bangladesh/fr/staff/dr-ak-abdul-momen |title=Dr. A.K. Abdul Momen |website=Permanent Mission of the People's Republic of Bangladesh to the United Nations}}</ref>
 
১৯৯৮ সালে তিনি [[Saudi Industrial Development Fund|সৌদি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ড]] (এসআইডিএফ) এর অর্থনৈতিক উপদেষ্টা নির্বাচিত হন। ২০০৩ সালে [[Riyadh compound bombings|রিয়াদ কম্পাউন্ড বোমাহামলার]] সময় তিনি [[সৌদি আরব]] ত্যাগ করে ম্যাসাচুসেটসে এ ফিরে আসেন। সেখানে তিনি [[Framingham State College|ফ্রেমিংহ্যাম স্টেট কলেজের]] অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন বিভাগে পড়াতেন। ২০০৯ সালের আগস্ট মাসে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানে শিক্ষকতা চালিয়ে যান।<ref name="diplomat"/>
 
২০১০ সালে তিনি [[ইউনিসেফ]] কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক পর্যায়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।<ref>[http://www.unicef.org/about/execboard/files/Executive_Board-Officers-2014-ENGLISH-10Jan2014.pdf Officers of the UNICEF Executive Board 1946–2014], [[UNICEF]]</ref><ref>[http://www.unicef.org/about/history/index_55642.html Executive Board], [[UNICEF]]</ref>
 
==তথ্যসূত্র==