মুহাম্মদ আব্দুল মান্নান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নিরপেক্ষতা ও কিছু সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
৩৪ নং লাইন:
 
==প্রারম্ভিক জীবন==
আল্লামা এম. এ. মান্নান [[চট্টগ্রাম জেলা|চট্টগ্রাম জেলার]] [[রাউজান উপজেলা|রাউজান উপজেলার]] [[হলদিয়া ইউনিয়ন, রাউজান|হলদিয়া ইউনিয়নের]] ইয়াছিন নগর গ্রামে ১৯৬০ সালের ৩ মার্চ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। তারতাঁর পিতার নাম গাজি খলিফা।
 
===কর্মজীবন===
[[বাংলাদেশ|বাংলাদেশের]] অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ছোবাহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষকতার (১৯৭৯-১৯৮৭) মাধ্যমে মান্নানআল্লামা তারএম. এ. মান্নানের কর্মজীবনের সূচনা হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে আহসানুল উলুম আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস পদে নিযুক্ত হন এবং ১৯৯৭ সালে সালে গহিরা আলিয়া মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে নিযুক্ত হন। {{সত্যতা}}
 
==রাজনৈতিক জীবন==
===বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা (১৯৮০-১৯৮৬)===
{{মূল নিবন্ধ|বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা}}
আল্লামা এম. এ. মান্নান [[বাংলাদেশ ইসলামী ফ্রন্ট|বাংলাদেশ ইসলামী ফ্রন্টের]] ছাত্র সংগঠন [[বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা|বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার]] প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত এ সংগঠনের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।<ref name="chattrasena.org.bd"/>
 
===বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (১৯৯০-বর্তমান)===
{{মূল নিবন্ধ|বাংলাদেশ ইসলামী ফ্রন্ট}}
[[বাংলাদেশ ইসলামী ফ্রন্ট|বাংলাদেশ ইসলামী ফ্রন্টের]] চেয়ারম্যান এম এ জলিল মৃত্যুবরণ করলে আব্দুলআল্লামা এম. এ. মান্নান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্যদের ভোটে সংগঠনটির দ্বিতীয় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
 
==অন্যান্য কার্যক্রম==
আব্দুলআল্লামা এম. এ. মান্নান রাজনৈতিক কার্যক্রম ছাড়াও তিনি বেশ কিছু প্রতিষ্ঠানের পরিচালক ও উপদেষ্টা পদে রয়েছেন। এছাড়ওএছাড়াও ইসলামী বইয়ের লেখক ও অনুবাদক হিসেবেও তিনি তারতাঁর অনুসারীদের কাছে পরিচিত।
 
তারতাঁর উল্লেখযোগ্য কাজসমূহ:
* শানে রিসালত
* রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
৫৭ নং লাইন:
* দাওয়াত
* হযরত আমীর মু'আবিয়া (রা.)
* ''[[কানযুল ঈমান]]'' গ্রন্থের বঙ্গানুবাদ।
* উর্দু ভাষায় রচিত ''নুরুল ইরফান ও খাজায়নুল ইরফান'' নামে দুটি কোরআনের ব্যাখ্যাগ্রন্থের বঙ্গানুবাদ।
* [[আব্দুল কাদের জিলানী|আব্দুল কাদের জিলানীর]] জীবনীগ্রন্থ ''বাহজাতুল আসরারেরআসরার'' এর বঙ্গানুবাদ।
* [[সৈয়দ মুহাম্মদ আজিজুল হক|সৈয়দ মুহাম্মদ আজিজুল হকের]] জীবনীগ্রন্থ ''দিওয়ান-ই আযীয'' নামক গ্রন্থের বঙ্গানুবাদ।
 
==আরও দেখুন==