কুইন্সল্যান্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আ হ ম সাকিব (আলোচনা | অবদান)
তথ্যছক যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
আ হ ম সাকিব (আলোচনা | অবদান)
→‎ইতিহাস: পরিষ্করণ + ট্যাগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
{{রুক্ষ অনুবাদ}}
{{Infobox Australia state or territory
| state = Qld
৫৪ ⟶ ৫৫ নং লাইন:
}}
 
'''কুইন্সল্যান্ড''' ({{lang-en|'''Queensland'''}}) অস্ট্রেলিয়ার কমনওয়েলথের দ্বিতীয় বৃহত্তম এবং তৃতীয় সবচেয়ে জনবহুল রাষ্ট্র.রাষ্ট্র। যেটি দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিতঅবস্থিত। ।এরএর পশ্চিমে , দক্ষিণ-পশ্চিমে ও দক্ষিণের সীমানায় যথাক্রমে উত্তর টেরিটরি, দক্ষিণ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস । পূর্ব সীমাস্ত কুইন্সল্যান্ড কোরাল সাগর এবং প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত.।বেষ্টিত। কুইন্সল্যান্ডের জনসংখ্যা ৪,৭৫০,৫০০ । এর আয়তন ১.,৮৫২.৬৪২ কিমি।কিলোমিটার।
 
এই রাস্ট্রটিরাজ্যটি রনিীরানী ভিক্টোরিয়ার সম্মানে কুইন্সল্যান্ড নামে নামকরণ করা হয়।
 
== ইতিহাস ==
কুইন্সল্যান্ডের ইতিহাস হাজার হাজার বছর পুরোনো, আদিবাসীর উপস্থিতি, সেইসাথে পোস্ট ইউরোপীয়দেরে পত্তন সবই অনকেঅনেক আগের ঘটন।বিভিন্নঘটনা। বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিস্বত্তার আগমন হয়েছে এই অঞ্চলে।
 
=== আদিবাসী আগমন ===
৬৫ ⟶ ৬৬ নং লাইন:
 
=== ইউরোপিয়ানদের আগমন ===
১৬০৬ সালে, ডাচ ন্যাভিগেটর উইলেম জ্যানসজুন কি এখনে হয় স্থলের কাছে অবতরণ করেন, কেপ ইয়র্ক পশ্চিম তীরে.তীরে। এটি অস্ট্রেলিয়ার একটি ইউরোপীদেয় প্রথম নথিভুক্ত অবতরণ ছিল, এবং এটি ইউরোপীয় এবং আদিবাসী অস্ট্রেলিয়ান মানুষের মধ্যে প্রথম যোগাযোগ বলে চিহ্নিত হয়।. এর পর ফরাসি এবং স্প্যানিশ অভিযাত্রীরা যথাক্রমে প্রবেস করে।
 
=== সীমান্ত যুদ্ধ ===
৭১ ⟶ ৭২ নং লাইন:
 
=== কুইন্সল্যান্ডের কলোনি ===
১৮৫১ সালে এক জনসভায় সাউথ ওয়েলস থেকে কুইন্সল্যান্ড বিচ্ছেদ প্রস্তাবিত হয় ।.হয়। ৬ জুন ১৮৬৯ সালে, রানি ভিক্টোরিয়া কুইন্সল্যান্ড কে একটি পৃথক উপনিবেশ গঠনের জন্য সকল কাগজপত্র স্বাক্ষর করেন.করেন। ব্রিসবেন রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে।.
 
=== বিংশ শতাব্দী ===
=== বিংশশতাব্দীে ===
১৯০১ সালের ১লা ফেব্রুয়ারি রানী ভিক্টোরিয়ার অধিনে রাজ্য হিসেবে ঘোষিত হয় অস্ট্রেলিয়া, তখন কুইন্সল্যান্ডের জনসংখ্যা ছিল প্রায় অর্ধ মিলিয়ন।১৯০৫মিলিয়ন। ১৯০৫ সালে প্রথমবারের মত নারীরা রাষ্ট্রীয় নির্বাচনে ভোট দেয়।১৯০৯দেয়। ১৯০৯ সালে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এবং ১৯১১ সালে সর্বপ্রথম পোলিও রোগের বিকল্প চিকিৎসা চালু হয়েছিল এখানে, যা এখন পুরো বিশ্বব্যাপি প্রচলিত।
 
১৯০১ সালের ১লা ফেব্রুয়ারি রানী ভিক্টোরিয়ার অধিনে রাজ্য হিসেবে ঘোষিত হয় অস্ট্রেলিয়া, তখন কুইন্সল্যান্ডের জনসংখ্যা ছিল প্রায় অর্ধ মিলিয়ন।১৯০৫ সালে প্রথমবারের মত নারীরা রাষ্ট্রীয় নির্বাচনে ভোট দেয়।১৯০৯ সালে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এবং ১৯১১ সালে সর্বপ্রথম পোলিও রোগের বিকল্প চিকিৎসা চালু হয়েছিল এখানে যা এখন পুরো বিশ্বব্যাপি প্রচলিত।
 
=== একবিংশশতাব্দীে ===
 
=== একবিংশ শতাব্দী ===
২০০৯ সালে কুইন্সল্যান্ড একটি স্বাধীন উপনিবেশ এবং রাষ্ট্র হিসেবে Q150 বা তার ১৫০ তম বার্ষিকী উদযাপন করে। কুইন্সল্যান্ড সরকার ও অন্যান্য কুইন্সল্যান্ড সংগঠন অনেক ঘটনা ও প্রকাশনা, কুইন্সল্যান্ড প্রিমিয়ার আন্না বিলিংগ দ্বারা কুইন্সল্যান্ডের ১৫০ আইকন স্মরণে অনুষ্ঠান আয়োজন করে।
 
== ভৌগলিক অবস্থান ==
এর পশ্চিমে , দক্ষিণ-পশ্চিমে ও দক্ষিণের সীমানায় যথাক্রমে উত্তর টেরিটরি, দক্ষিণ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস । পূর্ব সীমাস্ত কুইন্সল্যান্ড কোরাল সাগর এবং প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত.।বেষ্টিত।
 
== জলবায়ু ==
আয়তন বেশি হওয়ার কারনে এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আবহাওয়া লক্ষ করা যায়।পশ্চিমান্চলেযায়। পশ্চিমান্চলে সাধারনত হালকা বৃষ্টিপাত এবং গরম আর্দ্র গ্রীষ্মকাল, উত্তরে মৌসুমি আদ্রতা,উপুকুলীয় অঞ্চলে উষ্ণতা,দক্ষিণ-পূর্ব অন্তর্দেশীয় এলিভেটেড এলাকায় মধ্য শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নীচে পরিলক্ষিত হয়।
 
== জনসংখ্যার উপাত্ত ==
১৩৫ ⟶ ১৩৪ নং লাইন:
এখানে পর্যটকদের জন্য প্রধান আর্কষন হল ব্রিসবেন,পোর্ট ডগলাস,ডেইন্টি রেইনফরেস্ট,গোল্ড কোস্ট,দ্যা গ্রেট ব্রেইয়ার রিফ, র্হাভে বে এবং ফ্রেচার আইসল্যান্ড।আরো রয়েছে টাউন্সভিল, ম্যাগনেটিক আইসল্যান্ড,নর্থ ও সাউথ স্টেডব্রক, সানসাইন কোস্ট,হ্যামিল্টন আইসল্যান্ড,ডেড্রিম আইসল্যান্ড এবং হোয়াইটসানডেস যা এয়ারলাই বীচ ও হোয়াইট হ্যাভেন বীচ নামে পরিচিত।
 
কুইন্নল্যানডেকুইন্সল্যান্ডে বহু সংখ্যক ওয়াইল্ড লাইফ র্পাক আছে। গোল্ডবোস্টে রয়েছে কারুমবিন অভায়ারণ্য,ডেভিড ফেলে অভায়ারণ্য। সান সাইন কোন্টে বয়েছে আন্ডারওয়াটার ওয়াল্ড এবং অস্ট্রেলিয়া জু যেটি গ্লাস হাউজ মাউন্টেন এর নিকটে।
 
== পরিবহন ব্যবস্থা ==
 
কুইন্সল্যান্ডেরর যাতায়াত ব্যাবস্থা অনেক গুলো জাতীয় হাইওয়ে দ্বারা পরিচালিত হয়,, হয়। বিশেষত দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড, যেমন M1। পরিবহন ও প্রধান সড়ক বিভাগের দ্বারা প্রধান সড়ক ও ট্যাক্সির এবং স্থানীয় মোটরওয়েজ চালনা সহ পাবলিক ট্রান্সপোর্টেরর উন্নয়ন কাজগুলো সম্পাদিত হয়। রেল সেবা প্রদানকারীরা হল কুইন্সল্যান্ড রেল এবং পেসিফিক ন্যাশনাল।
 
== শাসন ==
গভর্নর এবং প্রতিনিধিত্বকারীদের আনুষ্ঠানিকভাবে নিযুক্ত করা হয় দ্বিতীয় এলিজাবেথ, অস্ট্রেলিয়া রানী নির্বাহী কর্তৃত্ব , যে প্রতিনিধিত্ব কারীগন নামমাত্র কায়েমী হয়. বর্তমান গভর্নর মান্যবর, পল দে জার্সি, এসি। একজন স্পিকার সংসদ কতৃক নির্বাচিত হয় সংসদের অধিবেশন পরিচাননার জন্য এবং সংসদসদস্য ও সরকারের মথ্যকার যোগাযোগ রক্ষার জন্য।
 
কুইন্সল্যান্ডের সংসদ এক কক্ষবিণিষ্ট। এটা অস্টেলিয়ারাঅস্টেলিয়ার একমাত্র সংসদ যেটি এক কক্ষবিণিষ্ট। ১৯২২ সাল পর্য়ন্ত এখানে দ্বিকক্ষবিসিষ্ট আইনসভার অস্তিত্তঅস্তিত্ব ছিল।
 
কুইন্সল্যান্ডের বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট ও জেলা আদালত নিয়ে গঠিত, যা কুইন্সল্যান্ডের সংবিধান এবং অন্যান্য বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালের দ্বারা প্রতিষ্ঠিত ।
 
=== স্থানীয় সরকার ===
১৬২ ⟶ ১৬১ নং লাইন:
 
== খেলাধুলা==
 
কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সব বিভাগেই প্রতিনিধিত্ব করে এবং বহুসংখ্যক দেশীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট এখানে আয়োজন করা হয়।সবচেয়ে জনপ্রিয় শীতকালীন ও গ্রীষ্মকালীন ক্রীড়া রাগবি লিগ, রাগবি ইউনিয়ন ও ক্রিকেট, রাগবি লিগ কুইন্সল্যান্ডের সব থেকে বড় খেলাধুলার ইভেন্ট। ২০১৩ সালে কুইন্সল্যান্ডে ক্রীড়া ক্যালেন্ডারে এই ইভেন্টটিতে "কুইন্সল্যান্ড ম্যারুন " রেকর্ড অষ্টম সিরিজ জিতে।
 
"ব্রিসবেন ব্রুনকস" রাষ্ট্রের কোনো ক্রীড়াঙ্গনে সর্বাধিক সফল দল, NRL রাগবি লীগে তিনটি প্রিমিয়ারলীগ লাভ করে এবং সব মিলিয়ে তাদের ৬ টি আর্জন বয়েছে, তাদের ২৩ বছরের ইতিহাসে। ব্রিসবেন ব্রুনকস ২০১৫ সালের NRL লিগে অংশগ্রহন করে,এর ফাইনালের অতিরিক্ত সময়ে নর্থ কুইন্সল্যন্ড কাউযয় টিমের সাথে পরাজিত হয়। এই ফাইনালটি NRL এর ইতিহাসের অন্যতম সেরা গ্রান্ড ফাইনাল বলে বিবেচনা করা হয়। কুইন্সল্যান্ডের অন্য দুটি দল হল যথাক্রমে নর্থ কুইন্সল্যান্ড কাউবয়েজ এবং গোল্ডকোস্ট টাইটানস।
 
,কুইন্সল্যান্ডের আধিপত্ত শুধু রাগবিতেই সীমাবদ্ধ নয়। ২০০১-২০০৩ সালে ব্রিসবেন লায়ন AFL এ টানা তিন বার প্রিমিয়ারশিপ লাভ করে। ব্রিসবেন রোয়ার এফসি ২০১০-১১ এবং ২০১১-১২ মৌসুমে পরপর দুইবার এ-লিগ প্রিমিয়ারশিপ জয় করে। এছাড়া তাদের রয়েছে অস্ট্রেলিয়া ফুটবলে টানা ৩৬ টি ম্যাচ জেতার রেকর্ড। জাতীয় বাস্কেটবল লীগে এই অঞ্চলের দল গুলো হল ব্রিসবেন বুলেট,কাইরান তাইপানস।
 
সাতার ও কুইন্সল্যান্ডে জনপ্রিয়। অস্টেলিয়ার বেশির ভাগ টিম মেম্বার এবং শিরোপাধারি এই রাজ্যের। ২০০৮ এর অলেম্পিকের অস্ট্রিয়ার ৬টি মেডেলের সব গুলোই কুইন্সল্যান্ডের সাতারুদের অর্জন।
 
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
 
[[বিষয়শ্রেণী:কুইন্সল্যান্ড]]