ইলিয়াড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
শীর্ষ সম্প্রসারণ
১ নং লাইন:
{{ট্রোজান যুদ্ধ}}
[[চিত্র:Homeric Greece-en.svg|thumb|300px|পৌরাণিক গ্রিসের মানচিত্র]]
'''ইলিয়াড''' গ্রিক মহাকাব্য। প্রাচীন [[গ্রিস|গ্রিসের]] ইলিওন শহরের নামানুসারে এই মহাকাব্যের নামকরণ করা হয়। মহাকবি [[হোমার]] এই মহাকাব্যের রচয়িতা। এটি গ্রিক ভাষায় রচিত ও ২৪ টি সর্গে বিভক্ত। এর বিষয় ট্রয়ের যুদ্ধ। এতে ১৬,০০০ পঙ্‌ক্তি কবিতা আছে। যুদ্ধ সংঘটিত হয় এক নারীকে কেন্দ্র করে যার নাম [[হেলেন]]। যুদ্ধ এ গ্রীকদের সেরা বীর ছিল [[আকিলিসঅ্যাকিলিস]] আর ট্রয় পক্ষে ছিল [[হেক্টর (পৌরাণিক চরিত্র)|হেক্টর]]। যুদ্ধ যখন শেষ পর্যায় তখন হেক্টর এখিলিসঅ্যাকিলিস দ্বারাকর্তৃক নিহত হন এবং এর মাধ্যমে মূলত ট্রয়বাসীর পরাজয় নিশ্চিত হয়। যুদ্ধ শেষে গ্রিক সেনারা সুরক্ষিত ও সাজানো নগরী [[ট্রয়]] জ্বালিয়ে দেয়।
 
''ইলিয়াড'' কাব্যের পরবর্তী খণ্ড হিসেবে ''[[ওডিসি]]''র উল্লেখ করা হয়। এটিও হোমারের রচনা বলে ধারণা করা হয়। এই দুটি কাব্য পশ্চিমা সাহিত্যের সবচেয়ে পুরাতন রচনা হিসেবে গণ্য এবং এর লিখিত রূপ খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীর বলে ধারণা করা হয়।<ref>Vidal-Naquet, Pierre (২০০০)। "Le monde d'Homère" (হোমারের জগত)। পেরিন। পৃ. ১৯।</ref> আধুনিক গ্রহণযোগ্য সংস্করণে ইলিয়াডের ১৫,৬৯৩টি ছত্র রয়েছে। এটি আইওনিক গ্রিক ও অন্যান্য উপভাষার সংমিশ্রণে গঠিত হোমারীয় গ্রিক ভাষায় রচিত। মাইকেল এন ন্যাগলারের মতে, ইলিয়াড ওডিসির থেকেও জটিলতর মহাকাব্য।<ref>মিরসিয়াডিস, কোসটাস (১৯৮৭)। "Approaches to teaching Homer's Iliad and Odyssey"। নিউ ইয়র্ক: মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন অব আমেরিকা। ISBN 0873524993. OCLC 14932229.</ref>
 
==প্রধান চরিত্রাবলি==
১২ ⟶ ১৫ নং লাইন:
* ছোট অ্যাজাক্স - অলিয়াসের পুত্র ও লুক্রিয়ানদের দলপতি।
* প্যাট্রোক্লাস - মেনোটিয়াসের পুত্র এবং আকিলিসের ঘনিষ্ঠ সহচর।
* [[নেস্টর (পৌরাণিক চরিত্র)|নেস্টর]] - নেলেউসের পুত্র ও পাইলসের রাজা। আগামেমননের বিশ্বস্ত পরামর্শদাতা।
 
===ট্রয় বাহিনী===
ট্রয়ের পুরুষ চরিত্রগুলো হলঃ
* [[হেক্টর (পৌরাণিক চরিত্র)|হেক্টর]] - রাজা [[প্রায়াম]] ও রানী হেকাবীর পুত্র, অ্যান্ডোমাকির স্বামী এবং ট্রয় বাহিনীর প্রধান যোদ্ধা ও সেনাপতি।
* ইনিয়াস - দেবী [[আফ্রোদিতি]] ও অ্যাঙ্কাউসিজের পুত্র এবং হেক্টরের চাচাতো ভাই।
* [[প্যারিস (পুরাণপৌরাণিক চরিত্র)|প্যারিস]] - রাজা [[প্রায়াম]] ও রানী হেকাবীর পুত্র, ট্রয়ের যুবরাজ এবং হেলেনের প্রেমিক ও অপহরণকারী।
* ডেইফোবাস - হেক্টর ও প্যারিসের ভাই।
* [[প্রায়াম]] - ট্রয়ের রাজা।