অ্যান্ড্রু হিলডিচ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
জাতীয় দলে প্রত্যাবর্তন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
অবসর - অনুচ্ছেদ সৃষ্টি
৭৮ নং লাইন:
 
অস্ট্রেলিয়ায় ফেরার পর ব্রিসবেনে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে খেলেন। হুক মারের সাহায্যে খেলতে গিয়ে দুইবারই ফাইন লেগ অঞ্চলে ফিল্ডারের হাতে তালুবন্দী হন। এভাবেই আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণের সুযোগ শেষ হয়ে যায়। তাঁকে দল থেকে বাদ দেয়া হয় ও তিনি তাঁর স্থান আর দখল করতে পারেননি।
 
== অবসর ==
টেস্ট দল থেকে বাদ পড়ার পর অ্যান্ড্রু হিলডিচ বেশ রান খরায় ভোগেন।<ref>https://trove.nla.gov.au/newspaper/article/130635187</ref> তবে এ সঙ্কট অতিক্রমনে সক্ষম হন ও দক্ষিণ অস্ট্রেলিয়ার পক্ষে খেলায় প্রতিষ্ঠিত করে ফেলেন নিজেকে। ১৯৯০-৯১ মৌসুমে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। ১৯৯১-৯২ মৌসুমে দক্ষিণ অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় রান সংগ্রাহক হন। এরপর আইন পেশায় মনোনিবেশ ঘটানোর লক্ষ্যে [[ক্রিকেট]] খেলা থেকে অবসর গ্রহণ করেন তিনি।
 
১৯৯৬-৯৭ মৌসুমে জাতীয় দল নির্বাচক হিসেবে অস্ট্রেলীয় ক্রিকেটে পুণরায় অংশগ্রহণ করেছিলেন। [[Trevor Hohns|ট্রেভর হনসের]] পদত্যাগের পর এপ্রিল, ২০০৬ সালে দল নির্বাচকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময়ে অস্ট্রেলিয়া দল আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিল।<ref>{{cite web|title=ICC Test Ranking |url=http://icc-cricket.yahoo.net/match_zone/test_ranking.php?year=2006 |work=ICC Test Ranking |publisher=ICC |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110902045832/http://icc-cricket.yahoo.net/match_zone/test_ranking.php?year=2006 |archivedate=2 September 2011 |df=dmy }}</ref> তবে, অক্টোবর, ২০১০ সালে দলটি পঞ্চম স্থানে চলে যায়।<ref>{{cite web|title=ICC Test Ranking |url=http://icc-cricket.yahoo.net/match_zone/test_ranking.php?year=2010 |work=ICC Test Ranking |publisher=ICC |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110719183950/http://icc-cricket.yahoo.net/match_zone/test_ranking.php?year=2010 |archivedate=19 July 2011 |df=dmy }}</ref> ফলশ্রুতে অল্প কিছুদিন পরই, আগস্ট, ২০১১ সালে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। ২০০৯ সালে তৃতীয় টেস্ট চলাকালে স্বীয় কন্যা ও কুকুরকে নিয়ে সমুদ্র তীরে যাবার ফলে গণমাধ্যম ও সাবেক টেস্ট খেলোয়াড়েরা তাঁর সমালোচনায় মুখরিত হয়। দুই টেস্টে [[ব্র্যাড হজ|ব্র্যাড হজকে]] বাদ দেয়া হয় ও এরপর দ্বি-শতক হাঁকিয়েছিলেন তিনি।<ref>{{cite news|title=Chairman of selectors Andrew Hilditch caught out at beach|url=http://www.couriermail.com.au/hilditch-caught-out-at-beach/story-e6frf7l6-1111118469594|accessdate=10 June 2011|newspaper=Courier Mail|date=3 January 2009}}</ref> দল নির্বাচকমণ্ডলী [[শেন ওয়ার্ন|শেন ওয়ার্নের]] অবসর গ্রহণের পরবর্তী চার বছর দশজন স্পিনারকে দলে অন্তর্ভূক্ত করে।<ref>{{cite news|title=Australia turns to spin kingmaker|url=http://www.brisbanetimes.com.au/sport/cricket/australia-turns-to-spin-kingmaker-20110531-1fe98.html?skin=text-only|accessdate=10 June 2011|newspaper=Brisbane Times|date=31 May 2011}}</ref> টেস্টে পুণরায় অংশগ্রহণের পর [[অ্যালাস্টেয়ার কুক|অ্যালাস্টেয়ার কুকের]] পরই বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী [[সাইমন ক্যাটিচ|সাইমন ক্যাটিচের]] সাথে চুক্তি ছিন্ন করেন।<ref>{{cite news|title=Katich to play on after 'ridiculous' axing|url=http://www.smh.com.au/sport/cricket/katich-to-play-on-after-ridiculous-axing-20110610-1fvxi.html|work=SMH|publisher=SMH|accessdate=10 June 2011|date=10 June 2011}}</ref>
 
== ব্যক্তিগত জীবন ==
সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক ও কোচ [[বব সিম্পসন]] সম্পর্কে তাঁর শ্বশুর হন। জাতীয় আইনজীবি প্রতিষ্ঠানের অংশীদার তিনি। বীমা আইনে সবিশেষ অভিজ্ঞতা রয়েছে তাঁর।
 
== তথ্যসূত্র ==