বেলকুচি মডেল কলেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
নিরপেক্ষতা ও বিশ্বকোষীয় করা
১৮ নং লাইন:
}}
 
'''বেলকুচি মডেল কলেজ''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি [[বেসরকারি কলেজ ]]। এই কলেজটি "মডেল কলেজ" নামে পরিচিত। <ref>http://belkuchi.sirajganj.gov.bd/site/education_institute/0fe58da9-1aba-11e7-8120-286ed488c766/বেলকুচি%20মডেল%20কলেজ</ref> বেলকুচি উপজেলার সদর চালা গ্রামে অবস্থিত এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র ছাত্রী দের পড়াশোনারছাত্রীদের করারপড়ালেখার সুযোগ পায়।পান।
 
==ইতিহাস==
১৯৯৮ খ্রিস্টাব্দে বেলকুচি ইউনিয়ন পরিষদেরইউনিয়নের সাবেক চেয়ারম্যান (১৯৭৪-১৯৮৪ সময় কাল) জনাব আলহাজ মোঃ আব্দুল মজিদ সরকার মহোদয়ের একান্ত ইচ্ছা ছিল বেলকুচি উপজেলা সদরে তার নিজ গ্রাম চালাতে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করা। অতীতে বারংবার চেষ্টা করেও তার সফল বাস্তবায়ন করতে পারেন নি। অতঃপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে ও চড়াই উৎরায়ের মধ্য দিয়ে ১৯৯৮ খ্রিস্টাব্দে জনাব আলহাজ মোঃ আব্দুল মজিদ সরকার মহোদয় চালা মৌজায় তার নিজ নামীয় স্বত্ব দখলীয় ১.৬৮ একর জমিজমির কলেজেরউপর নামেকলেজটি দানস্থাপনের করেউদ্যোগ কলেজ প্রতিষ্ঠার জন্য উদ্যেগ গ্রহন করেন। যার বর্তমান বাজার মূল্য দেড় কোটি টাকা। অতপর বেলকুচি কামারখন্দ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য বর্তমানে সহকারী এটর্ণী জেনারেল, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ শহীদুল ইসলাম খান মহোদয়ের সার্বিক সহযোগিতায়গ্রহণ করেনতত্বাবধানে১৯৯৮ গতসালের ১৬/০৪/১৯৯৮ খ্রিঃ তারিখেএপ্রিল বেলকুচি উপজেলা সদরে চালা গ্রামে বেলকুচি মহিলা কলেজ নামে অত্র এলাকার মহিলাদের উচ্চ শিক্ষা লাভের জন্য অত্র কলেজটি প্রতিষ্ঠাপ্রতিষ্ঠিত করেন। কলেজটির দাতা বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ মোঃ আব্দুল মজিদ সরকার এবং প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ শহীদুল ইসলাম খান। অত্র বেলকুচি মহিলাহয়। কলেজটি ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক একাদশ শ্রেণীতে ছাত্রী ভর্তি করার জন্য পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। (তারিখ- ২৭/১০/১৯৯৮ খ্রিঃ) অতঃপর বেলকুচি মহিলা কলেজটি ২৬/০৭/২০০১ খ্রিঃ তারিখে স্বীকৃতি লাভ করে এবং ০১/০৫/২০০৪ তারিখে এম.পি.ও ভূক্ত হয়। অত্র২০০৩ এলাকারসালের ২৭ মহিলাদেরঅক্টোবর সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড, ঢাকা কর্তৃক ২৭/১০/২০০৩ তারিখে এইচ.এস.সি (ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষার কোর্স চালু করা হয়। প্রাথমিক২০১০ ভাবেসালের কলেজটিতে বিপুলজানুয়ারি সংখ্যক ছাত্রী ভর্তি হলেও অত্র এলাকায় আরও একটি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হইলে বেলকুচি পেৌরসভার মধ্যে দুইটি মহিলা কলেজ হওয়ার প্রেক্ষিতে অত্র কলেজের ছাত্রী সংখ্যা হ্রাস পাইতে থাকে। তৎপ্রেক্ষিতে অত্র এলাকার সুশীল সমাজ ও অভিভাবকদের দাবীর প্রেক্ষিতে অত্র কলেজের গত ০২/০১/২০০৫ খ্রিঃ তারিখে কলেজ পরিচালনা পর্ষদের সভায় বেলকুচি মহিলা কলেজের নাম পরিবর্তন করে বেলকুচিকলেজটি মডেল কলেজ নামকরণসহ অত্র কলেজে সহশিক্ষা চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। অতঃপর ২০০৯ খ্রিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ মোঃ আব্দুল লতিফ বিশ্বাস এমপি, মহোদয়ের সার্বিক সহযোগিতায় ০৬/০১/২০১০খ্রিঃ তারিখে বেলকুচি মডেল কলেজ হিসাবেহিসেবে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কর্তৃক অনুমোদিত হয়। অত্র বেলকুচি মডেল কলেজটি বেলকুচি পেৌরসভার প্রাণকেন্দ্রে উপজেলা সদর চালা গ্রামে অবস্থিত। কলেজটিতে বর্তমানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করিতেছে। <ref>https://belkuchi.sirajganj.gov.bd/site/education_institute/0fe58da9-1aba-11e7-8120-286ed488c766/বেলকুচি%20মডেল%20কলেজ</ref>
 
==অর্জন==
বেলকুচি উপজেলার অন্যান্য কলেজের তুলনায় অত্র কলেজের পাশের হার সবচেয়ে বেশী।
 
==ছাত্র-ছাত্রীর সংখ্যা==
৩০ ⟶ ২৭ নং লাইন:
শ্রেণী মোট <br/>
একাদশ ১৬২ <br/>
দ্বাদশ ১৭৬<br/>
 
মোট = ৩৩৮
 
==পরিচালনা কমিটির==
 
* মোঃ আব্দুল মজিদ প্রামানিক [[সভাপতি]]
* মোঃ আব্দুল মান্নান সরকার [[সদস্য সচিব]]
* আলহাজ মোঃ আব্দুল মজিদ সরকার [[দাতা সদস্য]]
* আলহাজ মোঃ শহীদুল ইসলাম খান [[প্রতিষ্ঠাতা সদস্য]]
* মোঃ আব্দুল বাতেন [[শিক্ষক প্রতিনিধি]]
* মোঃ আল মামুন [[শিক্ষক প্রতিনিধি]]
* রওশন আরা [[শিক্ষক প্রতিনিধি]]
* মোঃ বাবুল জোয়াদ্দার [[অভিভাবক সদস্য]]
* মোঃ রুহুল আমীন [[অভিভাবক সদস্য]]
* মোঃ আব্দুল মালেক [[অভিভাবক সদস্য]]
* মোঃ ছামান আলী [[অভিভাবক সদস্য]]
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
 
==বহিঃসংযোগ==
 
[[বিষয়শ্রেণী:সিরাজগঞ্জ জেলার কলেজ]]