দোদোমা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:তানজানিয়ার শহর যোগ
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১০৫ নং লাইন:
'''দোদোমা''' (সরকারীভাবে দোদোমা শহুরে জেলা) হল [[তানজানিয়া|তানজানিয়ার]] জাতীয় রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.tanzania.go.tz/home/pages/68|শিরোনাম=Country Profile from the official website of Tanzanian government|সংগ্রহের-তারিখ=2014-03-01}}</ref> এটি একইসাথে দোদোমা অঞ্চলেরও রাজধানী। দোদোমার জনসংখ্যা প্রায় ৪১০,৯৫৬ জন।<ref name=2012census /> সরকারিভাবে এই শহরের দু'টি প্রচলিত ভাষা হল [[সোয়াহিলি ভাষা|সোয়াহিলি]] ও [[ইংরেজি ভাষা|ইংরেজি]]।
 
১৯০৭ সালে তানজানিয়ার [[জার্মানি|জার্মান]] ঔপনিবেশিকদের হাতে এই শহরের প্রতিষ্ঠা হয়। বর্তমানে সরকারিভাবে এই শহর দেশের রাজধানী হলেও দেশের সরকারের বেশিরভাগ দপ্তর পরিচালিত হয় [[দার-এস-দারুস সালাম]] থেকে। তবে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে জাতীয় আইনসভা এই শহরেই বসছে।<ref>Webseite des Parlamentes http://www.parliament.go.tz/index.php/home/pages/5</ref>
 
==ভৌগলিক অবস্থান ==
দোদোমা দেশের মাঝামাঝি {{স্থানাঙ্ক|6|10|23|S|35|44|31|E|display=inline,title}} স্থানাঙ্কে, তানজানিয়ার প্রাক্তন রাজধানী দার-এস-দারুস সালাম থেকে ৪৮৬ কিলোমিটার পশ্চিমে, এবং পূর্বে আফ্রিকান কমিউনিটির সদরদপ্তর আরুশা থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এর মোট আয়তন ২,৬৬৯ বর্গকিলোমিটার, যার মধ্যে ৬২৫ বর্গকিলোমিটার সম্পূর্ণ শহুরে।
 
== শিক্ষা ==