মির্জা ফখরুল ইসলাম আলমগীর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র
৮৭ নং লাইন:
বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনকালে মির্জা ফখরুল বিভিন্ন ইস্যুতে [[আওয়ামী লীগ]] সরকারের কঠোর সমালোচনা করেন। এছাড়া দেশব্যাপী বিএনপির একাধিক বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচীর নেতৃত্ব দেন, যেগুলো অধিকাংশেরই কেন্দ্রে ছিল [[তত্ত্বাবধায়ক সরকার]] ব্যবস্থা পুনর্বহালের দাবী।<ref>{{citation |url=http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=219930 |title=Govt will be ousted thru' upsurge |first= |last= |publisher=‘‘[[The Daily Star (Bangladesh)|The Daily Star]]’’|date=26 January 2012 |accessdate=2012-03-31}}</ref>
 
== ব্যাক্তিগতব্যক্তিগত জীবন ও পরিবার ==
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে রাহাত আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই মেয়ে রয়েছে। রাহাত আরা বেগম [[কলকাতা বিশ্ববিদ্যালয়|কলকাতা বিশ্ববিদ্যালয়ে]] পড়াশুনা করেছেন ও বর্তমানে [[ঢাকা|ঢাকার]] একটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত। তার বড় মেয়ে মির্জা শামারুহ [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ে]] পড়াশুনা করে এই প্রতিষ্ঠানেই শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ায়]] পোস্ট [[পিএইচডি|ডক্টরাল ফেলো]] হিসেবে কর্মরত আছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। তিনি বর্তমানে ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করছেন।<ref name="Probe News">{{citation |url=http://www.probenewsmagazine.com/index.php?index=2&contentId=6469 |title=Bangladeshi Political Families |first= |last= |publisher=Probe News Magazine |date=23–29 March 2011 |accessdate=2012-04-01}}</ref>